ETV Bharat / state

সংস্কারের অভাবে নষ্ট হচ্ছে বরাকরের 600 বছরের পুরানো মন্দির

মন্দিরের শিল্পকর্ম ভেঙে যাচ্ছে, ক্ষয়ে যাচ্ছে । নষ্ট হয়ে যাচ্ছে । জল জমে যাচ্ছে মন্দিরের ভিতরে । প্রয়োজন সংস্কারের । সরকারি হস্তক্ষেপের । আর তা নিয়েও রাজনীতি শুরু হয়েছে ।

বরাকরের প্রাচীন মন্দির
বরাকরের প্রাচীন মন্দির
author img

By

Published : Jul 9, 2021, 2:37 PM IST

বরাকর, 9 জুলাই : এক ঝলক দেখলে মনে হবে ওড়িশার মন্দির নগরীতে বুঝি চলে এসেছেন । ভুবনেশ্বর লিঙ্গরাজ মন্দির কিংবা ওড়িশার অন্যান্য মন্দিরের মতো চারুশৈলীতে তৈরি বাংলা-ঝাড়খন্ড সীমান্ত শহর বরাকরের সিদ্ধেশ্বর মন্দির । কিন্তু সংস্কারের অভাবে প্রাচীন মন্দির সমূহ নষ্ট হচ্ছে বলে অভিযোগ উঠেছে ।

মন্দির চত্বরে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার সূত্র থেকে জানা যায়, এই মন্দিরগুলি আনুমানিক 600 বছরের পুরানো । বরাকর স্টেশন রোডে ঢুকেই বাম হাতে এই মন্দিরগুলি বেলে পাথর দিয়ে তৈরি । মোট চারটি অপূর্ব নির্মাণশৈলীর মন্দির রয়েছে এখানে । মন্দিরগাত্রে খোদিত শিল্পকর্ম ভারতের বিখ্যাত মন্দিরগুলির কথাই মনে পড়াবে ।

এই বরাকরেই গড়ে উঠতে পারত মন্দিরে ঘেরা পর্যটনস্থল । বহু মানুষ বছরভর এই মন্দির দেখতে আসেন । শ্রাবণ মাস পড়তেই সিদ্ধেশ্বরের মাথায় জল ঢালতে হাজার হাজার ভক্তকুলের ভিড় হয় এখানে । শিবরাত্রিতে ভক্তরা ভিড় জমান এই মন্দিরে । কিন্তু প্রাচীন এই শিল্পশৈলীর মন্দির যেভাবে সংরক্ষণের প্রয়োজন ছিল, সেভাবে সংরক্ষিত হচ্ছে না বলে বারবার অভিযোগ তুলেছেন স্থানীয়রা ।

মন্দিরের শিল্পকর্ম ভেঙে যাচ্ছে, ক্ষয়ে যাচ্ছে । নষ্ট হয়ে যাচ্ছে । জল জমে যাচ্ছে মন্দিরের ভিতরে । প্রয়োজন সংস্কারের । সরকারি হস্তক্ষেপের । আর তা নিয়েও রাজনীতি শুরু হয়েছে । সম্প্রতি আসানসোলের প্রাক্তন মেয়র জিতেন্দ্র তিওয়ারি এই মন্দিরে এসেছিলেন । তিনি অবশ্য বলছেন, "মন্দিরের সংস্কারের এবং উন্নয়নের জন্য রাজ্য সরকারের কাছে এক কোটি টাকার ডিপিআর পাঠানো হয়েছিল । কিন্তু রাজ্য সরকার সেই টাকা মঞ্জুর করেনি ।"

সংস্কারের অভাবে নষ্ট হচ্ছে বরাকরের 600 বছরের পুরানো মন্দির

আরও পড়ুন : করোনায় স্তব্ধ মন্দিরনগরী বিষ্ণুপুর, ভাটা পড়েছে পর্যটনে

জিতেন্দ্রর বক্তব্যর পর রাজনৈতিক জলঘোলা হয়েছে । পাল্টা জবাব দিয়েছেন আসানসোল পৌরনিগমের প্রশাসনিক বোর্ডের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায় । অমরনাথবাবুর বক্তব্য, "আমাদের এই মুহূর্তে দেওয়ার মত অত টাকা নেই । কিন্তু আগামী দিনে মন্দির, মসজিদ, গির্জা কোনও কিছুই যাতে বঞ্চিত না হয় সে দিকে আমাদের নজর থাকবে ।"

রাজনৈতিক বাদানুবাদ চলুক । চর্চাও হোক । কিন্তু প্রাচীন মন্দিরের দিকে নজর দিক সরকার । এমনটা চাইছে মানুষজন ।

বরাকর, 9 জুলাই : এক ঝলক দেখলে মনে হবে ওড়িশার মন্দির নগরীতে বুঝি চলে এসেছেন । ভুবনেশ্বর লিঙ্গরাজ মন্দির কিংবা ওড়িশার অন্যান্য মন্দিরের মতো চারুশৈলীতে তৈরি বাংলা-ঝাড়খন্ড সীমান্ত শহর বরাকরের সিদ্ধেশ্বর মন্দির । কিন্তু সংস্কারের অভাবে প্রাচীন মন্দির সমূহ নষ্ট হচ্ছে বলে অভিযোগ উঠেছে ।

মন্দির চত্বরে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার সূত্র থেকে জানা যায়, এই মন্দিরগুলি আনুমানিক 600 বছরের পুরানো । বরাকর স্টেশন রোডে ঢুকেই বাম হাতে এই মন্দিরগুলি বেলে পাথর দিয়ে তৈরি । মোট চারটি অপূর্ব নির্মাণশৈলীর মন্দির রয়েছে এখানে । মন্দিরগাত্রে খোদিত শিল্পকর্ম ভারতের বিখ্যাত মন্দিরগুলির কথাই মনে পড়াবে ।

এই বরাকরেই গড়ে উঠতে পারত মন্দিরে ঘেরা পর্যটনস্থল । বহু মানুষ বছরভর এই মন্দির দেখতে আসেন । শ্রাবণ মাস পড়তেই সিদ্ধেশ্বরের মাথায় জল ঢালতে হাজার হাজার ভক্তকুলের ভিড় হয় এখানে । শিবরাত্রিতে ভক্তরা ভিড় জমান এই মন্দিরে । কিন্তু প্রাচীন এই শিল্পশৈলীর মন্দির যেভাবে সংরক্ষণের প্রয়োজন ছিল, সেভাবে সংরক্ষিত হচ্ছে না বলে বারবার অভিযোগ তুলেছেন স্থানীয়রা ।

মন্দিরের শিল্পকর্ম ভেঙে যাচ্ছে, ক্ষয়ে যাচ্ছে । নষ্ট হয়ে যাচ্ছে । জল জমে যাচ্ছে মন্দিরের ভিতরে । প্রয়োজন সংস্কারের । সরকারি হস্তক্ষেপের । আর তা নিয়েও রাজনীতি শুরু হয়েছে । সম্প্রতি আসানসোলের প্রাক্তন মেয়র জিতেন্দ্র তিওয়ারি এই মন্দিরে এসেছিলেন । তিনি অবশ্য বলছেন, "মন্দিরের সংস্কারের এবং উন্নয়নের জন্য রাজ্য সরকারের কাছে এক কোটি টাকার ডিপিআর পাঠানো হয়েছিল । কিন্তু রাজ্য সরকার সেই টাকা মঞ্জুর করেনি ।"

সংস্কারের অভাবে নষ্ট হচ্ছে বরাকরের 600 বছরের পুরানো মন্দির

আরও পড়ুন : করোনায় স্তব্ধ মন্দিরনগরী বিষ্ণুপুর, ভাটা পড়েছে পর্যটনে

জিতেন্দ্রর বক্তব্যর পর রাজনৈতিক জলঘোলা হয়েছে । পাল্টা জবাব দিয়েছেন আসানসোল পৌরনিগমের প্রশাসনিক বোর্ডের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায় । অমরনাথবাবুর বক্তব্য, "আমাদের এই মুহূর্তে দেওয়ার মত অত টাকা নেই । কিন্তু আগামী দিনে মন্দির, মসজিদ, গির্জা কোনও কিছুই যাতে বঞ্চিত না হয় সে দিকে আমাদের নজর থাকবে ।"

রাজনৈতিক বাদানুবাদ চলুক । চর্চাও হোক । কিন্তু প্রাচীন মন্দিরের দিকে নজর দিক সরকার । এমনটা চাইছে মানুষজন ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.