ETV Bharat / state

মা-মেয়েকে ছুরি মারার অপরাধে আটক যুবক - attempt to murder two injured in durgpur

মা ও মেয়ের উপর ছুরি নিয়ে হামলার অভিযোগ উঠল দুর্গাপুরের সেপকো টাউনশিপ এলাকার একটি খাবারের দোকানে ৷ ঘটনায় আটক করা হয়েছে অভিযুক্তকে ৷ তদন্ত শুরু করেছে পুলিশ ৷ আপাতত মা ও মেয়ে দুর্গাপুরের ইস্পাত হাসপাতালে চিকিৎসাধীনে রয়েছেন ৷

মা-মেয়েকে ছুরি মারার অপরাধে আটক যুবক
মা-মেয়েকে ছুরি মারার অপরাধে আটক যুবক
author img

By

Published : Apr 28, 2021, 5:24 PM IST

দুর্গাপুর, 28 এপ্রিল : প্রকাশ্যে মা ও মেয়েকে ছুরি চালানোর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে দুর্গাপুরের সেপকো টাউনশিপ এলাকা ৷ ঘটনায় অভিযুক্তকে আটক করেছে বি-জ়োন ফাঁড়ির পুলিশ ৷ অভিযুক্তের নাম সন্তোষ সিং ৷ কী কারণে ছুরি চালিয়েছে তার তদন্ত শুরু করেছে পুলিশ ৷ আজ সকালে এই ঘটনাটি ঘটেছে ৷

সেপকো টাউনশিপের লাগোয়া রাজেন্দ্র প্রসাদ এলাকায় একটি খাবারের দোকান চালাত এক মহিলা ৷ তাঁর স্বামী কাজের সূত্রে বাইরে থাকেন ৷ ছেলে ও মেয়েকে নিয়ে মহিলা খাবারের দোকান সংলগ্ন একটি বাড়িতে ভাড়া থাকেন ৷ আর ওই দোকান সামলাতে দোকানে থাকত দূরসম্পর্কীয় এক আত্মীয়, নাম সন্তোষ সিং ৷

আরও পড়ুন : দক্ষিণেশ্বর গ্যারেজে আগুন , মৃত 1

পরিবারের অভিযোগ, গতকাল মহিলার মেয়েকে ওই আত্মীয় কটূক্তি করে ৷ তার প্রতিবাদ করতে মহিলা চিৎকার চেঁচামেচি করতে শুরু করে, স্থানীয়রা ওই সন্তোষ সিংকে মারধর করে ৷ আজ সকালে সন্তোষ সিং মহিলার উপর ছুরি নিয়ে চড়াও হয়, তা ঠেকাতে মহিলার মেয়ে এগিয়ে এলে তাকেও আঘাত করে ছুরি দিয়ে ৷

স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশে খবর দেয় ৷ পুলিশ ঘটনাস্থানে এসে আহতদের উদ্ধার করে দুর্গাপুরের ইস্পাত হাসপাতালে ভর্তি করা হয় ৷ অন্যদিকে আটক করা হয় সন্তোষ সিংকে ৷ পুলিশি তদন্ত শুরু হয়েছে ৷

দুর্গাপুর, 28 এপ্রিল : প্রকাশ্যে মা ও মেয়েকে ছুরি চালানোর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে দুর্গাপুরের সেপকো টাউনশিপ এলাকা ৷ ঘটনায় অভিযুক্তকে আটক করেছে বি-জ়োন ফাঁড়ির পুলিশ ৷ অভিযুক্তের নাম সন্তোষ সিং ৷ কী কারণে ছুরি চালিয়েছে তার তদন্ত শুরু করেছে পুলিশ ৷ আজ সকালে এই ঘটনাটি ঘটেছে ৷

সেপকো টাউনশিপের লাগোয়া রাজেন্দ্র প্রসাদ এলাকায় একটি খাবারের দোকান চালাত এক মহিলা ৷ তাঁর স্বামী কাজের সূত্রে বাইরে থাকেন ৷ ছেলে ও মেয়েকে নিয়ে মহিলা খাবারের দোকান সংলগ্ন একটি বাড়িতে ভাড়া থাকেন ৷ আর ওই দোকান সামলাতে দোকানে থাকত দূরসম্পর্কীয় এক আত্মীয়, নাম সন্তোষ সিং ৷

আরও পড়ুন : দক্ষিণেশ্বর গ্যারেজে আগুন , মৃত 1

পরিবারের অভিযোগ, গতকাল মহিলার মেয়েকে ওই আত্মীয় কটূক্তি করে ৷ তার প্রতিবাদ করতে মহিলা চিৎকার চেঁচামেচি করতে শুরু করে, স্থানীয়রা ওই সন্তোষ সিংকে মারধর করে ৷ আজ সকালে সন্তোষ সিং মহিলার উপর ছুরি নিয়ে চড়াও হয়, তা ঠেকাতে মহিলার মেয়ে এগিয়ে এলে তাকেও আঘাত করে ছুরি দিয়ে ৷

স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশে খবর দেয় ৷ পুলিশ ঘটনাস্থানে এসে আহতদের উদ্ধার করে দুর্গাপুরের ইস্পাত হাসপাতালে ভর্তি করা হয় ৷ অন্যদিকে আটক করা হয় সন্তোষ সিংকে ৷ পুলিশি তদন্ত শুরু হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.