ETV Bharat / state

Jharkhand Bengal Border : ঝাড়খণ্ড সীমানায় আটকে 500 কয়লাবোঝাই লরি, কারখানায় উৎপাদন বন্ধের আশঙ্কা - 500 coal loaded trucks stuck at jharkhand west bengal border

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশে ভিন রাজ্য থেকে এরাজ্যে বেআইনি কয়লা আসা আটকাতে সচেষ্ট পুলিশ । অভিযোগ, পুলিশের অতি সক্রিয়তার জেরে সঠিক নথিপত্র থাকা সত্ত্বেও চালান নিয়েও যেসব লরিগুলি কয়লা নিয়ে আসছে সেগুলি বিগত 5 দিন ধরে বাংলা ঝাড়খণ্ড সীমানায় আটকে আছে । অন্ততপক্ষে 500 লরি আটকে রয়েছে যাদের কাছে সঠিক কাগজপত্র ও কয়লার সঠিক চালান রয়েছে (Lorries Stuck at Jharkhand Border)।

Lorries Stuck at Jharkhand Border
ঝাড়খন্ড সীমানায় আটকে প্রায় শতাধিক লরি
author img

By

Published : May 19, 2022, 8:41 PM IST

কুলটি, 19 মে : ভিন রাজ্য থেকে বাংলায় বেআইনি কয়লা বোঝাই লরি আসা আটকাতে বাংলা-ঝাড়খণ্ড সীমানায় ডুবুরডি চেকপোস্ট চলছে নাকা তল্লাশি । যার জেরে বাংলা ঝাড়খণ্ড সীমানায় অন্ততপক্ষে 500 কয়লা বোঝাই লরি দাঁড়িয়ে আছে । ঝাড়খণ্ডের বিভিন্ন রাষ্ট্রায়ত্ত সংস্থা থেকে কয়লা নিয়ে এরাজ্যের বিভিন্ন শিল্প কারখানায় সরবরাহ করতে আসছিল লরিগুলি । তাদের কাছে সঠিক কাগজপত্র থাকলেও পুলিশ এরাজ্যে আসতে দিচ্ছে না বলে অভিযোগ লরি চালকদের । ফলে সীমানায় দাঁড়িয়ে রয়েছে সার দিয়ে লরি (Lorries Stuck at Jharkhand Border)।

লরি চালকরা জানাচ্ছেন, তারা ঝাড়খণ্ডের বিভিন্ন রাষ্ট্রায়ত্ত খনি থেকে বৈধ কয়লা নিয়ে এরাজ্যে বিভিন্ন ফ্যাক্টরিতে সরবরাহ করতে আসছিলেন। কিন্তু পথে বাংলা ঝাড়খন্ড সীমানায় তাদের আটকে দেওয়া হয়েছে । তাতেই সমস্যায় পড়েছেন লরি চালক থেকে খালাসি। লরি চালকদের কথায় সীমানা এলাকায় জল নেই, হোটেল নেই, শৌচাগার নেই ফলে গত পাঁচ দিন ধরে রাস্তার উপরেই দিন কাটাচ্ছেন তারা। প্রায় তিন কিলোমিটার সার দিয়ে দাঁড়িয়ে লরি ৷

ঝাড়খণ্ড সীমানায় আটকে 500 কয়লাবোঝাই লরি

অপরদিকে লরি আটকে থাকার কারণে দুর্গাপুর আসানসোল শিল্প-কলকারখানায় কয়লার অভাব দেখা দিয়েছে । রানিগঞ্জের বল্লভপুর পেপার মিল কারখানায় উৎপাদন বহুদিন ধরে বন্ধ রয়েছে । ওই কারখানার ট্রেড ইউনিয়নের নেতা হেমন্ত প্রভাকর বলেন, "কয়লা না আসার কারণে উৎপাদন বন্ধ হয়ে গিয়েছে গত তিন দিন ধরে। সরকারি ভুল নীতির ফলে এমন কান্ড ঘটছে । এই অবস্থা চলতে থাকলে কয়লার অভাবে আগামী দু’তিন দিনের মধ্যে আরও কলকারখানায় উৎপাদন বন্ধ হয়ে যেতে পারে ।"

আরও পড়ুন: Paresh Chandra Adhikary : বিমানবন্দরে নামলেই পরেশ অধিকারীকে সিবিআই দফতরে নিয়ে যাওয়ার নির্দেশ হাইকোর্টের

কবে বেরিয়ে আসবে সমাধান সূত্র, সেদিকেই তাকিয়ে সবাই । একদিকে কারখানার উৎপাদন হ্রাস অন্যদিকে রাস্তার মাঝে অসহায় ভাবে পড়ে আছেন চালক, খালাসিরা । কারখানা মালিক থেকে শুরু করে চালক প্রত্যেকেই চাইছেন মুখ্যমন্ত্রী এই সমস্যার দ্রুত সমাধানের উদ্য়োগ নিন ৷

কুলটি, 19 মে : ভিন রাজ্য থেকে বাংলায় বেআইনি কয়লা বোঝাই লরি আসা আটকাতে বাংলা-ঝাড়খণ্ড সীমানায় ডুবুরডি চেকপোস্ট চলছে নাকা তল্লাশি । যার জেরে বাংলা ঝাড়খণ্ড সীমানায় অন্ততপক্ষে 500 কয়লা বোঝাই লরি দাঁড়িয়ে আছে । ঝাড়খণ্ডের বিভিন্ন রাষ্ট্রায়ত্ত সংস্থা থেকে কয়লা নিয়ে এরাজ্যের বিভিন্ন শিল্প কারখানায় সরবরাহ করতে আসছিল লরিগুলি । তাদের কাছে সঠিক কাগজপত্র থাকলেও পুলিশ এরাজ্যে আসতে দিচ্ছে না বলে অভিযোগ লরি চালকদের । ফলে সীমানায় দাঁড়িয়ে রয়েছে সার দিয়ে লরি (Lorries Stuck at Jharkhand Border)।

লরি চালকরা জানাচ্ছেন, তারা ঝাড়খণ্ডের বিভিন্ন রাষ্ট্রায়ত্ত খনি থেকে বৈধ কয়লা নিয়ে এরাজ্যে বিভিন্ন ফ্যাক্টরিতে সরবরাহ করতে আসছিলেন। কিন্তু পথে বাংলা ঝাড়খন্ড সীমানায় তাদের আটকে দেওয়া হয়েছে । তাতেই সমস্যায় পড়েছেন লরি চালক থেকে খালাসি। লরি চালকদের কথায় সীমানা এলাকায় জল নেই, হোটেল নেই, শৌচাগার নেই ফলে গত পাঁচ দিন ধরে রাস্তার উপরেই দিন কাটাচ্ছেন তারা। প্রায় তিন কিলোমিটার সার দিয়ে দাঁড়িয়ে লরি ৷

ঝাড়খণ্ড সীমানায় আটকে 500 কয়লাবোঝাই লরি

অপরদিকে লরি আটকে থাকার কারণে দুর্গাপুর আসানসোল শিল্প-কলকারখানায় কয়লার অভাব দেখা দিয়েছে । রানিগঞ্জের বল্লভপুর পেপার মিল কারখানায় উৎপাদন বহুদিন ধরে বন্ধ রয়েছে । ওই কারখানার ট্রেড ইউনিয়নের নেতা হেমন্ত প্রভাকর বলেন, "কয়লা না আসার কারণে উৎপাদন বন্ধ হয়ে গিয়েছে গত তিন দিন ধরে। সরকারি ভুল নীতির ফলে এমন কান্ড ঘটছে । এই অবস্থা চলতে থাকলে কয়লার অভাবে আগামী দু’তিন দিনের মধ্যে আরও কলকারখানায় উৎপাদন বন্ধ হয়ে যেতে পারে ।"

আরও পড়ুন: Paresh Chandra Adhikary : বিমানবন্দরে নামলেই পরেশ অধিকারীকে সিবিআই দফতরে নিয়ে যাওয়ার নির্দেশ হাইকোর্টের

কবে বেরিয়ে আসবে সমাধান সূত্র, সেদিকেই তাকিয়ে সবাই । একদিকে কারখানার উৎপাদন হ্রাস অন্যদিকে রাস্তার মাঝে অসহায় ভাবে পড়ে আছেন চালক, খালাসিরা । কারখানা মালিক থেকে শুরু করে চালক প্রত্যেকেই চাইছেন মুখ্যমন্ত্রী এই সমস্যার দ্রুত সমাধানের উদ্য়োগ নিন ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.