দুর্গাপুর, 8 জুলাই : বাস টার্মিনাল ৷ নামটা শুনলেই চোখের সামনে ভাসে কানে তালা ধরানো বিভিন্ন রকমের হর্নের আওয়াজ, যত্রতত্র ছড়িয়ে ছিটিয়ে থাকা টায়ারের টুকরো, পোড়া তেল ৷ কিন্তু দুর্গাপুরের সিটি সেন্টারে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার বাস টার্মিনালে গেলে পুরনো ধারণা যে বদলাবে তা বলাই যায় ৷
আর পাঁচটা বাস টার্মিনালের মতো এখানেও সরকারি বাসের পাশাপাশি বেসরকারি দূরপাল্লার বাস এবং মিনিবাস এসে দাঁড়ায় । কিন্তু এখানকার চিত্রটা অন্যান্য টার্মিনালের থেকে আলাদা ৷ বাসের পুরনো নষ্ট হয়ে যাওয়া টায়ার দিয়ে ছোট জায়গার মধ্যে একটি থিম পার্ক তৈরি করা হয়েছে এই বাস টার্মিনালে ৷ একটি বেসরকারি সংস্থাকে দিয়ে পার্কটি তৈরি করিয়েছে এসবিএসটিসি ৷ পুরনো টায়ার অক্ষুন্ন রেখে এবং তা বিভিন্ন আকারে কেটে, হরেক রকম রং দিয়ে পার্কটিকে সাজানো হয়েছে । টায়ার দিয়ে তৈরি ড্রাগন, ময়ূর সব কিছুরই দেখা মিলবে এখানে ।
এখান থেকে যে সমস্ত রুটে এসবিএসটিসির বাস চলাচল করে সেই রুটগুলির কথাও সুন্দরভাবে উল্লেখিত আছে এই থিম পার্কে । টায়ার দিয়ে তৈরি সব কারুকার্যের পাশাপাশি ছোট ছোট ফুলের গাছ লাগিয়ে সুন্দরভাবে গড়ে তোলা হয়েছে পার্কটি ।
আরও পড়ুন : প্রাক্তন রেলকর্মীর তৈরি অভিনব ডিভাইসে বন্ধ হবে চুরি, ধরা পড়বে চোরও
কয়েকবছর আগে তৎকালীন পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারীর হাত ধরে এসবিএসটিসির এই আধুনিক বাস টার্মিনালের উদ্বোধন হয় । দীর্ঘ লকডাউন চলাকালীন এই বাস টার্মিনালে থিম পার্কটি তৈরি করে একটি বেসরকারি সংস্থা । পার্কটিকে গড়ে তুলতে মূলত কাজে লাগান হয়েছে বাসের পুরনো টায়ার এবং পুরনো কিছু যন্ত্রপাতি । যা দেখে অনেকেই বলছেন অপূর্ব দৃষ্টি নন্দন করে গড়ে তোলা হয়েছে এই থিম পার্ক ।