ETV Bharat / state

Cattle Smuggling Case: আসানসোল সিবিআই আদালতে হাজিরা আব্দুল লতিফের, হল না শুনানি - Abdul Latif Appears to Asansol CBI Court

দ্বিতীয়বার আসানসোল সিবিআই কোর্টে হাজিরা দিলেন আব্দুল লতিফ ৷ তবে, এদিন আদালতে কোনও শুনানি হয়নি ৷ এক আইনজীবীর মৃত্যুর কারণে সমস্ত এজলাসেই শুনানি প্রক্রিয়া বন্ধ ছিল ৷

Cattle Smuggling Case ETV BHARAT
Cattle Smuggling Case
author img

By

Published : May 6, 2023, 1:01 PM IST

Updated : May 6, 2023, 1:36 PM IST

আসানসোল, 6 মে: আজ ফের আসানসোল সিবিআই আদালতে হাজিরা দিলেন গরুপাচার মামলায় অন্যতম অভিযুক্ত আব্দুল লতিফ ৷ কিন্তু, আসানসোল আদালতের এক আইনজীবীর মৃত্যুর কারণে শনিবার শুনানি হয়নি আব্দুল লতিফের ৷ ফলে তাঁকে ফিরে যেতে হয়েছে ৷ এর আগে গত 27 এপ্রিল আব্দুল লতিফ প্রথমবার সিবিআই আদালতে হাজিরা দেন ৷ মামলার পরবর্তী শুনানি 8 তারিখ ।

গত 24 এপ্রিল সুপ্রিম কোর্টের রক্ষাকবচ পেয়েছেন গরুপাচার মামলায় অন্যতম অভিযুক্ত আব্দুল লতিফ ৷ তদন্তকারীদের দাবি, ইলামবাজারে গরুর হাট পরিচালনা করা ও গরুপাচার মামলায় মূল অভিযুক্ত এনামুল হকের ঘনিষ্ঠ ছিলেন আব্দুল লতিফ ৷ তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল সিবিআই ৷ কিন্তু, তিনি কোথায় ছিলেন তা জানতে পারেননি সিবিআই গোয়েন্দারা ৷ আব্দুল লতিফের খোঁজ পাওয়া যায় বিজেপি নেতা তথা কয়লা মাফিয়া রাজু ঝা-র খুনের দিন ৷ ঘটনার দিন একই গাড়িতে ছিলেন তাঁরা ৷

আজ আব্দুল লতিফের দ্বিতীয় দফায় হাজিরা দেওয়ার কথা ছিল ৷ সেই মতো শনিবার সকালেই আসানসোল সিবিআই আদালতে পৌঁছে যান তিনি ৷ কিন্তু, এদিন শুনানি হয়নি ৷ আসানসোল আদালতের একজন আইনজীবীর মৃত্যুর কারণে আজকের মতো সমস্ত শুনানির প্রক্রিয়া স্থগিত রাখা হয়েছে ৷ আজ শুনানি হবে না জানার পরেই, আব্দুল লতিফ আদালত কক্ষ ছেড়ে বেরিয়ে যান ৷ তবে, পরবর্তী শুনানি কবে হবে ? সেই দিন এখনও ধার্য করেনি আদালত ৷ লতিফের অনুগামীরাও আদালত চত্বরে জমায়েত করেছিলেন ৷

আরও পড়ুন: আসানসোল সিবিআই আদালতে জামিন মঞ্জুর আব্দুল লতিফের

উল্লেখ্য, সিবিআই-এর হাতে গ্রেফতারি এড়াতে সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন ৷ গত 24 এপ্রিল তাঁর রক্ষাকবচের আবেদন মঞ্জুর করে শীর্ষ আদালত ৷ এরপর 27 এপ্রিল আসানসোল সিবিআই আদালতে হাজিরা দিয়ে জামিনের আবেদন করেন আব্দুল লতিফ ৷ আদালত শর্ত সাপেক্ষে 15 হাজার টাকার বন্ডে তাঁর জামিন মঞ্জুর করে ৷ সেখানে বলা হয়, আব্দুল লতিফকে সিবিআই-এর সঙ্গে তদন্তে সহযোগিতা করতে হবে ৷ শনিবার এই মামলার পরবর্তী শুনানি ছিল ৷

আসানসোল, 6 মে: আজ ফের আসানসোল সিবিআই আদালতে হাজিরা দিলেন গরুপাচার মামলায় অন্যতম অভিযুক্ত আব্দুল লতিফ ৷ কিন্তু, আসানসোল আদালতের এক আইনজীবীর মৃত্যুর কারণে শনিবার শুনানি হয়নি আব্দুল লতিফের ৷ ফলে তাঁকে ফিরে যেতে হয়েছে ৷ এর আগে গত 27 এপ্রিল আব্দুল লতিফ প্রথমবার সিবিআই আদালতে হাজিরা দেন ৷ মামলার পরবর্তী শুনানি 8 তারিখ ।

গত 24 এপ্রিল সুপ্রিম কোর্টের রক্ষাকবচ পেয়েছেন গরুপাচার মামলায় অন্যতম অভিযুক্ত আব্দুল লতিফ ৷ তদন্তকারীদের দাবি, ইলামবাজারে গরুর হাট পরিচালনা করা ও গরুপাচার মামলায় মূল অভিযুক্ত এনামুল হকের ঘনিষ্ঠ ছিলেন আব্দুল লতিফ ৷ তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল সিবিআই ৷ কিন্তু, তিনি কোথায় ছিলেন তা জানতে পারেননি সিবিআই গোয়েন্দারা ৷ আব্দুল লতিফের খোঁজ পাওয়া যায় বিজেপি নেতা তথা কয়লা মাফিয়া রাজু ঝা-র খুনের দিন ৷ ঘটনার দিন একই গাড়িতে ছিলেন তাঁরা ৷

আজ আব্দুল লতিফের দ্বিতীয় দফায় হাজিরা দেওয়ার কথা ছিল ৷ সেই মতো শনিবার সকালেই আসানসোল সিবিআই আদালতে পৌঁছে যান তিনি ৷ কিন্তু, এদিন শুনানি হয়নি ৷ আসানসোল আদালতের একজন আইনজীবীর মৃত্যুর কারণে আজকের মতো সমস্ত শুনানির প্রক্রিয়া স্থগিত রাখা হয়েছে ৷ আজ শুনানি হবে না জানার পরেই, আব্দুল লতিফ আদালত কক্ষ ছেড়ে বেরিয়ে যান ৷ তবে, পরবর্তী শুনানি কবে হবে ? সেই দিন এখনও ধার্য করেনি আদালত ৷ লতিফের অনুগামীরাও আদালত চত্বরে জমায়েত করেছিলেন ৷

আরও পড়ুন: আসানসোল সিবিআই আদালতে জামিন মঞ্জুর আব্দুল লতিফের

উল্লেখ্য, সিবিআই-এর হাতে গ্রেফতারি এড়াতে সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন ৷ গত 24 এপ্রিল তাঁর রক্ষাকবচের আবেদন মঞ্জুর করে শীর্ষ আদালত ৷ এরপর 27 এপ্রিল আসানসোল সিবিআই আদালতে হাজিরা দিয়ে জামিনের আবেদন করেন আব্দুল লতিফ ৷ আদালত শর্ত সাপেক্ষে 15 হাজার টাকার বন্ডে তাঁর জামিন মঞ্জুর করে ৷ সেখানে বলা হয়, আব্দুল লতিফকে সিবিআই-এর সঙ্গে তদন্তে সহযোগিতা করতে হবে ৷ শনিবার এই মামলার পরবর্তী শুনানি ছিল ৷

Last Updated : May 6, 2023, 1:36 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.