ETV Bharat / state

Abhishek Banerjee: 10 লক্ষ উপভোক্তাকে নিয়ে দিল্লিতে আন্দোলনের ডাক অভিষেকের - অভিষেক বন্দ্যোপাধ্যায়

"দু'পাশে যতই দেখছি ততই মানুষের মাথা । বারাবনিতে ট্রেলার দেখিয়ে গেলাম । দিল্লিতে গিয়ে সিনেমা দেখাব।" শুক্রবার বারাবনির সভা থেকে হুঙ্কার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ৷

ETV Bharat
অভিষেক বন্দ্যোপাধ্যায়
author img

By

Published : Jun 30, 2023, 10:53 PM IST

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য

বারাবনি, 30 জুন: এসেছিলেন পঞ্চায়েত ভোটের প্রচারে ৷ আর সেই প্রচারে এসেই 100 দিনের কাজের টাকা বাকি থাকা উপভোক্তাদের নিয়ে আগামীতে দিল্লিতে আন্দোলনের ডাক দিয়ে গেলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ শুক্রবার বিকেলে বারাবনি বিধানসভার সালানপুরে রূপনারায়ণপুর এলাকায় রোড-শো করেন অভিষেক ৷ সেখান থেকেই বেশ ঝাঁঝালো স্বরে কেন্দ্রের সমালোচনা করে সকলকে নিয়ে আন্দোলনের ডাক দেন তৃণমূল সাংসদ ।

এদিন কেন্দ্রের বিরুদ্ধে তোপ দেগে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, "পঞ্চায়েত ভোট পেরোলেই দিল্লিতে গিয়ে কৃষি ভবনের সামনে 10 লক্ষ মানুষকে নিয়ে আমি 100 দিনের বকেয়া টাকার জন্য আন্দোলন করব । যাবেন তো আপনারা ? নিয়ে যাওয়ার সমস্ত দায়িত্ব আমার । আন্দোলন সংগঠিত করার সমস্ত দায়িত্ব আমার । আপনারা শুধু আমায় সঙ্গ দিন । তাহলেই হবে ৷"

অভিষেক এদিন ঝাঁঝালো কণ্ঠে বলেন, "আমাকে ইডি সিবিআইয়ের ভয় দেখিয়ে দমানো যাবে না । আমার গলা টিপে দিলেও সেই গলা দিয়ে জয় বাংলা বেরোবে । প্রয়োজনে লাগাতার কৃষি ভবনের বাইরে বসে থাকব । কিন্তু 100 দিনের বকেয়া টাকা দিতে হবে ।" কেন্দ্রের মোদি সরকারকে হুঁশিয়ারি দিয়ে অভিষেক বলেন, "অনেক বাবা-বাছা করে সৌজন্যতার রাজনীতি হয়েছে । এবার মানুষের কী দম দেখাব ।"

শুক্রবার আকাশপথে কলকাতা থেকে রূপনারায়ণপুরে হেলিকপ্টারে আসেন অভিষেক বন্দ্যোপাধ্যায় । হেলিকপ্টার থেকে নেমে কেবলস মোড় থেকে শুরু হয় রোড-শো । পথের দু'ধারে বহু মানুষ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে শুভেচ্ছা জানান । অভিষেকও তাঁদের উদ্দেশ্যে ফুল ছুড়ে দেন । প্রায় কয়েক হাজার মানুষ এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রোড শো-য়ে হাঁটেন ।

এই বিষয়ে বারাবনির বিধায়ক বিধান উপাধ্যায় বলেন, "বিধানসভায় দু'টি ব্লক বারাবনি এবং সালানপুরে নিশ্চিত জয় আসছে আমাদের । এই রোড শো সেই প্রমাণ করল ।"

আরও পড়ুন : পশ্চিম বর্ধমানে সবচেয়ে বড় চোর জিতেন্দ্র তিওয়ারি, আক্রমণ অভিষেকের

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য

বারাবনি, 30 জুন: এসেছিলেন পঞ্চায়েত ভোটের প্রচারে ৷ আর সেই প্রচারে এসেই 100 দিনের কাজের টাকা বাকি থাকা উপভোক্তাদের নিয়ে আগামীতে দিল্লিতে আন্দোলনের ডাক দিয়ে গেলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ শুক্রবার বিকেলে বারাবনি বিধানসভার সালানপুরে রূপনারায়ণপুর এলাকায় রোড-শো করেন অভিষেক ৷ সেখান থেকেই বেশ ঝাঁঝালো স্বরে কেন্দ্রের সমালোচনা করে সকলকে নিয়ে আন্দোলনের ডাক দেন তৃণমূল সাংসদ ।

এদিন কেন্দ্রের বিরুদ্ধে তোপ দেগে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, "পঞ্চায়েত ভোট পেরোলেই দিল্লিতে গিয়ে কৃষি ভবনের সামনে 10 লক্ষ মানুষকে নিয়ে আমি 100 দিনের বকেয়া টাকার জন্য আন্দোলন করব । যাবেন তো আপনারা ? নিয়ে যাওয়ার সমস্ত দায়িত্ব আমার । আন্দোলন সংগঠিত করার সমস্ত দায়িত্ব আমার । আপনারা শুধু আমায় সঙ্গ দিন । তাহলেই হবে ৷"

অভিষেক এদিন ঝাঁঝালো কণ্ঠে বলেন, "আমাকে ইডি সিবিআইয়ের ভয় দেখিয়ে দমানো যাবে না । আমার গলা টিপে দিলেও সেই গলা দিয়ে জয় বাংলা বেরোবে । প্রয়োজনে লাগাতার কৃষি ভবনের বাইরে বসে থাকব । কিন্তু 100 দিনের বকেয়া টাকা দিতে হবে ।" কেন্দ্রের মোদি সরকারকে হুঁশিয়ারি দিয়ে অভিষেক বলেন, "অনেক বাবা-বাছা করে সৌজন্যতার রাজনীতি হয়েছে । এবার মানুষের কী দম দেখাব ।"

শুক্রবার আকাশপথে কলকাতা থেকে রূপনারায়ণপুরে হেলিকপ্টারে আসেন অভিষেক বন্দ্যোপাধ্যায় । হেলিকপ্টার থেকে নেমে কেবলস মোড় থেকে শুরু হয় রোড-শো । পথের দু'ধারে বহু মানুষ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে শুভেচ্ছা জানান । অভিষেকও তাঁদের উদ্দেশ্যে ফুল ছুড়ে দেন । প্রায় কয়েক হাজার মানুষ এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রোড শো-য়ে হাঁটেন ।

এই বিষয়ে বারাবনির বিধায়ক বিধান উপাধ্যায় বলেন, "বিধানসভায় দু'টি ব্লক বারাবনি এবং সালানপুরে নিশ্চিত জয় আসছে আমাদের । এই রোড শো সেই প্রমাণ করল ।"

আরও পড়ুন : পশ্চিম বর্ধমানে সবচেয়ে বড় চোর জিতেন্দ্র তিওয়ারি, আক্রমণ অভিষেকের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.