আগরতলা, 31 মার্চ: বিপুল পরিমাণে গাঁজা উদ্ধার হল ৷ বৃহস্পতিবার বিকেল নাগাদ ত্রিপুরার উনাকোটি জেলার পেচারথালে একটি অয়েল ট্যাঙ্কার আটক করে পুলিশ ৷ তার মধ্যে থেকে 3 হাজার কেজিরও বেশি গাঁজা পাওয়া যায় ৷ এর আনুমানিক বাজারমূল্য 6 কোটি টাকারও বেশি ৷ উনাকোটির ডিএসপি কান্তা জাঙ্গির জানান, পুলিশের কাছে আগে থেকে খবর ছিল ৷ সেই অনুযায়ী অভিযান চালিয়ে এই বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয় ৷ এর সঙ্গে গাড়িচালক ও তার সহকারীকেও গ্রেফতার করেছে পুলিশ ৷ গাড়িচালকের নাম প্রিয়ালাল দেববর্মা ৷ খোয়াইয়ের বাসিন্দা ৷ সহকারী পরেশ দেববর্মা মাদওয়াই এলাকায় থাকেন ৷
এ প্রসঙ্গে ডিএসপি কান্তা জাঙ্গির বলেন, "অয়েল ট্যাঙ্কারের গাড়িটি খোয়াই থেকে আসছিল ৷ সেটি গুয়াহাটির দিকে যাচ্ছিল ৷ পেচারথালে নাকা চেকিংয়ের সময় গাড়িটিকে দাঁড় করায় পুলিশ ৷ ট্যাঙ্কারের মধ্যে থেকে হাজার হাজার কেজির গাঁজা উদ্ধার হয় ৷ বিভিন্ন ধরনের গাঁজা পাওয়া গিয়েছে ৷" তিনি আরও জানান, একটি মামলা দায়ের করা হবে ৷ এরপর তদন্ত করে জানা যাবে, কোথা থেকে এই গাঁজা আসছিল এবং তা কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল ৷ প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, সেটি ত্রিপুরার খোয়াই থেকে অসমের গুয়াহাটিতে যাচ্ছিল ৷
দিন কয়েক আগে শিলিগুড়িতেই একটি গাঁজা চক্রকে হাতেনাতে ধরেছে পুলিশ ৷ শিলিগুড়িতে ভক্তিনগরের খোলাচাঁদ ফাঁপড়ি এলাকায় বাড়ির পিছন দিকে গাঁজা চাষ করা হচ্ছিল ৷ তারপর তা শুকিয়ে যত্ন করে কেটে প্যাকেটজাত করা হত এবং ক্রেতারা বাড়িতে এসে কিনে নিয়ে যেত গাঁজার প্যাকেট ৷ তাই বাড়ি থেকে চলত গাঁজার কারবার ৷ গোপন সূত্রে পুলিশ এই খবর পেয়ে অভিযান চালায় ৷ শম্ভু মণ্ডল নামে এক ব্যক্তিকে এই ঘটনায় গ্রেফতার করে পুলিশ ৷ আপাতত তাকে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত ৷