ETV Bharat / state

SBSTC : দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণে অস্থায়ী কর্মী ছাঁটাই, দুর্গাপুরে রাজনৈতিক চাপানউতোর - দুর্গাপুর

2020-র লকডাউনে কাজ পেয়েছিলেন এসবিএসটিসি-তে ৷ নিশ্চিন্তে ছিলেন সরকারি সংস্থায় কাজ নিশ্চয় যাবে না ৷ কিন্তু আগাম কোনও নোটিস ছাড়াই সংস্থার 89 জন অস্থায়ী কর্মীকে বসিয়ে দেওয়া হয়েছে ৷ বাকি বেতনও ৷ অনিশ্চয়তায় দিন কাটছে কাজ হারানো কর্মী ও তাঁদের পরিবারগুলির ৷

আন্দোলনরত কর্মীরা
আন্দোলনরত কর্মীরা
author img

By

Published : Nov 10, 2021, 10:37 AM IST

দুর্গাপুর, 10 নভেম্বর : সকালে এসে হঠাৎ জানতে পারেন আর কাজ নেই ৷ এমনটাই হয়েছে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার 89 জন অস্থায়ী কর্মীর সঙ্গে ৷ 2020-র করোনা পরিস্থিতিতে লকডাউনের সময় এই কর্মীদের নিয়োগ করা হয় ৷ সেই সময় রাজ্যের পরিবহণমন্ত্রী ছিলেন শুভেন্দু অধিকারী ৷ এসবিএসটিসি-র চেয়ারম্যান ছিলেন দীপ্তাংশু চৌধুরী ৷ বারবার আবেদন নিবেদন জানিয়েও কাজ ফিরে না পাওয়ায় দুর্গাপুরের এসবিএসটিসি-র (South Bengal State Transport Corporation- SBSTC) প্রশাসনিক কার্যালয়ের ভিতর এমডি অফিসের সামনে বিক্ষোভে সামিল হন কাজ হারানো অস্থায়ী কর্মীরা ।

পাবলিক বাসের কাজ ছেড়ে নিশিন্ততার আশায় এসবিএসটিসিতে কাজে যোগ দিয়েছিলেন 89 জন অস্থায়ী কর্মী । তাঁদের অভিযোগ, কোনও নোটিস ছাড়া হঠাৎ এবছরের সেপ্টেম্বরে তাঁদের বসিয়ে দেওয়া হয় এবং আটকে যায় সেপ্টেম্বরের বেতনও । কাজ হারানো এই অস্থায়ী কর্মীরা তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি-র সদস্য । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি লাগানো ফ্লেক্স নিয়ে কাজে পুনর্বহালের দাবি জানান কর্মীরা ৷

এক কর্মী মহসিন খান জানালেন, এই মর্মান্তিক ঘটনায় তাঁদের সহকর্মী বাবুলাল শেখের ব্রেন স্ট্রোক হয়েছে এবং তিনি এখনও বর্ধমানে হাসপাতালে ভর্তি রয়েছেন ৷ কাজ হারানো প্রসঙ্গে তিনি বলেন, "আমরা কেন কাজ হারালাম, তা জানি না ৷ ডিউটি সেরে আসার পর ডিওয়াই জানাল কাল থেকে তোমাদের কাজ বন্ধ ৷" তাঁদের কাজে ফিরিয়ে নেওয়া হোক, বকেয়া বেতন দেওয়া হোক, আবেদন কর্মীর ৷ আরেক কর্মী জয়দেব ডাঙর বলেন, "মুখ্যমন্ত্রীর কাছে আমাদের আবেদন, আমরা যেন কাজ ফিরে পাই ৷ তাহলে এই 89টি পরিবার করে খেতে পারবে ৷ আমরা ভেবেছিলাম আমাদের কাজ কোনও দিন যাবে না ৷ কিন্তু হঠাৎ কাজ চলে গেল ৷" তিনি কাজ ফেরানোর সঙ্গে 60 বছর বয়স পর্যন্ত কাজ যাতে না যায়, সেই নিশ্চয়তা দেওয়ার দাবি জানিয়েছেন ৷

দুর্গাপুরে এসবিএসটিসি-র কার্যালয়ে আন্দোলনে কাজ হারানো কর্মীরা

আরও পড়ুন : Mamata Banerjee : যুবকদের ভিনরাজ্যে যাওয়া আটকাতে রাজ্যে স্বনির্ভর গোষ্ঠী গড়ার ঘোষণা মমতার

এইভাবে চলতে থাকলে হয় তাঁরা পরিবার নিয়ে এসবিএসটিসিরই অফিসের সামনে বসতে হবে নতুবা আত্মহত্যা করতে হবে, জানিয়েছেন কাজ হারানো কর্মীরা । যদিও এব্যাপারে কোনও কথা বলতে রাজি হননি দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার ম্যানেজিং ডিরেক্টর কিরণ কুমার গোদালা । তবে ফোনে তিনি জানান, বিষয়টি নিয়ে পরিবহণমন্ত্রকে চিঠি পাঠানো হয়েছে ।

স্বভাবতই এনিয়ে রাজনীতি শুরু হয়েছে ৷ দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুই কাটমানির অভিযোগ তোলেন ৷ জানান, এদের বসিয়ে দিয়ে টাকার বিনিময়ে নতুন লোক নেওয়া হবে ৷ এসবই তৃণমূলের কৌশল ।

বিজেপি নেতার মন্তব্যকে নিছক পাগলামি বলে আক্রমণ করলেন তৃণমূল নেতা উত্তম মুখোপাধ্যায় ৷ তিনি বলেন, "বিজেপি পাগলের মতো কথা বলছে । সমস্যা মিটে যাবে প্রয়োজনে রাস্তায় নেমে বিজেপির অপপ্রচারের বিরুদ্ধে আন্দোলনে নামবে তৃণমূল ।" তৃণমূল নেতার বক্তব্য, অস্থায়ী কর্মী হওয়ায় সাময়িকভাবে তাঁদের বসিয়ে দেওয়া হয়েছে ৷ তাঁরা হয়তো আবার কাজে ফিরবেন ৷

আরও পড়ুন : Mamata Banerjee : গোয়ায় নতুন ভোর আনার প্রতিশ্রুতি মমতার

এই সমস্ত অস্থায়ী কর্মীদের নিয়ে শুরু হয়েছে আদি বনাম নতুন চেয়ারম্যানের লড়াই । এই অস্থায়ী শ্রমিকদের নিয়োগের সময় দক্ষিণবঙ্গে রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার চেয়ারম্যান ছিলেন দীপ্তাংশু চৌধুরী আর পরিবহণমন্ত্রী ছিলেন প্রাক্তন তৃণমূল নেতা শুভেন্দু অধিকারী । দীপ্তাংশু ও শুভেন্দু দু'জনেই বিধানসভা ভোটের আগে বিজেপিতে যোগ দিয়েছেন । এরপর দীর্ঘদিন এসবিএসটিসির চেয়ারম্যানের পদ শূন্য ছিল । বিধানসভা ভোটের ফল ঘোষণার পর চেয়ারম্যান পদে নিযুক্ত হন দুর্গাপুর পূর্বের তৃণমূল কংগ্রেসের বিধায়ক প্রদীপ মজুমদারের ঘনিষ্ঠ ভাতারের প্রাক্তন বিধায়ক সুভাষ মণ্ডল । তাই পুরানো কর্মীদের সরিয়ে নতুন শ্রমিকদের কাজে নিযুক্ত করা নিয়ে রাজনৈতিক মহলে জোরচর্চা শুরু হয়েছে ।

দুর্গাপুর, 10 নভেম্বর : সকালে এসে হঠাৎ জানতে পারেন আর কাজ নেই ৷ এমনটাই হয়েছে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার 89 জন অস্থায়ী কর্মীর সঙ্গে ৷ 2020-র করোনা পরিস্থিতিতে লকডাউনের সময় এই কর্মীদের নিয়োগ করা হয় ৷ সেই সময় রাজ্যের পরিবহণমন্ত্রী ছিলেন শুভেন্দু অধিকারী ৷ এসবিএসটিসি-র চেয়ারম্যান ছিলেন দীপ্তাংশু চৌধুরী ৷ বারবার আবেদন নিবেদন জানিয়েও কাজ ফিরে না পাওয়ায় দুর্গাপুরের এসবিএসটিসি-র (South Bengal State Transport Corporation- SBSTC) প্রশাসনিক কার্যালয়ের ভিতর এমডি অফিসের সামনে বিক্ষোভে সামিল হন কাজ হারানো অস্থায়ী কর্মীরা ।

পাবলিক বাসের কাজ ছেড়ে নিশিন্ততার আশায় এসবিএসটিসিতে কাজে যোগ দিয়েছিলেন 89 জন অস্থায়ী কর্মী । তাঁদের অভিযোগ, কোনও নোটিস ছাড়া হঠাৎ এবছরের সেপ্টেম্বরে তাঁদের বসিয়ে দেওয়া হয় এবং আটকে যায় সেপ্টেম্বরের বেতনও । কাজ হারানো এই অস্থায়ী কর্মীরা তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি-র সদস্য । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি লাগানো ফ্লেক্স নিয়ে কাজে পুনর্বহালের দাবি জানান কর্মীরা ৷

এক কর্মী মহসিন খান জানালেন, এই মর্মান্তিক ঘটনায় তাঁদের সহকর্মী বাবুলাল শেখের ব্রেন স্ট্রোক হয়েছে এবং তিনি এখনও বর্ধমানে হাসপাতালে ভর্তি রয়েছেন ৷ কাজ হারানো প্রসঙ্গে তিনি বলেন, "আমরা কেন কাজ হারালাম, তা জানি না ৷ ডিউটি সেরে আসার পর ডিওয়াই জানাল কাল থেকে তোমাদের কাজ বন্ধ ৷" তাঁদের কাজে ফিরিয়ে নেওয়া হোক, বকেয়া বেতন দেওয়া হোক, আবেদন কর্মীর ৷ আরেক কর্মী জয়দেব ডাঙর বলেন, "মুখ্যমন্ত্রীর কাছে আমাদের আবেদন, আমরা যেন কাজ ফিরে পাই ৷ তাহলে এই 89টি পরিবার করে খেতে পারবে ৷ আমরা ভেবেছিলাম আমাদের কাজ কোনও দিন যাবে না ৷ কিন্তু হঠাৎ কাজ চলে গেল ৷" তিনি কাজ ফেরানোর সঙ্গে 60 বছর বয়স পর্যন্ত কাজ যাতে না যায়, সেই নিশ্চয়তা দেওয়ার দাবি জানিয়েছেন ৷

দুর্গাপুরে এসবিএসটিসি-র কার্যালয়ে আন্দোলনে কাজ হারানো কর্মীরা

আরও পড়ুন : Mamata Banerjee : যুবকদের ভিনরাজ্যে যাওয়া আটকাতে রাজ্যে স্বনির্ভর গোষ্ঠী গড়ার ঘোষণা মমতার

এইভাবে চলতে থাকলে হয় তাঁরা পরিবার নিয়ে এসবিএসটিসিরই অফিসের সামনে বসতে হবে নতুবা আত্মহত্যা করতে হবে, জানিয়েছেন কাজ হারানো কর্মীরা । যদিও এব্যাপারে কোনও কথা বলতে রাজি হননি দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার ম্যানেজিং ডিরেক্টর কিরণ কুমার গোদালা । তবে ফোনে তিনি জানান, বিষয়টি নিয়ে পরিবহণমন্ত্রকে চিঠি পাঠানো হয়েছে ।

স্বভাবতই এনিয়ে রাজনীতি শুরু হয়েছে ৷ দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুই কাটমানির অভিযোগ তোলেন ৷ জানান, এদের বসিয়ে দিয়ে টাকার বিনিময়ে নতুন লোক নেওয়া হবে ৷ এসবই তৃণমূলের কৌশল ।

বিজেপি নেতার মন্তব্যকে নিছক পাগলামি বলে আক্রমণ করলেন তৃণমূল নেতা উত্তম মুখোপাধ্যায় ৷ তিনি বলেন, "বিজেপি পাগলের মতো কথা বলছে । সমস্যা মিটে যাবে প্রয়োজনে রাস্তায় নেমে বিজেপির অপপ্রচারের বিরুদ্ধে আন্দোলনে নামবে তৃণমূল ।" তৃণমূল নেতার বক্তব্য, অস্থায়ী কর্মী হওয়ায় সাময়িকভাবে তাঁদের বসিয়ে দেওয়া হয়েছে ৷ তাঁরা হয়তো আবার কাজে ফিরবেন ৷

আরও পড়ুন : Mamata Banerjee : গোয়ায় নতুন ভোর আনার প্রতিশ্রুতি মমতার

এই সমস্ত অস্থায়ী কর্মীদের নিয়ে শুরু হয়েছে আদি বনাম নতুন চেয়ারম্যানের লড়াই । এই অস্থায়ী শ্রমিকদের নিয়োগের সময় দক্ষিণবঙ্গে রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার চেয়ারম্যান ছিলেন দীপ্তাংশু চৌধুরী আর পরিবহণমন্ত্রী ছিলেন প্রাক্তন তৃণমূল নেতা শুভেন্দু অধিকারী । দীপ্তাংশু ও শুভেন্দু দু'জনেই বিধানসভা ভোটের আগে বিজেপিতে যোগ দিয়েছেন । এরপর দীর্ঘদিন এসবিএসটিসির চেয়ারম্যানের পদ শূন্য ছিল । বিধানসভা ভোটের ফল ঘোষণার পর চেয়ারম্যান পদে নিযুক্ত হন দুর্গাপুর পূর্বের তৃণমূল কংগ্রেসের বিধায়ক প্রদীপ মজুমদারের ঘনিষ্ঠ ভাতারের প্রাক্তন বিধায়ক সুভাষ মণ্ডল । তাই পুরানো কর্মীদের সরিয়ে নতুন শ্রমিকদের কাজে নিযুক্ত করা নিয়ে রাজনৈতিক মহলে জোরচর্চা শুরু হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.