ETV Bharat / state

পাঁচিল চাপা পড়ে মৃত্যু কিশোরীর, আহত ২

স্থানীয়দের অভিযোগ, বক্সী পরিবারের শরিকি বিবাদের কারণে দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় রয়েছে বেশ কয়েকটি ভগ্নপ্রায় প্রাচীর । অবিলম্বে সেই সব প্রাচীরগুলি ভেঙে ফেলার দাবি জানায় তারা ।

Girl died in andal
Girl died in andal
author img

By

Published : Sep 18, 2020, 3:32 PM IST

অন্ডাল, 18 সেপ্টেম্বর : পাঁচিল চাপা পড়ে মৃত্যু হল এক কিশোরীর । দুর্গাপুরের অন্ডাল থানার খাঁন্দরা গ্রামের ঘটনা । মৃতের নাম সৌমি মজুমদার (14) ।

জানা গিয়েছে, বৃহস্পতিবার সন্ধে থেকে প্রবল বৃষ্টির ফলে বিপর্যস্ত হয়ে পড়ে এলাকার জনজীবন । গভীর রাতে অন্ডালের খাঁন্দরা গ্রামের বক্সী পাড়ায় বাড়ির পাঁচিল পড়ে মৃত্যু হয় এক কিশোরীর । মৃতার পরিবার সূত্রে জানা গিয়েছে, পরিবারের অন্য সদস্যদের সঙ্গে বাড়িতে ঘুমোচ্ছিল সৌমিও । রাত দুটো নাগাদ ভারী বৃষ্টির কারণে পাশের একটি জীর্ণ দেওয়াল ভেঙে পড়ে । বাড়ির মধ্যে ঘুমন্ত অবস্থায় দেওয়াল চাপা পড়ে সৌমি । সেখানেই মৃত্যু হয় তার । ঘটনায় আহত হন মৃতের বাবা সোমনাথ বাবু ও মা সংগীতা মজুমদার । আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে আসা হয় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ।

স্থানীয়দের অভিযোগ, বক্সী পরিবারের শরিকি বিবাদের কারণে দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় রয়েছে বেশ কয়েকটি ভগ্নপ্রায় প্রাচীর । অবিলম্বে সেই সব প্রাচীরগুলি ভেঙে ফেলার দাবি জানায় তারা ।

অন্ডাল, 18 সেপ্টেম্বর : পাঁচিল চাপা পড়ে মৃত্যু হল এক কিশোরীর । দুর্গাপুরের অন্ডাল থানার খাঁন্দরা গ্রামের ঘটনা । মৃতের নাম সৌমি মজুমদার (14) ।

জানা গিয়েছে, বৃহস্পতিবার সন্ধে থেকে প্রবল বৃষ্টির ফলে বিপর্যস্ত হয়ে পড়ে এলাকার জনজীবন । গভীর রাতে অন্ডালের খাঁন্দরা গ্রামের বক্সী পাড়ায় বাড়ির পাঁচিল পড়ে মৃত্যু হয় এক কিশোরীর । মৃতার পরিবার সূত্রে জানা গিয়েছে, পরিবারের অন্য সদস্যদের সঙ্গে বাড়িতে ঘুমোচ্ছিল সৌমিও । রাত দুটো নাগাদ ভারী বৃষ্টির কারণে পাশের একটি জীর্ণ দেওয়াল ভেঙে পড়ে । বাড়ির মধ্যে ঘুমন্ত অবস্থায় দেওয়াল চাপা পড়ে সৌমি । সেখানেই মৃত্যু হয় তার । ঘটনায় আহত হন মৃতের বাবা সোমনাথ বাবু ও মা সংগীতা মজুমদার । আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে আসা হয় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ।

স্থানীয়দের অভিযোগ, বক্সী পরিবারের শরিকি বিবাদের কারণে দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় রয়েছে বেশ কয়েকটি ভগ্নপ্রায় প্রাচীর । অবিলম্বে সেই সব প্রাচীরগুলি ভেঙে ফেলার দাবি জানায় তারা ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.