ETV Bharat / state

ছবি পোস্টে বিপত্তি, রানু মণ্ডলের 'মেয়ে' RJ সোনিয়াকে গালিগালাজ সোশাল মিডিয়ায় - Trolled

রানু মণ্ডলের মেয়ে ভেবে ট্রোল করা হচ্ছে RJ সোনিয়াকে ৷ শুনতে হচ্ছে গালিগালাজও ৷ এই ঘটনায় পর অত্যন্ত বিরক্ত সোনিয়া ৷ তিনি নেটিজ়েনদের দায়িত্ব নিয়ে সোশাল মিডিয়া ব্যবহারের পরামর্শ দিলেন ৷

ছবি পোস্টে বিপত্তি, রানু মণ্ডলের 'মেয়ে' RJ সোনিয়াকে গালিগালাজ সোশাল মিডিয়ায়
author img

By

Published : Sep 2, 2019, 8:49 PM IST

Updated : Sep 2, 2019, 9:47 PM IST

আসানসোল, 2 সেপ্টেম্বর : রানু মণ্ডলের নাম এখন কে না জানে ৷ তাঁর সঙ্গে সেলফি তুলতে ছোটো-বড় সকলেই উদগ্রীব ৷ কিন্তু রানুর সঙ্গে ছবি তুলে সোশাল মিডিয়ায় শেয়ার করে ট্রোলড হলেন রেডিয়ো জকি ৷ আসানসোলের RJ সোনিয়াকে রানু মণ্ডলের মেয়ে ভেবে ট্রোল করছেন নেটিজ়েনরা ৷ এতেই বিরক্ত সোনিয়া ৷

ETV ভারতকে দেওয়া সাক্ষাৎকারে সোনিয়া জানিয়েছেন, রানু মণ্ডলের গানের ভিডিয়ো ভাইরাল হওয়ার পরই তিনি রানাঘাট গেছিলেন ৷ তাঁর রেডিয়ো চ্যানেলের জন্য রানুর সঙ্গে একটি লাইভ ভিডিয়ো করেছিলেন ৷ জড়িয়ে ধরে তুলেছিলেন ছবিও ৷ পরে সেই ছবি সোশাল মিডিয়ায় পোস্ট করেন সোনিয়া ৷ কিছুদিনের মধ্যেই তা ভাইরাল হয় ৷ ছবি দেখেই নেটিজ়েনরা সোনিয়াকে রানু মণ্ডলের মেয়ে বলে ট্রোল করতে থাকে ৷ পোস্টের কমেন্ট বক্সে অনেকেই সোনিয়াকে গালিগালাজও করে ৷ বিষয়টি নিয়ে একটি ফেসবুক পোস্ট করে নেটিজ়েনদের ভুল ভাঙানোর চেষ্টা করেন সোনিয়া ৷ কিন্তু সেখানেও তাঁকে গালিগালাজ করা হয় বলে অভিযোগ ৷ বিভিন্ন পেজ থেকে মিম বানিয়ে পোস্ট করা হয় ৷ সোশাল মিডিয়ায় কেউ কেউ দাবি করেন অভিনেতা সলমান খানও সোনিয়ার উপর ক্ষুব্ধ ৷

ভিডিয়োয় শুনুন বক্তব্য

সোনিয়া বলেন, "দায়িত্ব নিয়ে আমাদের সোশাল মিডিয়া ব্যবহার করা উচিত ৷ এই ঘটনায় আমি মানসিকভাবে কষ্ট পেয়েছি ৷ কিন্তু এমন গুজবের জেরে অনেকের প্রাণহানিও হয়ে যাচ্ছে ৷"

আসানসোল, 2 সেপ্টেম্বর : রানু মণ্ডলের নাম এখন কে না জানে ৷ তাঁর সঙ্গে সেলফি তুলতে ছোটো-বড় সকলেই উদগ্রীব ৷ কিন্তু রানুর সঙ্গে ছবি তুলে সোশাল মিডিয়ায় শেয়ার করে ট্রোলড হলেন রেডিয়ো জকি ৷ আসানসোলের RJ সোনিয়াকে রানু মণ্ডলের মেয়ে ভেবে ট্রোল করছেন নেটিজ়েনরা ৷ এতেই বিরক্ত সোনিয়া ৷

ETV ভারতকে দেওয়া সাক্ষাৎকারে সোনিয়া জানিয়েছেন, রানু মণ্ডলের গানের ভিডিয়ো ভাইরাল হওয়ার পরই তিনি রানাঘাট গেছিলেন ৷ তাঁর রেডিয়ো চ্যানেলের জন্য রানুর সঙ্গে একটি লাইভ ভিডিয়ো করেছিলেন ৷ জড়িয়ে ধরে তুলেছিলেন ছবিও ৷ পরে সেই ছবি সোশাল মিডিয়ায় পোস্ট করেন সোনিয়া ৷ কিছুদিনের মধ্যেই তা ভাইরাল হয় ৷ ছবি দেখেই নেটিজ়েনরা সোনিয়াকে রানু মণ্ডলের মেয়ে বলে ট্রোল করতে থাকে ৷ পোস্টের কমেন্ট বক্সে অনেকেই সোনিয়াকে গালিগালাজও করে ৷ বিষয়টি নিয়ে একটি ফেসবুক পোস্ট করে নেটিজ়েনদের ভুল ভাঙানোর চেষ্টা করেন সোনিয়া ৷ কিন্তু সেখানেও তাঁকে গালিগালাজ করা হয় বলে অভিযোগ ৷ বিভিন্ন পেজ থেকে মিম বানিয়ে পোস্ট করা হয় ৷ সোশাল মিডিয়ায় কেউ কেউ দাবি করেন অভিনেতা সলমান খানও সোনিয়ার উপর ক্ষুব্ধ ৷

ভিডিয়োয় শুনুন বক্তব্য

সোনিয়া বলেন, "দায়িত্ব নিয়ে আমাদের সোশাল মিডিয়া ব্যবহার করা উচিত ৷ এই ঘটনায় আমি মানসিকভাবে কষ্ট পেয়েছি ৷ কিন্তু এমন গুজবের জেরে অনেকের প্রাণহানিও হয়ে যাচ্ছে ৷"

Intro:

ছবি পোস্ট করে বিপদ, রানু মন্ডলের মেয়ে বলে ফেসবুকে গালিগালাজ শুনছেন RJ সোনিয়া

রানু মন্ডলের নাম এখন কে না জানেন। আর সেই রানু মন্ডলের সঙ্গে ভালোবেসে ফেসবুকে ছবি দিয়ে আসানসোলের এক রেডিও জকি ট্রোলড হলেন। বিশিষ্ট RJ সোনিয়াকে কার্যত রানু মন্ডলের মেয়ে বানিয়ে ফেসবুকে ট্রোল করছে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা। আরে এতে যারপরনাই বিপর্যস্ত RJ সোনিয়া।
ইটিভি ভারতকে দেওয়া একটি বিশেষ সাক্ষাৎকারে সোনিয়া জানিয়েছেন রানু মন্ডলের ভিডিও ভাইরাল হওয়ার পরেই তিনি রানাঘাট গিয়েছিলেন এবং সেখান রানু মন্ডলের সঙ্গে একটি লাইভ ভিডিও করেছিলেন তাদের এফএম চ্যানেলের জন্য ।ভালোবেসে তিনি রানু মন্ডলকে জড়িয়ে ধরেন। সেই ছবি তার বন্ধুরা তুলে রেখেছিল। পড়ে ছবিটি ভালোলাগায় ফেসবুকে নিজেই পোস্ট করেছিলেন RJ সোনিয়া । প্রথম প্রথম ঠিকই ছিল। ভাইরাল হয় ছবি এবং লাইভ ভিডিওটি। কিন্তু রানু মন্ডল মুম্বই যাওয়ার পরেই সেই ছবি নিয়ে ফেসবুকে ট্রোল হতে শুরু হয় ।বিভিন্ন পোস্টে সোনিয়াকে বলা হয়, এই সেই রানু মণ্ডলের মেয়ে, যে নাকি রানুকে স্টেশনে ভিক্ষে করতে ছেড়ে দিয়ে চলে গিয়েছিল। বিভিন্ন গ্রুপে বিভিন্ন পেজে ভাইরাল হতে থাকে সেই ছবি। আর যেখানেই সোনিয়ার সঙ্গে রানু মন্ডলের সেই ছবি, সেখানেই চলতে থাকে নানান গালিগালাজ। এমনকি বিষয়টি নিয়ে ফেসবুক লাইভ করে মানুষজনকে সোনিয়া বোঝাতে গেলে সেখানেও তাকে গালিগালাজ করা হয় বলে তার অভিযোগ। কেউ বিশ্বাস করতেই চাইছে না যে সোনিয়া রানু মন্ডলের মেয়ে নয়। শুধু তাই নয় বিভিন্ন ফেক দিয়ে মিম করে পোস্ট হতে থাকে। কেউ কেউ তো আবার মুম্বাইয়ের তারকা সলমান খানের ছবির সঙ্গেও রানু মন্ডলের ছবি মিম করে সোনিয়াকে গালাগালি করে পোস্ট করেন এবং তাতে দাবি করা হয় সলমান খান নাকি সনিয়ার উপর খুব বিরক্ত।
বিষয়টি নিয়ে মানসিকভাবে ভেঙ্গে পড়েছিলেন আসানসোলের ওই রেডিও জকি। যদি ও তার বন্ধুরা এবং আত্মীয়-পরিজন তাকে মানসিকভাবে সাপোর্ট দিয়ে গেছে ।
সোনিয়া একটাই কথা বারবার বলেছেন যারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করছেন তারা যেন একটু দায়িত্ব নিয়ে ব্যবহার করেন। কারণ এতে শুধু সম্মানহানি হয় না , সেই সম্মানহানির কারণে অনেকের প্রাণ গিয়েছে


Body:..


Conclusion:
Last Updated : Sep 2, 2019, 9:47 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.