ETV Bharat / state

নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক ঢুকল হোটেলে , অল্পের জন্য রক্ষা পেলেন সবাই !

দু'নম্বর জাতীয় সড়কের জে কে নগর মোড়ের পাশে থাকা একটি হোটেলে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক ঢুকে পড়ল । যদিও হতাহতের কোনও কারণ নেই ।

amuria
নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক ঢুকল হোটেলে , অল্পের জন্য রক্ষা পেল সবাই !
author img

By

Published : Aug 11, 2020, 1:06 PM IST

জামুরিয়া ,11 অগাস্ট : নিয়ন্ত্রণ হারিয়ে আজকে একটি ট্রাক ঢুকে পড়ল দু'নম্বর জাতীয় সড়কের জে কে নগর মোড়ের পাশে থাকা হোটেলে। অল্পের জন্য প্রাণে বাঁচলেন হোটেলে উপস্থিত থাকা লোকজনেরা । দুর্ঘটনায় আহত ট্রাকচালক-সহ হোটেলের এক কর্মচারী । দুর্ঘটনাগ্রস্ত ট্রাকটিকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয় । দুর্ঘটনার জেরে বেশ কিছুক্ষণ অবরুদ্ধ হয়ে পড়ে দু নম্বর জাতীয় সড়ক ।

jamuria
সকালের দুর্ঘটনার পরে চলছে হোটেল মেরামতের কাজ

বিষয়টি নিয়ে হোটেলের এক কর্মচারী জানান " হঠাৎই সাতসকালে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক সোজা ঢুকে পড়ল হোটেলে । অল্পের জন্য আমরা যারা ওখানে ছিলাম প্রাণে বাঁচলাম ।" দুর্ঘটনার জেরে আহত হন হোটেলের এক কর্মচারী । খবর পেয়ে জামুরিয়া থানা পুলিশ পৌঁছে দুর্ঘটনাগ্রস্ত ট্রাকটিকে আটক করে নিয়ে যায় ।

জামুরিয়া ,11 অগাস্ট : নিয়ন্ত্রণ হারিয়ে আজকে একটি ট্রাক ঢুকে পড়ল দু'নম্বর জাতীয় সড়কের জে কে নগর মোড়ের পাশে থাকা হোটেলে। অল্পের জন্য প্রাণে বাঁচলেন হোটেলে উপস্থিত থাকা লোকজনেরা । দুর্ঘটনায় আহত ট্রাকচালক-সহ হোটেলের এক কর্মচারী । দুর্ঘটনাগ্রস্ত ট্রাকটিকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয় । দুর্ঘটনার জেরে বেশ কিছুক্ষণ অবরুদ্ধ হয়ে পড়ে দু নম্বর জাতীয় সড়ক ।

jamuria
সকালের দুর্ঘটনার পরে চলছে হোটেল মেরামতের কাজ

বিষয়টি নিয়ে হোটেলের এক কর্মচারী জানান " হঠাৎই সাতসকালে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক সোজা ঢুকে পড়ল হোটেলে । অল্পের জন্য আমরা যারা ওখানে ছিলাম প্রাণে বাঁচলাম ।" দুর্ঘটনার জেরে আহত হন হোটেলের এক কর্মচারী । খবর পেয়ে জামুরিয়া থানা পুলিশ পৌঁছে দুর্ঘটনাগ্রস্ত ট্রাকটিকে আটক করে নিয়ে যায় ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.