ETV Bharat / state

বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার আসানসোলে, ধৃত 5 - গাঁজা পাচার আসানসোলে

330 কেজি গাঁজা উদ্ধার আসানসোলে ৷ ধৃত 5 ৷

330 kg ganja recovered
গাঁজা পাচারে গ্রেপ্তার 5
author img

By

Published : Aug 12, 2020, 4:25 PM IST

আসানসোল, 12 অগাস্ট : বিপুল পরিমাণ গাঁজাসহ পুলিশের জালে 5 পাচারকারী ৷ গতরাতে তাদের গ্রেপ্তার করে আসানসোল উত্তর থানার পুলিশ ৷ ধৃতদের নাম লক্ষ্মণ লাল সাউ, মনোজ যাদব, রাহুল যাদব, রঞ্জিত কর্মকার এবং অনিল নোনিয়া ৷ উদ্ধার হয় 330 কেজি প্যাকেটজাত গাঁজা ৷ যার বাজারমূল্য প্রায় 20 লাখ টাকা ৷

লক্ষ্মণ উত্তর 24 পরগনার সোদপুরের বাসিন্দা ৷ মনোজ যাদব উত্তরপ্রদেশের বালিয়ার বাসিন্দা ৷ রাহুল যাদব পশ্চিম বর্ধমানের আসানসোল উত্তর থানার চাঁদমারি এলাকার বাসিন্দা ৷ রঞ্জিত কর্মকারের বাড়ি অন্ডাল থানার কাজোড়া বাজার চত্বরে ৷ অনিলের বাড়ি কুলটি থানার চিনাকুড়িতে ৷

পুলিশ সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে চোরাই কারবারের খবর আসছিল ৷ সেইমতো খবর আসে আসানসোল উত্তর থানার কন্যাপুর ফাঁড়ি এলাকার 2 নম্বর জাতীয় সড়ক দিয়ে প্রচুর পরিমাণে গাঁজা পাচার করা হতে পারে ৷ অভিযান চালাচ্ছিল পুলিশ ৷ জুবিলি মোড়ের কাছে একটি বড় লরি থেকে বেশ কয়েকটি বস্তা একটি ছোটো ম্যাটাডর ভ্যানে চাপানো হচ্ছিল ৷ তল্লাশি চালাতে বস্তা ভরতি গাঁজা উদ্ধার হয় ৷ বাজেয়াপ্ত করা হয় লরি ও ছোটো ম্যাটাডর ভ্যান ৷ ধৃতদের কাছ থেকে নগদ টাকাও উদ্ধার হয়েছে ৷

ADC সেন্ট্রাল সায়ক দাস বলেন, "জামুড়িয়া কাণ্ডের সঙ্গে যোগসূত্র আছে এই ঘটনার । একটি বড় আন্তঃরাজ্য গাঁজা পাচারকারী চক্র সক্রিয় হয়েছিল এই অঞ্চলে । আমরা বেশ কয়েকজনকে ধরতে সক্ষম হয়েছি । আরও যারা আছে তাদের ধরার জন্য আমরা অভিযুক্তদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করব ।"

এত পরিমাণ গাঁজা কোথা থেকে এসেছে এবং কোথায় সরবরাহ করা হচ্ছিল সে বিষয়ে তদন্ত চালাচ্ছে পুলিশ ৷ এর পাশাপাশি এই চক্রের পিছনে আর কারা কারা জড়িত রয়েছে সে বিষয়ে তদন্ত শুরু হয়েছে ৷

আসানসোল, 12 অগাস্ট : বিপুল পরিমাণ গাঁজাসহ পুলিশের জালে 5 পাচারকারী ৷ গতরাতে তাদের গ্রেপ্তার করে আসানসোল উত্তর থানার পুলিশ ৷ ধৃতদের নাম লক্ষ্মণ লাল সাউ, মনোজ যাদব, রাহুল যাদব, রঞ্জিত কর্মকার এবং অনিল নোনিয়া ৷ উদ্ধার হয় 330 কেজি প্যাকেটজাত গাঁজা ৷ যার বাজারমূল্য প্রায় 20 লাখ টাকা ৷

লক্ষ্মণ উত্তর 24 পরগনার সোদপুরের বাসিন্দা ৷ মনোজ যাদব উত্তরপ্রদেশের বালিয়ার বাসিন্দা ৷ রাহুল যাদব পশ্চিম বর্ধমানের আসানসোল উত্তর থানার চাঁদমারি এলাকার বাসিন্দা ৷ রঞ্জিত কর্মকারের বাড়ি অন্ডাল থানার কাজোড়া বাজার চত্বরে ৷ অনিলের বাড়ি কুলটি থানার চিনাকুড়িতে ৷

পুলিশ সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে চোরাই কারবারের খবর আসছিল ৷ সেইমতো খবর আসে আসানসোল উত্তর থানার কন্যাপুর ফাঁড়ি এলাকার 2 নম্বর জাতীয় সড়ক দিয়ে প্রচুর পরিমাণে গাঁজা পাচার করা হতে পারে ৷ অভিযান চালাচ্ছিল পুলিশ ৷ জুবিলি মোড়ের কাছে একটি বড় লরি থেকে বেশ কয়েকটি বস্তা একটি ছোটো ম্যাটাডর ভ্যানে চাপানো হচ্ছিল ৷ তল্লাশি চালাতে বস্তা ভরতি গাঁজা উদ্ধার হয় ৷ বাজেয়াপ্ত করা হয় লরি ও ছোটো ম্যাটাডর ভ্যান ৷ ধৃতদের কাছ থেকে নগদ টাকাও উদ্ধার হয়েছে ৷

ADC সেন্ট্রাল সায়ক দাস বলেন, "জামুড়িয়া কাণ্ডের সঙ্গে যোগসূত্র আছে এই ঘটনার । একটি বড় আন্তঃরাজ্য গাঁজা পাচারকারী চক্র সক্রিয় হয়েছিল এই অঞ্চলে । আমরা বেশ কয়েকজনকে ধরতে সক্ষম হয়েছি । আরও যারা আছে তাদের ধরার জন্য আমরা অভিযুক্তদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করব ।"

এত পরিমাণ গাঁজা কোথা থেকে এসেছে এবং কোথায় সরবরাহ করা হচ্ছিল সে বিষয়ে তদন্ত চালাচ্ছে পুলিশ ৷ এর পাশাপাশি এই চক্রের পিছনে আর কারা কারা জড়িত রয়েছে সে বিষয়ে তদন্ত শুরু হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.