ETV Bharat / state

Accident at Raniganj factory : রানিগঞ্জের কারখানায় দুর্ঘটনা, ছাইয়ের স্তূপে চাপা পড়লেন 3 শ্রমিক - Raniganj fly ash bricks factory news

রানিগঞ্জের একটি ফ্লাই অ্যাশ ব্রিকস কারখানায় দুর্ঘটনা (Accident at a fly ash bricks factory in Raniganj) ৷ কাজ চলাকালীন ভেঙে পড়ে ফ্লাই অ্যাশ স্টোরেজের বয়লার ৷ ফলে ছাইয়ের নিচে চাপা পড়ে যান চারজন শ্রমিক ৷ একজনকে উদ্ধার করা হয়েছে ৷

Accident
রানিগঞ্জের ফ্লাই অ্যাশ ব্রিকসে দুর্ঘটনা
author img

By

Published : Nov 27, 2021, 10:22 AM IST

Updated : Nov 27, 2021, 1:34 PM IST

রানিগঞ্জ, 27 নভেম্বর : সাতসকালে পশ্চিম বর্ধমানের রানিগঞ্জের একটি ফ্লাই অ্যাশ ব্রিকস কারখানায় দুর্ঘটনা (Accident at a fly ash bricks factory in Raniganj) ৷ কাজ চলাকালীন ভেঙে পড়ে ফ্লাই অ্যাশ স্টোরেজের বয়লার ৷ সেই সময় নিচে কাজ করছিলেন 4 জন শ্রমিক ৷ বয়লার ভেঙে পড়ায় ছাইয়ে চাপা পড়ে যান চারজনই ৷ তাঁদের মধ্যে একজনকে উদ্ধার করা সম্ভব হয়েছে ৷

খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় রানিগঞ্জ থানার পুলিশ ৷ পৌঁছেছে দমকল বিভাগের লোকজনও ৷ ক্রেনের সাহায্যে উদ্ধার কাজ শুরু করা হয় । গ্যাস কাটারের সাহায্য নিয়ে লোহার ফ্রেম কাটা হচ্ছে । এই ঘটনাকে কেন্দ্র করে রানিগঞ্জের মঙ্গলপুর এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে । কারখানায় শ্রমিকদের নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন ৷

রানিগঞ্জ, 27 নভেম্বর : সাতসকালে পশ্চিম বর্ধমানের রানিগঞ্জের একটি ফ্লাই অ্যাশ ব্রিকস কারখানায় দুর্ঘটনা (Accident at a fly ash bricks factory in Raniganj) ৷ কাজ চলাকালীন ভেঙে পড়ে ফ্লাই অ্যাশ স্টোরেজের বয়লার ৷ সেই সময় নিচে কাজ করছিলেন 4 জন শ্রমিক ৷ বয়লার ভেঙে পড়ায় ছাইয়ে চাপা পড়ে যান চারজনই ৷ তাঁদের মধ্যে একজনকে উদ্ধার করা সম্ভব হয়েছে ৷

খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় রানিগঞ্জ থানার পুলিশ ৷ পৌঁছেছে দমকল বিভাগের লোকজনও ৷ ক্রেনের সাহায্যে উদ্ধার কাজ শুরু করা হয় । গ্যাস কাটারের সাহায্য নিয়ে লোহার ফ্রেম কাটা হচ্ছে । এই ঘটনাকে কেন্দ্র করে রানিগঞ্জের মঙ্গলপুর এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে । কারখানায় শ্রমিকদের নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন ৷

Last Updated : Nov 27, 2021, 1:34 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.