ETV Bharat / state

কয়লা পাচারকাণ্ডে ধৃত 3 জনের জেল হেপাজত

কাঁকসা থানার পুলিশ 31 জানুয়ারি গ্রেপ্তার করে তিনজন কয়লা পাচারকারীকে ৷ 1 ফেব্রুয়ারির পর আজ ফের তাদের দুর্গাপুর মহকুমা হাসপাতালে তোলা হয় ৷ ধৃতদের 10 দিনের জেল হেপাজতের নির্দেশ দিয়েছেন বিচারক ।

র্গাপুর আদালত চত্বর
র্গাপুর আদালত চত্বর
author img

By

Published : Feb 6, 2021, 4:58 PM IST

দুর্গাপুর, 6 ফেব্রুয়ারি : কয়লার কালো কারবার নিয়ে সরগরম রাজ্য রাজনীতি । নির্বাচন যত এগিয়ে আসছে কয়লার কালো কারবার নিয়ে সুর চড়ছে বিরোধী রাজনৈতিক নেতাদের । এবার তাই বে-আইনি কয়লা পাচার রুখতে তৎপর পুলিশ ।

31 জানুয়ারি দুর্গাপুরের তিন কয়লা পাচারকারীকে বেআইনিভাবে কয়লা পাচারের অভিযোগে গ্রেপ্তার করেছিল কাঁকসা থানার পুলিশ ৷ তিনজনের মধ্যে দুইজন ছিল কাঁকসা থানায় ৷ বাকি একজন ছিল কাঁকসার মালনদিঘি পুলিশ ক্যাম্পে ৷ গ্রেপ্তারের পরদিনই তাদের তোলা হয়েছিল দুর্গাপুর মহকুমা আদালতে ৷ বিচারক অভিযুক্তদের চার দিনের পুলিশি হেপাজতের নির্দেশ দিয়েছিল ৷ চারদিনের পুলিশি হেপাজত শেষে আজ ফের আদালতে তোলা হয় অভিযুক্তদের ৷ তাদের 10 দিনের জেল হেপাজতের নির্দেশ দেন বিচারক ।

আরও পড়ুন :এবার কয়লাকাণ্ডে সিবিআই-এর পালটা অভিযানে সিআইডি

প্রসঙ্গত, কাঁকসার শিবপুর থেকে বোলপুরের উদেশ্যে বেআইনিভাবে কয়লা বোঝাই একটি 407 গাড়িকে পুলিশ আটক করে । বৈধ কাগজ না থাকার জন্য কয়লা বোঝাই 407 গাড়িসহ তিনজনকে 31 জানুয়ারি গ্রেপ্তার করে কাঁকসা থানার পুলিশ ।

দুর্গাপুর, 6 ফেব্রুয়ারি : কয়লার কালো কারবার নিয়ে সরগরম রাজ্য রাজনীতি । নির্বাচন যত এগিয়ে আসছে কয়লার কালো কারবার নিয়ে সুর চড়ছে বিরোধী রাজনৈতিক নেতাদের । এবার তাই বে-আইনি কয়লা পাচার রুখতে তৎপর পুলিশ ।

31 জানুয়ারি দুর্গাপুরের তিন কয়লা পাচারকারীকে বেআইনিভাবে কয়লা পাচারের অভিযোগে গ্রেপ্তার করেছিল কাঁকসা থানার পুলিশ ৷ তিনজনের মধ্যে দুইজন ছিল কাঁকসা থানায় ৷ বাকি একজন ছিল কাঁকসার মালনদিঘি পুলিশ ক্যাম্পে ৷ গ্রেপ্তারের পরদিনই তাদের তোলা হয়েছিল দুর্গাপুর মহকুমা আদালতে ৷ বিচারক অভিযুক্তদের চার দিনের পুলিশি হেপাজতের নির্দেশ দিয়েছিল ৷ চারদিনের পুলিশি হেপাজত শেষে আজ ফের আদালতে তোলা হয় অভিযুক্তদের ৷ তাদের 10 দিনের জেল হেপাজতের নির্দেশ দেন বিচারক ।

আরও পড়ুন :এবার কয়লাকাণ্ডে সিবিআই-এর পালটা অভিযানে সিআইডি

প্রসঙ্গত, কাঁকসার শিবপুর থেকে বোলপুরের উদেশ্যে বেআইনিভাবে কয়লা বোঝাই একটি 407 গাড়িকে পুলিশ আটক করে । বৈধ কাগজ না থাকার জন্য কয়লা বোঝাই 407 গাড়িসহ তিনজনকে 31 জানুয়ারি গ্রেপ্তার করে কাঁকসা থানার পুলিশ ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.