ETV Bharat / state

জামুড়িয়ায় 4টি চোরা গাড়ি উদ্ধার, গ্রেপ্তার 1 - police

জামুড়িয়ায় উদ্ধার 4টি চুরির গাড়ি ৷ পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে ৷

ছবি
ছবি
author img

By

Published : Aug 29, 2020, 2:58 PM IST

জামুড়িয়ায, 29 অগাস্ট : গত কয়েকদিন ধরে জামুড়িয়ায় গাড়ি চুরির ঘটনা ঘটছিল । যার কারণে তদন্তে নামে জামুড়িয়া থানার পুলিশ । এরপর 25 তারিখে নিঘা দু 'নম্বর জাতীয় সড়কে গাড়ি সমেত এক ব্যক্তিকে আটক করে । তার নাম আনজার খান (29) । ওই ব্যক্তিকে চার দিন রিমান্ডে রাখে পুলিশ ।

পরে পুলিশ ওই ব্যক্তির কাছ থেকে আরও চারটি গাড়ি উদ্ধার করে । এরপর গতকাল জামুড়িয়া থানায় আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট সেন্ট্রাল ACP- তথাগত পাণ্ডে সাংবাদিক সম্মেলন করে বিষয়টি জানান । তিনি বলেন, " জামুড়িয়া থানার পুলিশের কাছে গোপনীয় ভাবে খবর ছিল চোরাইভাবে গাড়ি বিক্রি হচ্ছে । জামুড়িয়া থানার পুলিশ অভিযান চালিয়ে । দু' নম্বর জাতীয় সড়কের নিঘা এলাকা থেকে এক ব্যক্তিকে গাড়ির সমেত আটক করা হয় । এরপর ওই ব্যক্তিকে রিমান্ডে রাখা হয় । রিমান্ডে রাখার সময় জেরা করে আরও চারটি গাড়ি উদ্ধার করা হয় ।"

জামুড়িয়ায় উদ্ধার 4টি চুরির গাড়ি

জামুড়িয়ায, 29 অগাস্ট : গত কয়েকদিন ধরে জামুড়িয়ায় গাড়ি চুরির ঘটনা ঘটছিল । যার কারণে তদন্তে নামে জামুড়িয়া থানার পুলিশ । এরপর 25 তারিখে নিঘা দু 'নম্বর জাতীয় সড়কে গাড়ি সমেত এক ব্যক্তিকে আটক করে । তার নাম আনজার খান (29) । ওই ব্যক্তিকে চার দিন রিমান্ডে রাখে পুলিশ ।

পরে পুলিশ ওই ব্যক্তির কাছ থেকে আরও চারটি গাড়ি উদ্ধার করে । এরপর গতকাল জামুড়িয়া থানায় আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট সেন্ট্রাল ACP- তথাগত পাণ্ডে সাংবাদিক সম্মেলন করে বিষয়টি জানান । তিনি বলেন, " জামুড়িয়া থানার পুলিশের কাছে গোপনীয় ভাবে খবর ছিল চোরাইভাবে গাড়ি বিক্রি হচ্ছে । জামুড়িয়া থানার পুলিশ অভিযান চালিয়ে । দু' নম্বর জাতীয় সড়কের নিঘা এলাকা থেকে এক ব্যক্তিকে গাড়ির সমেত আটক করা হয় । এরপর ওই ব্যক্তিকে রিমান্ডে রাখা হয় । রিমান্ডে রাখার সময় জেরা করে আরও চারটি গাড়ি উদ্ধার করা হয় ।"

জামুড়িয়ায় উদ্ধার 4টি চুরির গাড়ি
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.