ETV Bharat / state

দুর্গাপুরে তৃণমূল-BJP সংঘর্ষ, জখম 6

ভীম ও তাঁর পরিবার কাউন্সিলরের নামে এলাকায় দাদাগিরি চালাত । গতকাল রাতে BJP প্রার্থীর হয়ে বুথে বসার 'অপরাধে' ভীম ওই বস্তির সুনীল রামকে হুমকি দেয় । ফলে স্থানীয় যুবকদের সঙ্গে ভীমের বচসা শুরু হয় ।

জখম 6
author img

By

Published : Jun 6, 2019, 5:29 PM IST

Updated : Jun 6, 2019, 5:36 PM IST

দুর্গাপুর, 6 জুন : সামান্য বচসা থেকে রাজনৈতিক সংঘর্ষ । যার জেরে আহত হলেন 6 জন । তাঁদের মধ্যে রয়েছেন একজন প্রৌঢ়াও ।

ঘটনাটি দুর্গাপুরের । 10 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর রাজীব ঘোষের গাড়ির চালক ভীম মুখিয়া । স্থানীয়দের অভিযোগ, ভীম ও তাঁর পরিবার কাউন্সিলরের নামে এলাকায় দাদাগিরি চালাত বহুদিন । BJP প্রার্থীর হয়ে বুথে বসার 'অপরাধে' গতকাল রাতে ভীম এলাকার বাসিন্দা সুনীল রামকে হুমকি দেয় । তখনই স্থানীয় যুবকদের সঙ্গে ভীমের বচসা শুরু হয় । তার পরই সংঘর্ষ । ঘটনায় জখম হন সুনীল রাম, তাঁর মা ও এক সহযোগী ।

তৃণমূল নেতৃত্বের অভিযোগ, স্থানীয় BJP কর্মী সমর্থকরা ভীম, তার বাবা ও কাকার ছেলের মাথা ফাটিয়ে দেয় । রাতে তৃণমূল কাউন্সিলর রাজীব ঘোষ ঘটনাস্থানে আসে ।

ভিডিয়োয় শুনুুন বক্তব্য

এ বিষয়ে রাজীব ঘোষ বলেন, "এটা কোনও রাজনৈতিক ঘটনা নয় । আমি চাই যাতে এলাকায় শান্তি বজায় থাকে ।"

দুর্গাপুর, 6 জুন : সামান্য বচসা থেকে রাজনৈতিক সংঘর্ষ । যার জেরে আহত হলেন 6 জন । তাঁদের মধ্যে রয়েছেন একজন প্রৌঢ়াও ।

ঘটনাটি দুর্গাপুরের । 10 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর রাজীব ঘোষের গাড়ির চালক ভীম মুখিয়া । স্থানীয়দের অভিযোগ, ভীম ও তাঁর পরিবার কাউন্সিলরের নামে এলাকায় দাদাগিরি চালাত বহুদিন । BJP প্রার্থীর হয়ে বুথে বসার 'অপরাধে' গতকাল রাতে ভীম এলাকার বাসিন্দা সুনীল রামকে হুমকি দেয় । তখনই স্থানীয় যুবকদের সঙ্গে ভীমের বচসা শুরু হয় । তার পরই সংঘর্ষ । ঘটনায় জখম হন সুনীল রাম, তাঁর মা ও এক সহযোগী ।

তৃণমূল নেতৃত্বের অভিযোগ, স্থানীয় BJP কর্মী সমর্থকরা ভীম, তার বাবা ও কাকার ছেলের মাথা ফাটিয়ে দেয় । রাতে তৃণমূল কাউন্সিলর রাজীব ঘোষ ঘটনাস্থানে আসে ।

ভিডিয়োয় শুনুুন বক্তব্য

এ বিষয়ে রাজীব ঘোষ বলেন, "এটা কোনও রাজনৈতিক ঘটনা নয় । আমি চাই যাতে এলাকায় শান্তি বজায় থাকে ।"

Intro:দুর্গাপুর ইস্পাত নগরী জে সি বোস বস্তিতে সামান্য বিতর্ক থেকে বিজেপি ও তৃণমূল কংগ্রেস কর্মীদের মধ্যে সংঘর্ষ। দুই পক্ষের আহত 6 জন। আহতদের মধ্যে রয়েছেন এক প্রৌঢ়া।তাকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। চাপা উত্তেজনা দুর্গাপুরের 7 নম্বর ওয়ার্ডের জেসি বোস বস্তি এলাকা। দুর্গাপুর পুরসভার 10 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর রাজিব ঘোষ এর গাড়ি চালায় জে সি বোস বস্তি এলাকার বাসিন্দা ভীম মুখিয়া নামের এক যুবক। স্থানীয় বেশ কিছু যুবকের অভিযোগ তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর রাজীব ঘোষ এর নাম ভাঙ্গিয়ে ভীম এবং তার পরিবার এলাকায় দাদাগিরি চালায়। বুধবার রাতে স্থানীয় একটি ক্লাবের বেশ কয়েকজন যুবকের সাথে ভীমের তর্ক বিতর্ক শুরু হয়।অভিযোগ এই জে সি বোস বস্তির বাসিন্দা সুনীল রাম নামের যুবক লোকসভা নির্বাচনে বিজেপি র হয়ে বুথে বসেছিল বলে টিএমসি কাউন্সিলর রাজীব ঘোষ এর গাড়ির চালক ভীম তাকে হুমকি দেয়।শুরু হয় দুই পক্ষের সংঘর্ষ। এতে সুনীল রাম এবং তার এক সহযোগী সহ তার ৬০ বছরের বৃদ্ধা মা উর্মিলা রাম আহত হন। অন্যদিকে ভীম মুখিয়া তার বাবা ছাড়াও ভীমের কাকার ছেলের মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ ওঠে বিজেপি কর্মী সমর্থকদের বিরুদ্ধে।পাড়ার ঝামেলা তে রাজনৈতিক রঙ লাগে।ঘটনাস্থলে রাতে ১০ নম্বর ওয়ার্ডের টিএমসি কাউন্সিলর রাজীব ঘোষ ও তার সহযোগীরা যায়।বিজেপি কর্মীদের অভিযোগ যে, "" রাজীব ওই এলাকার ক্লাবটিকে ভেঙে গুড়িয়ে দেওয়ার পাশাপাশি বিজেপি কর্মীদের গুলি করে মেরে ফেলার হুমকি দেন।""অন্যদিকে নিজের দলের আহতদের নিয়ে বিজোন ফাঁড়িতে দেখা যায় বিজেপি ও টিএমসি নেতাদের।একমাত্র আহত উর্মীলা রাম দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি।ঘটনাস্থলে উত্তেজনা থাকার কারনে পুলিশি টহল চলছে। টিএমসি নেতা রাজীব ঘোষ জানায় "" এটা রাজনৈতিক ঘটনা নয়।আমরা দেখলাম পরে এটা রাজনৈতিক রঙ নিল কিছু বিজেপি নেতার উস্কানিতে।আমি পাড়ায় গিয়ে কোনও হুমকি দিয়েছি কিনা ওই পাড়ার লোকেরা বলুক।আমি এলাকায় যাতে শান্তি প্রতিষ্ঠা হয় তাই গিয়েছিলাম।এরা সব কিছুতেই রাজনৈতিক রঙ দিচ্ছে লোকসভার পরের থেকে।""অন্যদিকে বিজেপি নেতার দাবী রাজীব ঘোষ কেনও রাতের অন্ধকারে দুষ্কৃতিকারীদের নিয়ে গিয়ে দাঁড়িয়ে থেকে মারপিট করাল?Body:কপিConclusion:কপি
Last Updated : Jun 6, 2019, 5:36 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.