আগরতলা, 4 অগাস্ট : ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব কোয়ারানটিনে গেলেন ৷ তাঁর নিজের পরিবারের দুজনের শরীরে ধরা পড়েছে কোরোনা সংক্রমণ। এরপরই মুখ্যমন্ত্রী বিপ্লব দেব নিজেকে সেলফ আইসোলশন করলেন । তিনি সোমবার রাতে টুইট করে এই খবর জানিয়েছেন।
মুখ্যমন্ত্রীর পরিবারের সকল সদস্যের সোয়াব পরীক্ষা হয় ৷ পরিবারের দুজন বাদে বাকিদের সোয়াব রিপোর্ট নেগেটিভ আসে ৷ তাঁর পরিবারের দুজনের রিপোর্ট পজ়িটিভ আসায় তিনি নিজেকে আইসোলেশন করলেন৷ তাঁরও সোয়াব পরীক্ষা হয়েছে ৷ কিন্তু তার রিপোর্ট এখনও আসেনি ৷
মুখ্যমন্ত্রী বিপ্লব দেব টুইটে জানিয়েছেন, তাঁর পরিবারে দুজন বাদে বাকি সকল সদস্যের কোভিড রিপোর্ট নেগেটিভ এসেছে। তিনিও কোরোনা পরীক্ষা করিয়েছেন। কিন্তু তিনি তাঁর রিপোর্টের জন্য অপেক্ষা করছেন। তাই আপাতত নিজেকে সেলফ আইসোলেশনেই রেখেছেন । কোরোনায় আক্রান্ত পরিবারের সদস্যদের সুস্থতার জন্য তিনি প্রার্থনা করছেন বলে টুইটে জানান ৷
এদিকে কোরোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভরতি আছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ ৷ কর্নাটকের মুখ্য়মন্ত্রী বি এস ইয়েদুরাপ্পাও কোরোনা আক্রান্ত হয়েছেন ৷ তাছাড়া মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানও কোরোনায় আক্রান্ত হয়েছেন ৷