রানিগঞ্জ, 23 অগাস্ট : রানিগঞ্জের 60 নম্বর জাতীয় সড়কের আমড়াসোতা মোড়ে আজ দুপুরে একটি ট্রাক ও ডাম্পারের মধ্যে রেষারেষির জেরে দুর্ঘটনা । পরপর আসা চারটি গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে । আহত 5 ।
খবর পেয়ে ঘটনাস্থানে যায় রানিগঞ্জ থানার পুলিশ । দুর্ঘটনার জেরে বেশ কিছুক্ষণ 60 নম্বর জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত হয় । পরে রানিগঞ্জ থানার পুলিশ ক্রেনের সাহায্যে দুর্ঘটনাগ্রস্ত তিনটি গাড়িকে উদ্ধার করে । দুমড়ে-মুচড়ে গিয়েছে একটি টোটো ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আজ দুপুরে 60 নম্বর জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী টোটোতে একসঙ্গে ধাক্কা মারে দু'টি গাড়িত। সেই সময়ই রেষারেষির জেরে পিছনদিক থেকে আসা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে একটি ডাম্পারে ধাক্কা মারে । দুর্ঘটনার জেরে 5 জন আহত হন ।
আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায় পুলিশ । দুর্ঘটনার জেরে বেশ কিছুক্ষণ অবরুদ্ধ হয়ে পড়ে 60 নম্বর জাতীয় সড়ক । দুর্ঘটনাগ্রস্ত গাড়ি গুলিকে ক্রেনের সাহায্যে উদ্ধার করে রানিগঞ্জ থানায় নিয়ে যাওয়া হয়েছে ।