ETV Bharat / state

Road Accident: দুর্ঘটনার কবলে বরযাত্রীর গাড়ি, মৃত পাত্রের বাবা ও চালক - লরির ধাক্কা বরযাত্রীর গাড়িতে

আসানসোলে ভায়াবহ দুর্ঘটনার কবলে বরযাত্রীর গাড়ি (Road Accident in Asansol) ৷ নিয়ন্ত্রণ হারিয়ে লরির ধাক্কা বরযাত্রীর গাড়িতে ৷ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে পাত্রের বাবা ও গাড়ি চালকের ৷ আনন্দের পরিবেশ মুহূর্তে বদলে গেল বিষাদে ৷

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Feb 28, 2023, 2:08 PM IST

Updated : Mar 1, 2023, 6:14 AM IST

পথ দুর্ঘটনায় মৃত্যু পাত্রের বাবা ও চালক

আসানসোল, 28 ফেব্রুয়ারি: ছেলের বিয়ে দিতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হল পাত্রের বাবা ও গাড়ি চালকের (Truck and Car Accident) ৷ সোমবার রাতে দু'নম্বর জাতীয় সড়কে আসানসোল উত্তর থানার কাল্লা মোড়ের কাছে এই দুর্ঘটনা ঘটেছে । বরযাত্রী বোঝাই স্করপিও গাড়িকে একটি লরি পিছন থেকে ধাক্কা মারে । এরপর নিয়ন্ত্রণ হারিয়ে স্করপিও গাড়িটি ডিভাইডারে ধাক্কা মারে । আহত অবস্থায় পাত্রের বাবা অনিল পাণ্ডে (65) ও গাড়ি চালক সন্তোষ বিশ্বকর্মাকে (45) উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসরা তাঁদেরকে মৃত বলে ঘোষণা করেন ৷ বাকি দু’জন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ৷

স্থানীয় সূত্রে খবর, ঝাড়খণ্ড এলাকার ধানবাদের বাসিন্দা অরবিন্দ পাণ্ডের বিয়ে উপলক্ষে একটি স্করপিও গাড়ি পানাগড়ের উদ্দেশ্যে যাচ্ছিল । বিয়ে বাড়িতে যোগ দিতে ওই গাড়িতে চালক ছাড়া বরের বাবা অনিল পান্ডে ও বরের দুই মামাও ছিলেন । আসানসোল উত্তর থানার কাল্লা মোড়ের কাছে দ্রুত গতিতে আসা একটি লরি পিছন থেকে স্করপিও গাড়িটিকে ধাক্কা মারে । এরপর স্করপিও গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মেরে উলটে যায় । দুর্ঘটনার জেরে গাড়িটি দুমড়ে-মুচড়ে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছ । ঘটনার খবর পেয়ে গভীর রাতে আসানসোল উত্তর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় । পুলিশই গাড়ি থেকে চারজনকে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যায় । সেখানে দু’জনকে মৃত বলে ঘোষণা করা হয়। আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন বরের দুই মামা শশীভূষণ পাণ্ডে(60) ও বলদেব পাণ্ডে(80) ।

আরও পড়ুন : বালি বোঝাই ডাম্পারের ধাক্কায় প্রাণ গেল বাইক আরোহীর, জনতার মারে আহত পুলিশ

দুর্ঘটনাগ্রস্থ গাড়িটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায় আসানসোল উত্তর থানার পুলিশ । অপরদিকে রাতেই পানাগড়ে তড়িঘড়ি অরবিন্দের বিয়ে সেরে ফেলা হয় । রাতেই পরিবারের লোকেরা ধানবাদে ফিরে আসেন । মঙ্গলবার সকালে আসানসোল জেলা হাসপাতালে পরিবারের লোকেরা এসে জড়ো হয় । শোকের ছায়া নেমে এসেছে পুরো পরিবারে। আনন্দ উৎসব এক লহমায় শোকের আবহে ঢেকে গিয়েছে ।

পথ দুর্ঘটনায় মৃত্যু পাত্রের বাবা ও চালক

আসানসোল, 28 ফেব্রুয়ারি: ছেলের বিয়ে দিতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হল পাত্রের বাবা ও গাড়ি চালকের (Truck and Car Accident) ৷ সোমবার রাতে দু'নম্বর জাতীয় সড়কে আসানসোল উত্তর থানার কাল্লা মোড়ের কাছে এই দুর্ঘটনা ঘটেছে । বরযাত্রী বোঝাই স্করপিও গাড়িকে একটি লরি পিছন থেকে ধাক্কা মারে । এরপর নিয়ন্ত্রণ হারিয়ে স্করপিও গাড়িটি ডিভাইডারে ধাক্কা মারে । আহত অবস্থায় পাত্রের বাবা অনিল পাণ্ডে (65) ও গাড়ি চালক সন্তোষ বিশ্বকর্মাকে (45) উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসরা তাঁদেরকে মৃত বলে ঘোষণা করেন ৷ বাকি দু’জন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ৷

স্থানীয় সূত্রে খবর, ঝাড়খণ্ড এলাকার ধানবাদের বাসিন্দা অরবিন্দ পাণ্ডের বিয়ে উপলক্ষে একটি স্করপিও গাড়ি পানাগড়ের উদ্দেশ্যে যাচ্ছিল । বিয়ে বাড়িতে যোগ দিতে ওই গাড়িতে চালক ছাড়া বরের বাবা অনিল পান্ডে ও বরের দুই মামাও ছিলেন । আসানসোল উত্তর থানার কাল্লা মোড়ের কাছে দ্রুত গতিতে আসা একটি লরি পিছন থেকে স্করপিও গাড়িটিকে ধাক্কা মারে । এরপর স্করপিও গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মেরে উলটে যায় । দুর্ঘটনার জেরে গাড়িটি দুমড়ে-মুচড়ে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছ । ঘটনার খবর পেয়ে গভীর রাতে আসানসোল উত্তর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় । পুলিশই গাড়ি থেকে চারজনকে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যায় । সেখানে দু’জনকে মৃত বলে ঘোষণা করা হয়। আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন বরের দুই মামা শশীভূষণ পাণ্ডে(60) ও বলদেব পাণ্ডে(80) ।

আরও পড়ুন : বালি বোঝাই ডাম্পারের ধাক্কায় প্রাণ গেল বাইক আরোহীর, জনতার মারে আহত পুলিশ

দুর্ঘটনাগ্রস্থ গাড়িটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায় আসানসোল উত্তর থানার পুলিশ । অপরদিকে রাতেই পানাগড়ে তড়িঘড়ি অরবিন্দের বিয়ে সেরে ফেলা হয় । রাতেই পরিবারের লোকেরা ধানবাদে ফিরে আসেন । মঙ্গলবার সকালে আসানসোল জেলা হাসপাতালে পরিবারের লোকেরা এসে জড়ো হয় । শোকের ছায়া নেমে এসেছে পুরো পরিবারে। আনন্দ উৎসব এক লহমায় শোকের আবহে ঢেকে গিয়েছে ।

Last Updated : Mar 1, 2023, 6:14 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.