ETV Bharat / state

কাঁকসায় তৃণমূলে যোগ ২১৩ বাম কর্মী-সমর্থকের - JOIN

কাঁকসায় আদিবাসী অধ্যুষিত এলাকায় তৃণমূলে যোগ দিলেন ২১৩ জন বাম কর্মী-সমর্থক।

তৃণমূল পর্যবেক্ষক প্রভাত চট্টোপাধ্যায়
author img

By

Published : Feb 24, 2019, 10:20 PM IST

কাঁকসা, ২৪ ফেব্রুয়ারি : কাঁকসায় আদিবাসী অধ্যুষিত এলাকায় তৃণমূলে যোগ দিলেন ২১৩ জন বাম কর্মী-সমর্থক।

২০১১-য় তৃণমূল ক্ষমতায় আসার পরও কাঁকসার আদিবাসী অধ্যুষিত গ্রামগুলি ছিল বামেদের শক্ত ঘাঁটি। রবিবার ঝিনুকগড়ে একটি ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করে তৃণমূল। সেই মঞ্চেই কাঁকসার তৃণমূলের পর্যবেক্ষক প্রভাত চট্টোপাধ্যায় এবং গলসির তৃণমূল বিধায়ক অলোক মাঝির নেতৃত্বে ২১৩ জন দলে যোগ দেন।

তৃণমূলের পর্যবেক্ষক প্রভাত চট্টোপাধ্যায় বলেন, "এই আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা এতদিন উপেক্ষিত ছিলেন। তারা বামেদের উপর আস্থা হারিয়ে আজ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের সঙ্গী হলেন।"

কাঁকসা, ২৪ ফেব্রুয়ারি : কাঁকসায় আদিবাসী অধ্যুষিত এলাকায় তৃণমূলে যোগ দিলেন ২১৩ জন বাম কর্মী-সমর্থক।

২০১১-য় তৃণমূল ক্ষমতায় আসার পরও কাঁকসার আদিবাসী অধ্যুষিত গ্রামগুলি ছিল বামেদের শক্ত ঘাঁটি। রবিবার ঝিনুকগড়ে একটি ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করে তৃণমূল। সেই মঞ্চেই কাঁকসার তৃণমূলের পর্যবেক্ষক প্রভাত চট্টোপাধ্যায় এবং গলসির তৃণমূল বিধায়ক অলোক মাঝির নেতৃত্বে ২১৩ জন দলে যোগ দেন।

তৃণমূলের পর্যবেক্ষক প্রভাত চট্টোপাধ্যায় বলেন, "এই আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা এতদিন উপেক্ষিত ছিলেন। তারা বামেদের উপর আস্থা হারিয়ে আজ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের সঙ্গী হলেন।"

Intro:কাঁকসার লাল দুর্গ জঙ্গলমহলে আদিবাসী অধ্যুষিত এলাকায় বড়সড় ভাঙ্গন বামফ্রন্টের। প্রায় 213 জন আদিবাসী সম্প্রদায়ভুক্ত নারী ও পুরুষ আজ যোগ দিলেন শাসকদলে।আসন্ন লোকসভা নির্বাচনের আগে শাসকদলের পাল্লা ভারী কাঁকসায়।

২০১১ তে রাজ্যে রাজনৈতিক পালাবদলের পরেও কাঁকসার জঙ্গলমহলে বামেদের আধিপত্য থেকেই যায়। জঙ্গলমহলের আদিবাসী অধ্যুষিত গ্রামগুলোতে বামেদের শক্ত ঘাঁটি ছিল। কিন্তু এবার সেই শক্ত ঘাঁটিতে থাবা বসালো রাজ্যের শাসক দল। রবিবার জঙ্গলমহলের আদিবাসী অধ্যুষিত ঝিনুকগড়ে গ্রামে জঙ্গলমহলের আদিবাসীদেরকে নিয়ে একটি ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করে শাসকদল। সেই মঞ্চেই প্রায় 213 জন আদিবাসী নারী-পুরুষ যোগ দেন শাসক দলের পক্ষে। তৃণমূল কংগ্রেসের পর্যবেক্ষক( কাঁকসার) প্রভাত চট্টোপাধ্যায় এবং গলসীর তৃণমূল বিধায়ক অলোক মাঝির নেতৃত্বে এই 213 জন যোগ দিলেন শাসকদলের হয়ে। সামনেই লোকসভা নির্বাচন। তার আগে শাসক দলে এই বিপুল সংখ্যক বাম কর্মী-সমর্থক যোগ দেওয়ার কারণে শাসকদলের পাল্লা ভারী হল কাঁকসা জঙ্গলমহলে। পর্যবেক্ষক প্রভাত চট্টোপাধ্যায় আমাদের জানালেন ""এই আদিবাসী সম্প্রদায়ের মানুষ এতদিন উপেক্ষিত ছিলেন। তারা বামেদের উপর আস্থা হারিয়ে আজ তাই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন এর সঙ্গী হলেন।""Body:কাঁকসার লাল দুর্গ জঙ্গলমহলে আদিবাসী অধ্যুষিত এলাকায় বড়সড় ভাঙ্গন বামফ্রন্টের। প্রায় 213 জন আদিবাসী সম্প্রদায়ভুক্ত নারী ও পুরুষ আজ যোগ দিলেন শাসকদলে।আসন্ন লোকসভা নির্বাচনের আগে শাসকদলের পাল্লা ভারী কাঁকসায়।

২০১১ তে রাজ্যে রাজনৈতিক পালাবদলের পরেও কাঁকসার জঙ্গলমহলে বামেদের আধিপত্য থেকেই যায়। জঙ্গলমহলের আদিবাসী অধ্যুষিত গ্রামগুলোতে বামেদের শক্ত ঘাঁটি ছিল। কিন্তু এবার সেই শক্ত ঘাঁটিতে থাবা বসালো রাজ্যের শাসক দল। রবিবার জঙ্গলমহলের আদিবাসী অধ্যুষিত ঝিনুকগড়ে গ্রামে জঙ্গলমহলের আদিবাসীদেরকে নিয়ে একটি ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করে শাসকদল। সেই মঞ্চেই প্রায় 213 জন আদিবাসী নারী-পুরুষ যোগ দেন শাসক দলের পক্ষে। তৃণমূল কংগ্রেসের পর্যবেক্ষক( কাঁকসার) প্রভাত চট্টোপাধ্যায় এবং গলসীর তৃণমূল বিধায়ক অলোক মাঝির নেতৃত্বে এই 213 জন যোগ দিলেন শাসকদলের হয়ে। সামনেই লোকসভা নির্বাচন। তার আগে শাসক দলে এই বিপুল সংখ্যক বাম কর্মী-সমর্থক যোগ দেওয়ার কারণে শাসকদলের পাল্লা ভারী হল কাঁকসা জঙ্গলমহলে। পর্যবেক্ষক প্রভাত চট্টোপাধ্যায় আমাদের জানালেন ""এই আদিবাসী সম্প্রদায়ের মানুষ এতদিন উপেক্ষিত ছিলেন। তারা বামেদের উপর আস্থা হারিয়ে আজ তাই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন এর সঙ্গী হলেন।""Conclusion:কাঁকসার লাল দুর্গ জঙ্গলমহলে আদিবাসী অধ্যুষিত এলাকায় বড়সড় ভাঙ্গন বামফ্রন্টের। প্রায় 213 জন আদিবাসী সম্প্রদায়ভুক্ত নারী ও পুরুষ আজ যোগ দিলেন শাসকদলে।আসন্ন লোকসভা নির্বাচনের আগে শাসকদলের পাল্লা ভারী কাঁকসায়।

২০১১ তে রাজ্যে রাজনৈতিক পালাবদলের পরেও কাঁকসার জঙ্গলমহলে বামেদের আধিপত্য থেকেই যায়। জঙ্গলমহলের আদিবাসী অধ্যুষিত গ্রামগুলোতে বামেদের শক্ত ঘাঁটি ছিল। কিন্তু এবার সেই শক্ত ঘাঁটিতে থাবা বসালো রাজ্যের শাসক দল। রবিবার জঙ্গলমহলের আদিবাসী অধ্যুষিত ঝিনুকগড়ে গ্রামে জঙ্গলমহলের আদিবাসীদেরকে নিয়ে একটি ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করে শাসকদল। সেই মঞ্চেই প্রায় 213 জন আদিবাসী নারী-পুরুষ যোগ দেন শাসক দলের পক্ষে। তৃণমূল কংগ্রেসের পর্যবেক্ষক( কাঁকসার) প্রভাত চট্টোপাধ্যায় এবং গলসীর তৃণমূল বিধায়ক অলোক মাঝির নেতৃত্বে এই 213 জন যোগ দিলেন শাসকদলের হয়ে। সামনেই লোকসভা নির্বাচন। তার আগে শাসক দলে এই বিপুল সংখ্যক বাম কর্মী-সমর্থক যোগ দেওয়ার কারণে শাসকদলের পাল্লা ভারী হল কাঁকসা জঙ্গলমহলে। পর্যবেক্ষক প্রভাত চট্টোপাধ্যায় আমাদের জানালেন ""এই আদিবাসী সম্প্রদায়ের মানুষ এতদিন উপেক্ষিত ছিলেন। তারা বামেদের উপর আস্থা হারিয়ে আজ তাই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন এর সঙ্গী হলেন।""

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.