ETV Bharat / state

"জয়শ্রীরাম" বলায় রানিগঞ্জে কিশোরকে মার, অভিযুক্ত তৃণমূল

হরিনাম সংকীর্তনের অনুষ্ঠানে "জয়শ্রীরাম" বলায় এক কিশোরকে মারধর, অভিযুক্ত তৃণমূল ।

কিশোরকে মারধর
author img

By

Published : Jun 14, 2019, 11:40 PM IST

রানিগঞ্জ, 14 জুন: হরিনাম সংকীর্তন অনুষ্ঠানে "জয়শ্রীরাম" বলায় এক কিশোরকে বেধড়ক মারধর । অভিযোগের তির তৃণমূলের দিকে । ঘটনাটি ঘটেছে রানিগঞ্জের নিমচায় ।

রমেশ মাজি নামে ওই কিশোর আজ অনুষ্ঠান চলার সময় ইঠাৎই "জয়শ্রীরাম" বলে ধ্বনি দেয় । অভিযোগ, এরপরই কয়েকজন তৃণমূল কর্মী মিলে তাকে মারধর করে । খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় রানিগঞ্জ থানার পুলিশ । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ।

রমেশ বলে, "আমি শুধুমাত্র জয়শ্রীরাম বলেছি । জয়শ্রীরাম বলা কি অপরাধ ? তৃণমূলের ছেলেরা লাঠি ও রড দিয়ে দলীয় কার্যালয়ে নিয়ে গিয়ে মেরেছে । এমনকি আমাদের পাড়ার কয়েকজনের বাড়িতেও ভাঙচুর চালিয়েছে ।"

যদিও অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় তৃণমূলের পঞ্চায়েত সদস্য প্রিয়ব্রত ব্যানার্জি । তিনি বলেন," বেশ কয়েকজন যুবক মদ্যপ অবস্থায় হরিনাম সংকীর্তন অনুষ্ঠানে গন্ডগোল করে । বাধা দিতে গেলে অন্য যুবকদের বেধড়ক মারধর করে । আমাকেও মারে । রানিগঞ্জ থানায় লিখিত অভিযোগ জানিয়েছি । "

রানিগঞ্জ, 14 জুন: হরিনাম সংকীর্তন অনুষ্ঠানে "জয়শ্রীরাম" বলায় এক কিশোরকে বেধড়ক মারধর । অভিযোগের তির তৃণমূলের দিকে । ঘটনাটি ঘটেছে রানিগঞ্জের নিমচায় ।

রমেশ মাজি নামে ওই কিশোর আজ অনুষ্ঠান চলার সময় ইঠাৎই "জয়শ্রীরাম" বলে ধ্বনি দেয় । অভিযোগ, এরপরই কয়েকজন তৃণমূল কর্মী মিলে তাকে মারধর করে । খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় রানিগঞ্জ থানার পুলিশ । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ।

রমেশ বলে, "আমি শুধুমাত্র জয়শ্রীরাম বলেছি । জয়শ্রীরাম বলা কি অপরাধ ? তৃণমূলের ছেলেরা লাঠি ও রড দিয়ে দলীয় কার্যালয়ে নিয়ে গিয়ে মেরেছে । এমনকি আমাদের পাড়ার কয়েকজনের বাড়িতেও ভাঙচুর চালিয়েছে ।"

যদিও অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় তৃণমূলের পঞ্চায়েত সদস্য প্রিয়ব্রত ব্যানার্জি । তিনি বলেন," বেশ কয়েকজন যুবক মদ্যপ অবস্থায় হরিনাম সংকীর্তন অনুষ্ঠানে গন্ডগোল করে । বাধা দিতে গেলে অন্য যুবকদের বেধড়ক মারধর করে । আমাকেও মারে । রানিগঞ্জ থানায় লিখিত অভিযোগ জানিয়েছি । "

Intro:হরিনাম সংকীর্তন অনুষ্ঠানে " জয় শ্রীরাম জয় শ্রীরাম " স্লোগান দেওয়ায় এক নাবালককে বেধড়ক মারধর । অভিযোগের আঙুল উঠল তৃণমূলের বিরুদ্ধে । নাবালকে মারধরের ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় । ঘটনাটি ঘটেছে রানীগঞ্জের নিমচা এলাকায় । রানীগঞ্জ থানার বিশাল পুলিশবাহিনী পৌঁছে ।


Body:রানীগঞ্জের নিমচা গ্রামে বেশ কয়েকদিন ধরে হরিনাম সংকীর্তন অনুষ্ঠান চলছিল । হরিনাম সংকীর্তন অনুষ্ঠানের আজ শেষ দিন । হরিনাম সংকীর্তন অনুষ্ঠান চলাকালীন হঠাৎ করে এক নাবালক " জয় শ্রীরাম জয় শ্রীরাম "স্লোগান দেয় । জয় শ্রীরাম বলায় তৃণমূলের বেশ কয়েকজন ওই নাবালককে বেধড়ক মারধর করে বলে অভিযোগ । মারতে মারতে দলীয় কার্যালয়ের নিয়ে যায় । লাঠিসোটা রড দিয়ে বেধড়ক মারধর করে ওই নাবালককে । খবর পেয়ে ঘটনাস্থলে রানীগঞ্জ থানার পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ।


আক্রান্ত ওই নাবালক রমেশ মাজি জানান " হরিনাম সংকীর্তন অনুষ্ঠান রাম রাম বলছিল কীর্তনের দল । সেই সময় আমি শুধুমাত্র " জয় শ্রীরাম জয় শ্রীরাম "বলেছি । জয় শ্রীরাম বলা কি অপরাধ ? জয় শ্রীরাম বলায় তৃণমূলের ছেলেরা লাঠি-সোটা রড দিয়ে তৃণমূলের দলীয় কার্যালয় নিয়ে গিয়ে বেধড়ক মারধর করে । এমনকি তৃণমূলের ছেলেরা আমাদের পাড়ার কয়েকজন এর বাড়ি ও ভাঙচুর চালায় ।




Conclusion:অন্যদিকে তৃণমূলের পঞ্চায়েত সদস্য প্রিয়ব্রত ব্যানার্জি জানান " বেশ কয়েকজন যুবক মদ্যপান করে হরিনাম সংকীর্তন অনুষ্ঠানে গন্ডগোল করে । বাধা দিতে গেলে হরিনাম সংকীর্তন অনুষ্ঠান শুনতে আসা যুবকদের বেধড়ক মারধর করে । আমাকেও মারধর করে । আমার মেয়ের শ্লীলতাহানি করে বলে অভিযোগ করেন তিনি । রানীগঞ্জ থানায় লিখিত অভিযোগ জানিয়েছে বলে জানান তিনি ।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.