ETV Bharat / state

পুলিশ সেজে লুটত ব্যবসায়ীদের, গ্রেপ্তার 12 অন্তঃরাজ্য নকল সোনা পাচারকারী - police arrest fake gold smuggler

12 জন অন্তঃরাজ্য নকল সোনা পাচারকারীকে গ্রেপ্তার করল কাঁকসা থানার পুলিশ ৷ ধৃতদের কাছ থেকে প্রায় দেড় কেজি সোনার রং চড়ানো পিতলের বার ও 47 টি সোনার রং করা পিতলের কাটিং পিস উদ্ধার হয়েছে । এরা পুলিশের স্টিকার লাগানো গাড়ি নিয়ে কারবার চালাত ৷

ফাইল ফোটো
author img

By

Published : Jul 29, 2019, 1:12 PM IST

Updated : Jul 29, 2019, 1:36 PM IST

কাঁকসা, ২৯ জুলাই : পুলিশের স্টিকার লাগানো গাড়ি নিয়ে রীতিমতো সিনেমার কায়দায় স্বর্ণ ব্যবসায়ীদের লুটত ৷ সোনার বার দেওয়ার নামে নকল সোনার বার দিত স্বর্ণ ব্যবসায়ীদের ৷ পরে এদেরই একটি টিম আবার পুলিশের স্টিকার লাগানো গাড়িতে এসে ভয় দেখিয়ে সেই নকল সোনার বার সহ টাকা বাজেয়াপ্ত করত ৷ গোপন সূত্রে খবর পেয়ে আজ অভিযান চালায় কাঁকসা থানার পুলিশ ৷ 12 জন অন্তঃরাজ্য নকল সোনা পাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছে ৷ ধৃতদের কাছ থেকে প্রায় দেড় কেজি সোনার রং চড়ানো পিতলের বার ও 47 টি সোনার রং করা পিতলের কাটিং পিস উদ্ধার হয়েছে ।

দুটি গাড়িতে আসত পাচারকারীরা । প্রথমে একটি গাড়ি করে কয়েকজন স্বর্ণ ব্যবসায়ীদের কাছে যেত ৷ তাদের সোনার বার কম দামে বিক্রি করার প্রস্তাব দিত ৷ ওই ব্যবসায়ীরা রাজি হলেই তাঁকে একটি নির্দিষ্ট জায়গায় কেনার জন্য ডাকা হত ৷ কিছুক্ষণ পরই পুলিশের স্টিকার লাগানো আর একটি গাড়ি সেখানে আসত ৷ পুলিশ সেজে ওই নকল সোনার বার সহ নগদ টাকা বাজেয়াপ্ত করত ৷ থানা-পুলিশ, মামলার ভয় দেখানো হত ৷ কাজেই চুপ থাকত ব্যবসায়ীরা ৷ নিজেদের উত্তর 24 পরগনার স্বরূপনগরের বাসিন্দা বলে পরিচয় দিত এই পাচারকারীরা । বলত, এগুলো সব পাচার হয়ে আসা সোনা ৷ তাই কম দামে দিতে পারে তারা ।

পুলিশ জেনেছে ধৃতরা স্বরূপনগর, পূর্বস্থলী, শ্যাওড়াফুলির বাসিন্দা ৷ পুলিশের দুটি নকল পরিচয়পত্রও পাওয়া যায় এদের কাছ থেকে ৷ বর্তমানে ধানবাদের এক ব্যবসায়ীর সঙ্গে এরা নকল সোনার কারবার করত । এই অন্তঃরাজ্য নকল সোনার পাচারকারীদের সঙ্গে দুর্গাপুরের এক ব্যক্তি জড়িত । তার খোঁজ চালাচ্ছে কাঁকসা থানার পুলিশ । এই চক্রে অন্য কেউ জড়িত কি না তাও খতিয়ে দেখা হচ্ছে ৷

কাঁকসা, ২৯ জুলাই : পুলিশের স্টিকার লাগানো গাড়ি নিয়ে রীতিমতো সিনেমার কায়দায় স্বর্ণ ব্যবসায়ীদের লুটত ৷ সোনার বার দেওয়ার নামে নকল সোনার বার দিত স্বর্ণ ব্যবসায়ীদের ৷ পরে এদেরই একটি টিম আবার পুলিশের স্টিকার লাগানো গাড়িতে এসে ভয় দেখিয়ে সেই নকল সোনার বার সহ টাকা বাজেয়াপ্ত করত ৷ গোপন সূত্রে খবর পেয়ে আজ অভিযান চালায় কাঁকসা থানার পুলিশ ৷ 12 জন অন্তঃরাজ্য নকল সোনা পাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছে ৷ ধৃতদের কাছ থেকে প্রায় দেড় কেজি সোনার রং চড়ানো পিতলের বার ও 47 টি সোনার রং করা পিতলের কাটিং পিস উদ্ধার হয়েছে ।

দুটি গাড়িতে আসত পাচারকারীরা । প্রথমে একটি গাড়ি করে কয়েকজন স্বর্ণ ব্যবসায়ীদের কাছে যেত ৷ তাদের সোনার বার কম দামে বিক্রি করার প্রস্তাব দিত ৷ ওই ব্যবসায়ীরা রাজি হলেই তাঁকে একটি নির্দিষ্ট জায়গায় কেনার জন্য ডাকা হত ৷ কিছুক্ষণ পরই পুলিশের স্টিকার লাগানো আর একটি গাড়ি সেখানে আসত ৷ পুলিশ সেজে ওই নকল সোনার বার সহ নগদ টাকা বাজেয়াপ্ত করত ৷ থানা-পুলিশ, মামলার ভয় দেখানো হত ৷ কাজেই চুপ থাকত ব্যবসায়ীরা ৷ নিজেদের উত্তর 24 পরগনার স্বরূপনগরের বাসিন্দা বলে পরিচয় দিত এই পাচারকারীরা । বলত, এগুলো সব পাচার হয়ে আসা সোনা ৷ তাই কম দামে দিতে পারে তারা ।

পুলিশ জেনেছে ধৃতরা স্বরূপনগর, পূর্বস্থলী, শ্যাওড়াফুলির বাসিন্দা ৷ পুলিশের দুটি নকল পরিচয়পত্রও পাওয়া যায় এদের কাছ থেকে ৷ বর্তমানে ধানবাদের এক ব্যবসায়ীর সঙ্গে এরা নকল সোনার কারবার করত । এই অন্তঃরাজ্য নকল সোনার পাচারকারীদের সঙ্গে দুর্গাপুরের এক ব্যক্তি জড়িত । তার খোঁজ চালাচ্ছে কাঁকসা থানার পুলিশ । এই চক্রে অন্য কেউ জড়িত কি না তাও খতিয়ে দেখা হচ্ছে ৷

Intro:গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে ১২ জন আন্তঃরাজ্য নকল সোনা পাচারকারী কে গ্রেফতার করলো কাঁকসা থানার পুলিশ। গতকাল কাঁকসার বাসকোপা এলাকায় পুলিশ লেখা গাড়ি সহ দুটি গাড়িসহ মোট ১২ জনকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে খবর এরা সকলেই উত্তর চব্বিশ পরগনার বাসিন্দা। দেশের বিভিন্ন এলাকায় ঘুরে সোনার বার দেওয়ার নামে নকল সোনার বার কোনও স্বর্ণ ব্যাবসায়ীকে দিয়ে এদেরই একটা টীম আবার পুলিশ স্টিকার লেখা গাড়িতে সেখানে এসে সেই নকল সোনারবার সহ নগদ টাকা পুলিশের নামে বাজেয়াপ্ত করত। ধৃতদের কাছ থেকে প্রায় দেড় কেজি ওজনের পিতলের ওপর সোনার রঙ চড়ানো বারসহ ৪৭ টি পিতলের কাটিং পিস যাতে সোনার রঙ করা তা উদ্ধার হয়।পুলিশ সুত্রে খবর এরা দুটি গাড়িতে আসত।যে গাড়িতে পুলিশ লেখা নেই সেই গাড়িতে করে কয়েকজন স্বর্নব্যাবসায়ীদের কাছে গিয়ে এই সোনার বার কম দামে বিক্রির জন্য যেত।ওই ব্যাবসায়ী রাজী হলেই তাকে কোনও জায়গায় ডাকা হত তা কিনতে।ওই ব্যাবসায়ী কিনতে যাওয়ার কিছুক্ষন পরেই ওই পুলিশ লেখা গাড়ি সেখানে আসত এবং ওই নকল সোনার বারসহ নগদ টাকা নকল পুলিশরা বাজেয়াপ্ত করার নামে নিত।ব্যাবসায়ীকে মামলার ভয় দেখানো হত তাই সে টাকা ব্যাবসায়ী খুঁইয়েও চুপ থেকে যেতেন।আর নকল এই সোনার কারবারীরা নিজেদের কে উত্তর ২৪ পরগনার স্বরুপনগর অর্থাৎ বাংলাদেশের সীমান্ত এলাকার বাসিন্দা বলে পরিচয় দিত।এরা বলত এগুলো সব পাচারের সোনা তাই কম দামে দিতে পারে তারা।এরা অনেকেই স্বরুপনগর,পুর্বস্থলী,শ্যাওড়াফুলির বাসিন্দা বলে কাঁকসা থানার পুলিশ জানতে পারে।এদের কাছ থেকে পুলিশের দুটি নকল আইডেন্টিটি কার্ড পাওয়া গেছে।পুলিশ সুত্রে খবর এখন ধানবাদের এক ব্যাবসায়ীর সাথে এরা এই নকল সোনার কারবার করতে আসে।এই আন্তঃরাজ্য নকল সোনার কারবারীদের সাথে দুর্গাপুরের এক ব্যাক্তি জডিত।তার খোঁজ চালাচ্ছে কাঁকসা থানার পুলিশ।ধৃতদের আজ দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হবে।এদেরকে পুলিশি হেফাজতে নিয়ে এই চক্রে আর কারা জড়িত এবং কোথায় কোথায় এরা নকল সোনার এই প্রতারনা করেছে তা জানতে চাই পুলিশ।।Body:হConclusion:গ
Last Updated : Jul 29, 2019, 1:36 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.