ETV Bharat / state

কোলিয়ারির 250 মিলিয়ন বছরের পুরনো জীবাশ্ম সংগৃহিত কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে - কয়লাখনি

250 million year old fossils of Asansol Colliery: আসানসোল কোলিয়ারি অঞ্চলের প্রিন্স দ্বারকানাথ নারায়ণকুড়ি কয়লা খনি থেকে 250 মিলিয়ন বছর পুরনো জীবাশ্ম উদ্ধার হয়েছে ৷ যা বর্তনামে স্থান পেয়েছে আসানসোলের কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 23, 2023, 8:06 PM IST

Updated : Dec 25, 2023, 9:52 AM IST

250 মিলিয়ন বছরের পুরনো জীবাশ্ম কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে

আসানসোল, 23 ডিসেম্বর: প্রাগৈতিহাসিক যুগে গাছপালা, পশু-পাখি ইত্যাদি নানান ধ্বংসের ফলে চাপা পড়ে যেত ৷ লক্ষ-কোটি বছর ধরে সেই চাপ ও তাপের ফলেই তৈরি হয় কয়লা ৷ কোটি কোটি বছর আগে মাটির তলায় চাপা পড়ে যাওয়া এই সমস্ত উদ্ভিদ চাপ এবং তাপের ফলেই রূপান্তরিত হয় কালো অঙ্গারে ৷ ইতিহাস বলছে আসানসোল-রানিগঞ্জ কয়লাখনি অঞ্চলে প্রায় 25 কোটি বছরের পুরনো কয়লা স্তূপ রয়েছে ৷ আর কয়লা থাকা মানেই স্বাভাবিকভাবেই খনির ভিতরে থাকা কালো পাথরের গাত্রে থাকবে ফসিলস বা জীবাশ্ম ৷ কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে এমনই বেশ কিছু জীবাশ্ম সংগ্রহ করা হয়েছে ৷ যার বয়স আনুমানিক আড়াইশো মিলিয়ন বছর ৷ শুধু তাই নয় এই জীবাশ্মগুলি সংগ্রহ করা হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের পিতামহ প্রিন্স দ্বারকানাথের স্মৃতি বিজড়িত নারায়ণকুড়ি কয়লা খনি থেকে ৷

হেরিটেজ জিনিসপত্র সংগ্রহ ও গবেষণার জন্যই আসানসোলের কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে তৈরি হয়েছে সেতুবন্ধ সংগ্রহশালা ৷ বহু পুরনো জিনিসপত্র এখানে সংগ্রহ করা হয়েছে ৷ যা ছাত্র-ছাত্রীদের দেখার এবং গবেষণা করার ক্ষেত্রে সাহায্য করতে পারে ৷ এবার সেই সেতুবন্ধু সংগ্রহশালায় বিস্ময়কর জীবাশ্মের দেখা পাওয়া যাচ্ছে ৷ দু'রকমের জীবাশ্ম ইতিমধ্যে কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের সেতুবন্ধ সংগ্রহশালায় নিয়ে আসা হয়েছে ৷ একটি গাছের কান্ড থেকে পাথরে রূপান্তরিত হওয়া জীবাশ্ম এবং বেশ কিছু কয়লার বা খনি থেকে সংগ্রহ করা পাথরের জীবাশ্ম ৷

কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক তথা এই সেতুবন্ধ সংগ্রহশালার কিউরেটর ও গবেষক শান্তনু বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, "অজয় নদীর ধার থেকে আমরা একটি জীবাশ্ম সংগ্রহ করতে পেরেছি ৷ এই ফসলটি আনুমানিক 300 মিলিয়ন বছরের পুরনো ৷ এটি একটি দ্বিবীজ উদ্ভিদের কান্ড ছিল ৷ ধীরে ধীরে পাথরে রূপান্তরিত হওয়ার পরেই এই জীবাশ্ম তৈরি হয়েছে ৷ আমরা ইতিমধ্যেই সেটির ভৌগলিক পরীক্ষা করিয়েছি ৷ অন্যদিকে প্রিন্স দ্বারকানাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত নারায়ণকুড়ি কয়লা খনি থেকেও বেশ কয়েকটি কয়লার জীবাশ্ম পাওয়া গিয়েছে ৷ যেগুলি আনিমনিক 25 কোটি বছরের পুরনো ৷ এই তথ্য আমরা ইসিএল থেকেই জানতে পেরেছি ৷"

এই জীবাশ্মগুলির গায়ে গাছের পাতা, কান্ড ও অন্যান্য জীবজন্তুর জীবাশ্মও রয়েছে ৷ স্বভাবতই জীবাশ্ম সংগ্রহের পর কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের সংগ্রহশালার গুরুত্ব অনেক বেড়ে গিয়েছে ৷ কারণ আগামী দিনে খনি অঞ্চল নিয়ে যাঁরা গবেষণা করতে চান, এই ফসিলস তাঁদের কাছে নতুন দিগন্ত খুলে দিতে পারে বলেই আশা করছেন অধ্যাপকরা ৷ শুধু তাই নয়, বর্তমান প্রজন্মের ছাত্র-ছাত্রীরা যাঁরা ভূগোলের পাতায় শুধুই জীবাশ্মের নাম পড়ত ৷ তাঁরা এখন চাক্ষুস করে যেতে পারছে কয়লা অঞ্চলের এই জীবাশ্মগুলি ৷

আরও পড়ুন:

  1. কোটি কোটি বছরের প্রাচীন উদ্ভিদ জীবাশ্মের ভাণ্ডার বীরভূমের ইলামবাজারে
  2. রাজ্যের প্রথম জীবাশ্ম উদ্যানকে জীববৈচিত্র্য অনুযায়ী হেরিটেজ ঘোষণা
  3. ডেভোনিয়ান যুগের শেষের দিকের স্পঞ্জের জীবাশ্ম মিলল শিবালিক পাদদেশে

250 মিলিয়ন বছরের পুরনো জীবাশ্ম কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে

আসানসোল, 23 ডিসেম্বর: প্রাগৈতিহাসিক যুগে গাছপালা, পশু-পাখি ইত্যাদি নানান ধ্বংসের ফলে চাপা পড়ে যেত ৷ লক্ষ-কোটি বছর ধরে সেই চাপ ও তাপের ফলেই তৈরি হয় কয়লা ৷ কোটি কোটি বছর আগে মাটির তলায় চাপা পড়ে যাওয়া এই সমস্ত উদ্ভিদ চাপ এবং তাপের ফলেই রূপান্তরিত হয় কালো অঙ্গারে ৷ ইতিহাস বলছে আসানসোল-রানিগঞ্জ কয়লাখনি অঞ্চলে প্রায় 25 কোটি বছরের পুরনো কয়লা স্তূপ রয়েছে ৷ আর কয়লা থাকা মানেই স্বাভাবিকভাবেই খনির ভিতরে থাকা কালো পাথরের গাত্রে থাকবে ফসিলস বা জীবাশ্ম ৷ কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে এমনই বেশ কিছু জীবাশ্ম সংগ্রহ করা হয়েছে ৷ যার বয়স আনুমানিক আড়াইশো মিলিয়ন বছর ৷ শুধু তাই নয় এই জীবাশ্মগুলি সংগ্রহ করা হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের পিতামহ প্রিন্স দ্বারকানাথের স্মৃতি বিজড়িত নারায়ণকুড়ি কয়লা খনি থেকে ৷

হেরিটেজ জিনিসপত্র সংগ্রহ ও গবেষণার জন্যই আসানসোলের কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে তৈরি হয়েছে সেতুবন্ধ সংগ্রহশালা ৷ বহু পুরনো জিনিসপত্র এখানে সংগ্রহ করা হয়েছে ৷ যা ছাত্র-ছাত্রীদের দেখার এবং গবেষণা করার ক্ষেত্রে সাহায্য করতে পারে ৷ এবার সেই সেতুবন্ধু সংগ্রহশালায় বিস্ময়কর জীবাশ্মের দেখা পাওয়া যাচ্ছে ৷ দু'রকমের জীবাশ্ম ইতিমধ্যে কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের সেতুবন্ধ সংগ্রহশালায় নিয়ে আসা হয়েছে ৷ একটি গাছের কান্ড থেকে পাথরে রূপান্তরিত হওয়া জীবাশ্ম এবং বেশ কিছু কয়লার বা খনি থেকে সংগ্রহ করা পাথরের জীবাশ্ম ৷

কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক তথা এই সেতুবন্ধ সংগ্রহশালার কিউরেটর ও গবেষক শান্তনু বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, "অজয় নদীর ধার থেকে আমরা একটি জীবাশ্ম সংগ্রহ করতে পেরেছি ৷ এই ফসলটি আনুমানিক 300 মিলিয়ন বছরের পুরনো ৷ এটি একটি দ্বিবীজ উদ্ভিদের কান্ড ছিল ৷ ধীরে ধীরে পাথরে রূপান্তরিত হওয়ার পরেই এই জীবাশ্ম তৈরি হয়েছে ৷ আমরা ইতিমধ্যেই সেটির ভৌগলিক পরীক্ষা করিয়েছি ৷ অন্যদিকে প্রিন্স দ্বারকানাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত নারায়ণকুড়ি কয়লা খনি থেকেও বেশ কয়েকটি কয়লার জীবাশ্ম পাওয়া গিয়েছে ৷ যেগুলি আনিমনিক 25 কোটি বছরের পুরনো ৷ এই তথ্য আমরা ইসিএল থেকেই জানতে পেরেছি ৷"

এই জীবাশ্মগুলির গায়ে গাছের পাতা, কান্ড ও অন্যান্য জীবজন্তুর জীবাশ্মও রয়েছে ৷ স্বভাবতই জীবাশ্ম সংগ্রহের পর কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের সংগ্রহশালার গুরুত্ব অনেক বেড়ে গিয়েছে ৷ কারণ আগামী দিনে খনি অঞ্চল নিয়ে যাঁরা গবেষণা করতে চান, এই ফসিলস তাঁদের কাছে নতুন দিগন্ত খুলে দিতে পারে বলেই আশা করছেন অধ্যাপকরা ৷ শুধু তাই নয়, বর্তমান প্রজন্মের ছাত্র-ছাত্রীরা যাঁরা ভূগোলের পাতায় শুধুই জীবাশ্মের নাম পড়ত ৷ তাঁরা এখন চাক্ষুস করে যেতে পারছে কয়লা অঞ্চলের এই জীবাশ্মগুলি ৷

আরও পড়ুন:

  1. কোটি কোটি বছরের প্রাচীন উদ্ভিদ জীবাশ্মের ভাণ্ডার বীরভূমের ইলামবাজারে
  2. রাজ্যের প্রথম জীবাশ্ম উদ্যানকে জীববৈচিত্র্য অনুযায়ী হেরিটেজ ঘোষণা
  3. ডেভোনিয়ান যুগের শেষের দিকের স্পঞ্জের জীবাশ্ম মিলল শিবালিক পাদদেশে
Last Updated : Dec 25, 2023, 9:52 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.