ETV Bharat / state

Abhishek Banerjee: অখণ্ড ভারতবর্ষের সম্প্রীতির প্রার্থনায় গুরুদুয়ারায় অভিষেক - পানাগড়ের গুরুদুয়ারাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়

পানাগড়ে তৃণমূলে নবজোয়ার কর্মসূচিতে যোগ দিয়ে গুরুদুয়ারাতে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ কথা বললেন সেখানকার শিখ সম্প্রদায়ভুক্ত মানুষের সঙ্গে ৷

Etv Bharat
গুরুদুয়ারায় অভিষেক বন্দ্যোপাধ্যায়
author img

By

Published : May 16, 2023, 10:04 PM IST

গুরুদুয়ারার ভিতরে অভিষেক বন্দ্যোপাধ্যায়

দুর্গাপুর, 16 মে: তৃণমূলে নবজোয়ার কর্মসূচিতে জেলায় জেলায় ঘুরছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ আজ মঙ্গলবার বিকেল থেকে পশ্চিম বর্ধমান জেলায় শুরু হয়েছে তৃণমূলে নবজোয়ার কর্মসূচি । 16 ও 17 মে অর্থাৎ আজ মঙ্গল ও কাল বুধবার এই দু'দিন পশ্চিম বর্ধমান জেলার বিভিন্ন ব্লকে নবজোয়ার কর্মসূচিতে মানুষের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি ৷

মঙ্গলবার বিকেলে কাঁকসা থানা এলাকার পানাগড় গুরুদুয়ারাতে প্রার্থনার পাশাপাশি শিখধর্মাবলম্বীদের সঙ্গে আলাপচারিতা করেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় । এরপর সেখান থেকেই শুরু করেন পশ্চিম বর্ধমান জেলার তৃণমূলের নবজোয়ার কর্মসূচি । হাজার হাজার তৃণমূল কর্মী সমর্থকদের ভিড় ছিল এদিন চোখে পড়ার মতো । চরম উৎসাহ দেখা যায় তৃণমূল কর্মীদের মধ্যে । উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন মন্ত্রী প্রদীপ মজুমদার, মন্ত্রী মলয় ঘটক, তৃণমূলের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী ও বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায় হরে রাম সিং-সহ জেলা তৃণমূল নেতৃত্ব ।

Abhishek Banerjee
শিখ ধর্মাবলম্বী মানুষদের সঙ্গে সাক্ষাতের সময়

অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পাগড়ি পরিয়ে অভ্যর্থনা জানান অধীর মজুমদার ও পানাগর গুরুদুয়ারা কমিটির কর্মকর্তারা । এরপর অভিষেক প্রার্থনা করেন গুরুদুয়ারাতে । তাপস বন্দ্যোপাধ্য়ায়কে দীর্ঘক্ষণ প্রার্থনা শেষে শিখ সম্প্রদায়ভুক্ত মানুষের সঙ্গে কথা বলতে দেখা যায় । তাদের সুবিধা অসুবিধার কথা জানতে চান । কী প্রার্থনা করলেন গুরুদুয়ারাতে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ?

অভিষেক বন্দ্যোপাধ্যায় তার ঘনিষ্ঠদেরকে জানান, অখণ্ড ভারতবর্ষের সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় ছিল আজকের প্রার্থনার মূল বিষয় ৷ তাঁকে কাছে পেয়ে পানাগড়ের শিখ সম্প্রদায়ভুক্ত মানুষেরা আপ্লুত হয়ে পড়েন । অনেকেই তাদের সমস্যার কথা তুলে ধরেন । গুরুদুয়ারাতে ঢোকার সময় তাঁর দু'পাশে দাঁড়িয়ে থাকা অগণিত মানুষদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে দেখা যায় জোড়া ফুল শিবিরের যুবরাজকে ।

আরও পড়ুন : ডায়ালিসিস করিয়ে ফেরার পথে ঝড়-বৃষ্টিতে আটকে গেলেন বৃদ্ধ, বাড়ি ফেরালেন অভিষেক

গুরুদুয়ারার ভিতরে অভিষেক বন্দ্যোপাধ্যায়

দুর্গাপুর, 16 মে: তৃণমূলে নবজোয়ার কর্মসূচিতে জেলায় জেলায় ঘুরছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ আজ মঙ্গলবার বিকেল থেকে পশ্চিম বর্ধমান জেলায় শুরু হয়েছে তৃণমূলে নবজোয়ার কর্মসূচি । 16 ও 17 মে অর্থাৎ আজ মঙ্গল ও কাল বুধবার এই দু'দিন পশ্চিম বর্ধমান জেলার বিভিন্ন ব্লকে নবজোয়ার কর্মসূচিতে মানুষের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি ৷

মঙ্গলবার বিকেলে কাঁকসা থানা এলাকার পানাগড় গুরুদুয়ারাতে প্রার্থনার পাশাপাশি শিখধর্মাবলম্বীদের সঙ্গে আলাপচারিতা করেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় । এরপর সেখান থেকেই শুরু করেন পশ্চিম বর্ধমান জেলার তৃণমূলের নবজোয়ার কর্মসূচি । হাজার হাজার তৃণমূল কর্মী সমর্থকদের ভিড় ছিল এদিন চোখে পড়ার মতো । চরম উৎসাহ দেখা যায় তৃণমূল কর্মীদের মধ্যে । উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন মন্ত্রী প্রদীপ মজুমদার, মন্ত্রী মলয় ঘটক, তৃণমূলের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী ও বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায় হরে রাম সিং-সহ জেলা তৃণমূল নেতৃত্ব ।

Abhishek Banerjee
শিখ ধর্মাবলম্বী মানুষদের সঙ্গে সাক্ষাতের সময়

অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পাগড়ি পরিয়ে অভ্যর্থনা জানান অধীর মজুমদার ও পানাগর গুরুদুয়ারা কমিটির কর্মকর্তারা । এরপর অভিষেক প্রার্থনা করেন গুরুদুয়ারাতে । তাপস বন্দ্যোপাধ্য়ায়কে দীর্ঘক্ষণ প্রার্থনা শেষে শিখ সম্প্রদায়ভুক্ত মানুষের সঙ্গে কথা বলতে দেখা যায় । তাদের সুবিধা অসুবিধার কথা জানতে চান । কী প্রার্থনা করলেন গুরুদুয়ারাতে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ?

অভিষেক বন্দ্যোপাধ্যায় তার ঘনিষ্ঠদেরকে জানান, অখণ্ড ভারতবর্ষের সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় ছিল আজকের প্রার্থনার মূল বিষয় ৷ তাঁকে কাছে পেয়ে পানাগড়ের শিখ সম্প্রদায়ভুক্ত মানুষেরা আপ্লুত হয়ে পড়েন । অনেকেই তাদের সমস্যার কথা তুলে ধরেন । গুরুদুয়ারাতে ঢোকার সময় তাঁর দু'পাশে দাঁড়িয়ে থাকা অগণিত মানুষদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে দেখা যায় জোড়া ফুল শিবিরের যুবরাজকে ।

আরও পড়ুন : ডায়ালিসিস করিয়ে ফেরার পথে ঝড়-বৃষ্টিতে আটকে গেলেন বৃদ্ধ, বাড়ি ফেরালেন অভিষেক

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.