আসানসোল, 21 অগস্ট : অবশেষে উচ্চমাধ্যমিকের রেজাল্ট হাতে পেল সালানপুরের আছড়া যজ্ঞেশ্বর ইনস্টিটিউশনের ছাত্রছাত্রীরা । স্কুলের ভুলে 139 জন ছাত্রছাত্রীর রেজাল্ট আসেনি । বারাবনির বিধায়ক বিধান উপাধ্যায়ের চেষ্টায় 127 জনের রেজাল্ট এসেছে, বাকিদেরও দ্রুত আসবে বলে জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ ৷
এ বছর আছড়া যজ্ঞেশ্বর ইনস্টিটিউশনের 314 জন উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী ছিলেন । কিন্তু স্কুল থেকে পাঠানো নথির ভুলে 139 জনের রেজাল্ট আটকে যায় । স্কুল ভুল স্বীকার করে বোর্ডে জানালেও বেঁকে বসে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ । তারা রেজাল্ট দিতে অস্বীকার করে । ছাত্রছাত্রীরা ক্ষোভে ফেটে পড়ে । দফায় দফায় ছাত্রছাত্রীদের বিক্ষোভ, পথ অবরোধে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায় ।
আরও পড়ুন : Asansol : দুঃস্থ মেধাবীদের পাশে লড়াই করে উঠে আসা চার যুবক
শেষে সালানপুর ব্লক প্রশাসন ও পশ্চিম বর্ধমান জেলা প্রশাসন উদ্যোগ নেয় । উদ্যোগী হন বারাবনির বিধায়ক বিধান উপাধ্যায়ও । ছাত্রছাত্রীদের রেজাল্ট নিয়ে আসার ব্যাপারে রাজ্য শিক্ষা দফতরের কাছে অনুরোধ যায় বারে বারে । তারপর রাজি হয় উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ ।
প্রথম দফায় 127 জন ছাত্রছাত্রীর রেজাল্ট এসেছে । বাকিদেরও চলে আসবে বলে জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ ৷ বর্ধমান জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মহম্মদ আরমান বলেন, "সামান্য ভুলে আটকে গিয়েছিল ছাত্রছাত্রীদের রেজাল্ট । ভাল লাগছে যে ওরা রেজাল্ট হাতে পেল ৷ দেরি হওয়ায় কলেজে ভর্তির ক্ষেত্রে যাতে কোনও জটিলতা না হয়, সেই বিষয়টি আমরা দেখছি ।'' এর জন্য তিনি বারাবনির বিধায়ক বিধান উপাধ্যায়কে কৃতজ্ঞতা জানিয়েছেন ৷
রেজাল্ট পাওয়া এক ছাত্রী সুইটি মণ্ডল বলেন, "রেজাল্ট পেয়ে খুব ভাল লাগছে । বিধায়ক বিধান উপাধ্যায়কে ধন্যবাদ জানাই ।"