ETV Bharat / state

গ্যাস সিলিন্ডার লিক করে অগ্নিদগ্ধ 5

author img

By

Published : Nov 13, 2020, 2:06 PM IST

আজ সকালে রান্না করার সময় হঠাৎই সিলিন্ডার থেকে গ্যাস বের হতে শুরু করে ৷ মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে ঘরের মধ্যে ৷

fire broke out
fire broke out

আসানসোল, 13 নভেম্বর : গ্যাস সিলিন্ডার লিক করে জখম একই পরিবারের 5 জন ৷ জানা গিয়েছে, আজ সকালে রান্না করার সময় হঠাৎই সিলিন্ডার থেকে গ্যাস বের হতে শুরু করে ৷ মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে ঘরের মধ্যে ৷ আসানসোলের হীরাপুর থানার সাঁতাডাঙাল এলাকার ঘটনা । আহতদের মধ্যে দুজন মহিলাও রয়েছেন । দুজনের অবস্থা গুরুতর ।

আজ সকালে সাঁতাডাঙাল এলাকার ওই বাড়িতে হঠাৎই একটি সিলিন্ডার থেকে গ্যাস বেরোতে শুরু করে । সেই সময় রান্না করছিলেন গৃহকর্ত্রী । মুহূর্তে ঘরের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে । বাড়িতে ওই মহিলা ও এক বৃদ্ধা ছাড়াও আরও তিনজন ছিলেন । অগ্নিদগ্ধ হন 5 জন । তাঁদের চিৎকার শুনে বেরিয়ে আসেন আশপাশের মানুষজন । স্থানীয়রাই প্র‍থমে জল ও বালি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন । আহতদের আসানসোল জেলা হাসপাতালে ভরতিও করেন তাঁরা ।

রান্না করার সময় হঠাৎই সিলিন্ডার থেকে গ্যাস লিক করে আগুন লাগে

ঘটনাস্থানে আসে হিরাপুর থানার পুলিশ ও দমকল । আগুন ছড়িয়ে পড়ায় বাড়ির AC, সোফা-সহ অন্য আসবাবপত্র পুড়ে যায় । খবর পেয়ে এলাকায় আসেন প্রাক্তন কাউন্সিলর মিলন মণ্ডল ।

আসানসোল, 13 নভেম্বর : গ্যাস সিলিন্ডার লিক করে জখম একই পরিবারের 5 জন ৷ জানা গিয়েছে, আজ সকালে রান্না করার সময় হঠাৎই সিলিন্ডার থেকে গ্যাস বের হতে শুরু করে ৷ মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে ঘরের মধ্যে ৷ আসানসোলের হীরাপুর থানার সাঁতাডাঙাল এলাকার ঘটনা । আহতদের মধ্যে দুজন মহিলাও রয়েছেন । দুজনের অবস্থা গুরুতর ।

আজ সকালে সাঁতাডাঙাল এলাকার ওই বাড়িতে হঠাৎই একটি সিলিন্ডার থেকে গ্যাস বেরোতে শুরু করে । সেই সময় রান্না করছিলেন গৃহকর্ত্রী । মুহূর্তে ঘরের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে । বাড়িতে ওই মহিলা ও এক বৃদ্ধা ছাড়াও আরও তিনজন ছিলেন । অগ্নিদগ্ধ হন 5 জন । তাঁদের চিৎকার শুনে বেরিয়ে আসেন আশপাশের মানুষজন । স্থানীয়রাই প্র‍থমে জল ও বালি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন । আহতদের আসানসোল জেলা হাসপাতালে ভরতিও করেন তাঁরা ।

রান্না করার সময় হঠাৎই সিলিন্ডার থেকে গ্যাস লিক করে আগুন লাগে

ঘটনাস্থানে আসে হিরাপুর থানার পুলিশ ও দমকল । আগুন ছড়িয়ে পড়ায় বাড়ির AC, সোফা-সহ অন্য আসবাবপত্র পুড়ে যায় । খবর পেয়ে এলাকায় আসেন প্রাক্তন কাউন্সিলর মিলন মণ্ডল ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.