বর্ধমান, 20 জুলাই : পূর্ব বর্ধমান জেলায় ক্রমশ বাড়ছে কোরোনায় আক্রান্তের সংখ্যা । রবিবার নতুন করে 25 জন আক্রান্ত হয়েছে । মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 359 । এদের মধ্যে 127 জনের চিকিৎসা চলছে । সুস্থ হয়ে উঠেছে 230 জন । এখনও পর্যন্ত জেলায় মৃত্যু হয়েছে 2 জনের ।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, রবিবার জেলার জামালপুরে 12 জন, কাটোয়া পৌরসভা, কেতুগ্রাম 2 ও পূর্বস্থলী 2 ব্লকে 2 জন করে এবং আউশগ্রাম 2, বর্ধমান 1, কাটোয়া 1 ও 2, কেতুগ্রাম 1, মেমারি 1 ও রায়না 1 ব্লকে একজন করে আক্রান্ত হয়েছে । গত দু'দিনে মোট আক্রান্তের সংখ্যা 60 ।
এদিকে জেলায় কনটেনমেন্ট জ়োনের সংখ্যা বেড়ে হয়েছে 82 টি । জেলার পুলিশ আধিকারিকও কোরোনায় আক্রান্ত হয়েছেন । বিভিন্ন এলাকায় আংশিক লকডাউন জারি হয়েছে ।