ETV Bharat / state

Cattle Smuggling Case: বৃহস্পতিবার ভোরে আসানসোল সিবিআই আদালতে আব্দুল লতিফ, শুনানি আজ - abdul latif arrives at Asansol CBI Special Court

আজ ভোরে সংবাদমাধ্যমের নজর এড়িয়ে সিবিআই আদালতে হাজির হলেন আব্দুল লতিফ ৷ তাঁর বিরুদ্ধে গরুপাচার মামলায় জড়িত থাকার অভিযোগ উঠেছে ৷ এতদিন ফেরার থাকার পর বৃহস্পতিবার আসানসোল সিবিআই আদালতে তাঁর শুনানি ৷

Cattle Smuggling
আব্দুল লতিফ
author img

By

Published : Apr 27, 2023, 9:34 AM IST

Updated : Apr 27, 2023, 10:00 AM IST

বৃহস্পতিবার ভোরে আসানলসোল সিবিআই আদালতে

আসানসোল, 27 এপ্রিল: জল্পনার অবসান ঘটিয়ে বৃহস্পতিবার ভোরে আসানসোলের সিবিআই আদালতে পৌঁছলেন গরুপাচার মামলায় অন্যতম অভিযুক্ত আব্দুল লতিফ ৷ কার্যত সাংবাদিকদের ক্যামেরা এড়াতেই তাঁর এমন কৌশল বলে মনে করা হচ্ছে ৷ গত সোমবার সুপ্রিম কোর্ট থেকে রক্ষাকবচ পেয়েছিলেন আব্দুল লতিফ ৷ কিন্তু তাঁকে বলা হয়েছিল বৃহস্পতিবারের মধ্যে আসানসোল সিবিআই আদালতে হাজিরা দিতে হবে এবং আদালত যা শর্ত দেবে তা মেনে চলতে হবে ৷ সেই মতো তিনি হাজিরা দিলেন বলে মনে করা হচ্ছে।

আব্দুল লতিফ এতদিন ফেরার থাকায় সন্দেহ ছিল তিনি সিবিআই আদালতে আসবেন কি না ৷ কিন্তু শেষ পর্যন্ত বৃহস্পতিবার ভোরে আসানসোল সিবিআই আদালতে হাজির হয়েছেন আব্দুল লতিফ ৷ গ্রীষ্মের জন্য মর্নিং কোর্ট হওয়ায় সকালেই তাঁর শুনানি হবে ৷ ইতিমধ্যে সিবিআইয়ের তদন্তকারী আধিকারিক সুশান্ত ভট্টাচার্য, আব্দুল লতিফের আইনজীবী, সিবিআই আইনজীবীরা আসানসোল সিবিআই আদালতে এসে পৌঁছেছেন ৷

সূত্রের খবর, বীরভূমের ইলামবাজারে গরুর হাট নিয়ন্ত্রণ করতেন এই আব্দুল লতিফ ৷ অভিযোগ এই হাট থেকেই বাংলাদেশে গরুপাচার হত ৷ গরুপাচার মামলার তদন্তে নেমে সিবিআই বিএসএফ কম্যান্ডেন্ট সতীশ কুমার থেকে শুরু করে এনামুল হক, সায়গল হুসেন, অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করেছে সিবিআই ৷ এমনকী গতকাল ইডির হাতে গ্রেফতার হয়েছেন সুকন্যা মণ্ডলও ৷

পরে ইডি পৃথকভাবে তদন্ত শুরু করে অনুব্রত মণ্ডল, তাঁর প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেন, তৃণমূল নেতা ও তাঁর মেয়ের হিসাবরক্ষক মণীশ কোঠারিকে গ্রেফতার করে নিজেদের হেফাজতে নিয়েছে ৷ বর্তমানে তাঁরা তিহাড় জেলে রয়েছেন ৷ কিন্তু এত কিছুর পরেও আব্দুল লতিফের টিকি খুঁজে পায়নি সিবিআই ৷ অন্যদিকে, সম্প্রতি কয়লা মাফিয়া রাজু ঝাঁ খুনের পর নতুন তথ্য বেরিয়ে আসে ৷ জানা যায়, খুন হওয়ার দিন রাজুর ভাইয়ের গাড়িতে ছিলেন আব্দুল লতিফ ৷ অর্থাৎ সিবিআই তাঁকে খুঁজলেও আব্দুল লতিফ রাজু ঝাঁয়ের সঙ্গে যোগাযোগ রাখছিলেন ৷

রাজু ঝা খুনের পর সিট যখন এই ঘটনার তদন্তে নামে তারাও আব্দুল লতিফকে খুঁজে পায়নি ৷ এই পরিস্থিতিতে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী বৃহস্পতিবার 'ফেরার' আব্দুল লতিফ আসানসোল সিবিআই আদালতে আসবে কি না সে বিষয়ে ধন্দে ছিলে সবাই ৷ অন্যদিকে বৃহস্পতিবার গরু পাচার মামলায় সায়গল হোসেন এবং অনুব্রত মণ্ডলেরও ভার্চুয়াল শুনানি রয়েছে ।

আরও পড়ুন: গরুপাচারে ফেরার আব্দুল লতিফের সঙ্গে এক গাড়িতে কী করছিলেন রাজু ? উঠছে প্রশ্ন

বৃহস্পতিবার ভোরে আসানলসোল সিবিআই আদালতে

আসানসোল, 27 এপ্রিল: জল্পনার অবসান ঘটিয়ে বৃহস্পতিবার ভোরে আসানসোলের সিবিআই আদালতে পৌঁছলেন গরুপাচার মামলায় অন্যতম অভিযুক্ত আব্দুল লতিফ ৷ কার্যত সাংবাদিকদের ক্যামেরা এড়াতেই তাঁর এমন কৌশল বলে মনে করা হচ্ছে ৷ গত সোমবার সুপ্রিম কোর্ট থেকে রক্ষাকবচ পেয়েছিলেন আব্দুল লতিফ ৷ কিন্তু তাঁকে বলা হয়েছিল বৃহস্পতিবারের মধ্যে আসানসোল সিবিআই আদালতে হাজিরা দিতে হবে এবং আদালত যা শর্ত দেবে তা মেনে চলতে হবে ৷ সেই মতো তিনি হাজিরা দিলেন বলে মনে করা হচ্ছে।

আব্দুল লতিফ এতদিন ফেরার থাকায় সন্দেহ ছিল তিনি সিবিআই আদালতে আসবেন কি না ৷ কিন্তু শেষ পর্যন্ত বৃহস্পতিবার ভোরে আসানসোল সিবিআই আদালতে হাজির হয়েছেন আব্দুল লতিফ ৷ গ্রীষ্মের জন্য মর্নিং কোর্ট হওয়ায় সকালেই তাঁর শুনানি হবে ৷ ইতিমধ্যে সিবিআইয়ের তদন্তকারী আধিকারিক সুশান্ত ভট্টাচার্য, আব্দুল লতিফের আইনজীবী, সিবিআই আইনজীবীরা আসানসোল সিবিআই আদালতে এসে পৌঁছেছেন ৷

সূত্রের খবর, বীরভূমের ইলামবাজারে গরুর হাট নিয়ন্ত্রণ করতেন এই আব্দুল লতিফ ৷ অভিযোগ এই হাট থেকেই বাংলাদেশে গরুপাচার হত ৷ গরুপাচার মামলার তদন্তে নেমে সিবিআই বিএসএফ কম্যান্ডেন্ট সতীশ কুমার থেকে শুরু করে এনামুল হক, সায়গল হুসেন, অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করেছে সিবিআই ৷ এমনকী গতকাল ইডির হাতে গ্রেফতার হয়েছেন সুকন্যা মণ্ডলও ৷

পরে ইডি পৃথকভাবে তদন্ত শুরু করে অনুব্রত মণ্ডল, তাঁর প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেন, তৃণমূল নেতা ও তাঁর মেয়ের হিসাবরক্ষক মণীশ কোঠারিকে গ্রেফতার করে নিজেদের হেফাজতে নিয়েছে ৷ বর্তমানে তাঁরা তিহাড় জেলে রয়েছেন ৷ কিন্তু এত কিছুর পরেও আব্দুল লতিফের টিকি খুঁজে পায়নি সিবিআই ৷ অন্যদিকে, সম্প্রতি কয়লা মাফিয়া রাজু ঝাঁ খুনের পর নতুন তথ্য বেরিয়ে আসে ৷ জানা যায়, খুন হওয়ার দিন রাজুর ভাইয়ের গাড়িতে ছিলেন আব্দুল লতিফ ৷ অর্থাৎ সিবিআই তাঁকে খুঁজলেও আব্দুল লতিফ রাজু ঝাঁয়ের সঙ্গে যোগাযোগ রাখছিলেন ৷

রাজু ঝা খুনের পর সিট যখন এই ঘটনার তদন্তে নামে তারাও আব্দুল লতিফকে খুঁজে পায়নি ৷ এই পরিস্থিতিতে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী বৃহস্পতিবার 'ফেরার' আব্দুল লতিফ আসানসোল সিবিআই আদালতে আসবে কি না সে বিষয়ে ধন্দে ছিলে সবাই ৷ অন্যদিকে বৃহস্পতিবার গরু পাচার মামলায় সায়গল হোসেন এবং অনুব্রত মণ্ডলেরও ভার্চুয়াল শুনানি রয়েছে ।

আরও পড়ুন: গরুপাচারে ফেরার আব্দুল লতিফের সঙ্গে এক গাড়িতে কী করছিলেন রাজু ? উঠছে প্রশ্ন

Last Updated : Apr 27, 2023, 10:00 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.