দুর্গাপুর, ১৫ অক্টোবর: পড়া থেকে লেখার ইচ্ছা । আর এই ইচ্ছার জোরেই ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে (India Book of Records) জায়গা করে নিল দুর্গাপুরের ছাত্রী স্বস্তিকা ঘাঁটি। জাতীয় স্তরে প্রকাশ হল তার লেখা 5টি বই । দুর্গাপুরের ইস্পাত নগরীর হর্ষবর্ধন অ্যাভিনিউ-এর স্বস্তিকা ঘাঁটি ।
স্বস্তিকা দুর্গাপুরের একটি ইংরেজি মাধ্যম স্কুলের দ্বাদশ শ্রেণির ছাত্রী । ছোট থেকে গান ও আঁকার প্রতি আলাদা ইচ্ছা ছিল তাঁর । বিভিন্ন জাতীয় এবং আন্তর্জাতিক স্তরের বই পড়তে ভালোবাসতেন স্বস্তিকা । তা থেকেই মনের মধ্যে জন্ম নেয় লেখার অদম্য ইচ্ছাটা । মানুষের জীবনযাত্রার বিভিন্ন কাহিনি দিয়েই শুরু হয় হাতেখড়ি । তার কয়েক মাসের মধ্যে দেশ ও বিদেশের বিভিন্ন বিষয় নিয়ে 5টি বই লিখেও ফেলেন স্বস্তিকা ।
আরও পড়ুন: ব্যাগ তৈরি করে অভাবনীয় সাফল্য, খুদের নাম উঠল ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে
করোনা পরিস্থিতিতে যখন দেশে টালমাটাল অবস্থা সেই সময় দাঁড়িয়ে লেখালেখি শুরু হয় । সেই 5টি লেখা বই পাঠান ইন্ডিয়া বুক ও রেকর্ডে (India Book of Records) । তাঁর কিছুদিনের মধ্যেই তাঁর লেখা বইগুলি প্রকাশ হবে বলেও জানানো হয় । পাঠানো হয় বেশ কিছু স্বীকৃতি । সেই বইগুলি দুটি আন্তর্জাতিক এবং বেশ কয়েকটি দেশীয় সংস্থার মাধ্যমে বিক্রি শুরু হয় ।
স্বস্তিকার এই সাফল্যে খুশি তাঁর বাবা ও মা ৷ স্বস্তিকার মা বিউটি ঘাঁটি জানান, ছোটবেলা থেকেই ওর সাহিত্যে খুব ঝোঁক ৷ মেয়ে আমাদের মুখ উজ্জ্বল করছে ৷ স্বস্তিকার বাবা সমিত কুমার ঘাঁটি জানান, এই সাফল্য একান্তই ওর ৷ এতটা আশা করিনি ৷ ভবিষ্যতে যা করবে ওর পাশে আছি ৷