ETV Bharat / state

Sudip Roy Barman Quits BJP : ত্রিপুরা বিজেপিতে ভাঙন, অনুগামীকে নিয়ে দল ছাড়লেন সুদীপ - ত্রিপুরা বিজেপিতে ভাঙন

সুদীপ রায়বর্মন ত্রিপুরার রাজনীতিতে হেভিওয়েট বলে পরিচিত ৷ তিনি বিজেপি ছেড়ে (Sudip Roy Barman Quits BJP) কোন দলে যোগ দেন, সেই দিকেই তাকিয়ে রাজনৈতিক মহল ৷

tripura bjp leader sudip roy barman left party with his close associate
Sudip Roy Barman Quits BJP : ত্রিপুরা বিজেপিতে ভাঙন, অনুগামীকে নিয়ে দল ছাড়লেন সুদীপ
author img

By

Published : Feb 7, 2022, 3:02 PM IST

আগরতলা, 7 ফেব্রুয়ারি : ত্রিপুরা বিজেপিতে বড় ভাঙন ৷ গেরুয়া শিবিরের সঙ্গে সম্পর্ক ত্যাগ করলেন সুদীপ রায়বর্মন ৷ তিনি বিধায়ক পদ থেকেও ইস্তফা দিয়েছেন ৷ তাঁর সঙ্গে বিজেপি ছেড়েছেন আশিসকুমার সাহা ৷ তিনিও বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েছেন ৷ আশিসকুমার সাহা সুদীপ রায়বর্মনের অনুগামী বলে পরিচিত ৷ সংবাদ সংস্থার তরফে এমনই খবর জানানো হয়েছে (tripura bjp leader sudip roy barman left party with his close associate) ৷

প্রসঙ্গত, সুদীপ রায়বর্মন (Tripura BJP Leader Sudip Roy Barman) ত্রিপুরার রাজনীতিতে হেভিওয়েট বলে পরিচিত ৷ তিনি একসময় কংগ্রেসে ছিলেন ৷ সেখান থেকে তৃণমূলে যোগ দেন ৷ তাঁর সঙ্গে আরও কয়েকজনও তৃণমূলে গিয়েছিলেন ৷ তার পর সেই বিধায়কদের নিয়েই তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়েছিলেন সুদীপ ৷ তখন তিনি ও তাঁর অনুগামীরা যে দলে গিয়েছেন, সেই দলই ত্রিপুরায় প্রধান বিরোধী দল হয়ে উঠেছে ৷

যদিও তার পর ত্রিপুরার রাজনীতিতে বদল আসে ৷ বাম জমানার অবসান ঘটিয়ে সরকার গড়ে বিজেপি ৷ মুখ্যমন্ত্রী হন বিপ্লব দেব ৷ সুদীপ রায়বর্মনও মন্ত্রী হন ৷ কিন্তু এরপর সময় যত এগিয়েছে, ততই সুদীপ-বিপ্লবের দূরত্ব ক্রমশ বেড়েছে ৷ পরিস্থিতি এমন একটা জায়গায় চলে যায়, সুদীপ মন্ত্রিত্ব ছাড়েন ৷ দলের অন্দরে ও বাইরে বিভিন্ন বিষয়ে সরব হন ৷

  • BJP MLA Sudip Roy Barman and his close associate Asish Kumar Saha tender their resignations from Tripura Legislative Assembly. They also resigned from the primary membership of the BJP. pic.twitter.com/3zNeqG5yLj

    — ANI (@ANI) February 7, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

রাজনৈতিক মহল তখন থেকেই অনুমান করছিল যে, বিজেপি ছাড়বেন সুদীপ ৷ শেষ পর্যন্ত সোমবার সেটাই ঘটল ৷ এখন প্রশ্ন উঠছে যে, তিনি এবার কোন দলে যোগদান করবেন ? সংবাদসংস্থার দাবি, সুদীপ দল ও বিজেপি ছেড়ে আশিসকুমার সাহাকে নিয়ে দিল্লির উদ্দেশে রওনা দিয়েছেন ৷

এখানে উল্লেখ করা প্রয়োজন, গত কয়েকমাস ধরে ত্রিপুরায় নতুন করে শক্তিবৃদ্ধি করতে শুরু করেছে তৃণমূল ৷ নভেম্বরে ত্রিপুরায় পৌরভোটে লড়েছে তৃণমূল ৷ বিজেপি ছেড়ে অনেকেই ইতিমধ্যে তৃণমূলে যোগ দিয়েছেন ৷ ফলে সুদীপও একই পথের পথিক হন কি না, সেটাই দেখার !

আরও পড়ুন : Tripura-TMC : ত্রিপুরায় বেসুরো সুদীপ, টুইটে বিজেপিকে কটাক্ষ কুণালের

আগরতলা, 7 ফেব্রুয়ারি : ত্রিপুরা বিজেপিতে বড় ভাঙন ৷ গেরুয়া শিবিরের সঙ্গে সম্পর্ক ত্যাগ করলেন সুদীপ রায়বর্মন ৷ তিনি বিধায়ক পদ থেকেও ইস্তফা দিয়েছেন ৷ তাঁর সঙ্গে বিজেপি ছেড়েছেন আশিসকুমার সাহা ৷ তিনিও বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েছেন ৷ আশিসকুমার সাহা সুদীপ রায়বর্মনের অনুগামী বলে পরিচিত ৷ সংবাদ সংস্থার তরফে এমনই খবর জানানো হয়েছে (tripura bjp leader sudip roy barman left party with his close associate) ৷

প্রসঙ্গত, সুদীপ রায়বর্মন (Tripura BJP Leader Sudip Roy Barman) ত্রিপুরার রাজনীতিতে হেভিওয়েট বলে পরিচিত ৷ তিনি একসময় কংগ্রেসে ছিলেন ৷ সেখান থেকে তৃণমূলে যোগ দেন ৷ তাঁর সঙ্গে আরও কয়েকজনও তৃণমূলে গিয়েছিলেন ৷ তার পর সেই বিধায়কদের নিয়েই তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়েছিলেন সুদীপ ৷ তখন তিনি ও তাঁর অনুগামীরা যে দলে গিয়েছেন, সেই দলই ত্রিপুরায় প্রধান বিরোধী দল হয়ে উঠেছে ৷

যদিও তার পর ত্রিপুরার রাজনীতিতে বদল আসে ৷ বাম জমানার অবসান ঘটিয়ে সরকার গড়ে বিজেপি ৷ মুখ্যমন্ত্রী হন বিপ্লব দেব ৷ সুদীপ রায়বর্মনও মন্ত্রী হন ৷ কিন্তু এরপর সময় যত এগিয়েছে, ততই সুদীপ-বিপ্লবের দূরত্ব ক্রমশ বেড়েছে ৷ পরিস্থিতি এমন একটা জায়গায় চলে যায়, সুদীপ মন্ত্রিত্ব ছাড়েন ৷ দলের অন্দরে ও বাইরে বিভিন্ন বিষয়ে সরব হন ৷

  • BJP MLA Sudip Roy Barman and his close associate Asish Kumar Saha tender their resignations from Tripura Legislative Assembly. They also resigned from the primary membership of the BJP. pic.twitter.com/3zNeqG5yLj

    — ANI (@ANI) February 7, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

রাজনৈতিক মহল তখন থেকেই অনুমান করছিল যে, বিজেপি ছাড়বেন সুদীপ ৷ শেষ পর্যন্ত সোমবার সেটাই ঘটল ৷ এখন প্রশ্ন উঠছে যে, তিনি এবার কোন দলে যোগদান করবেন ? সংবাদসংস্থার দাবি, সুদীপ দল ও বিজেপি ছেড়ে আশিসকুমার সাহাকে নিয়ে দিল্লির উদ্দেশে রওনা দিয়েছেন ৷

এখানে উল্লেখ করা প্রয়োজন, গত কয়েকমাস ধরে ত্রিপুরায় নতুন করে শক্তিবৃদ্ধি করতে শুরু করেছে তৃণমূল ৷ নভেম্বরে ত্রিপুরায় পৌরভোটে লড়েছে তৃণমূল ৷ বিজেপি ছেড়ে অনেকেই ইতিমধ্যে তৃণমূলে যোগ দিয়েছেন ৷ ফলে সুদীপও একই পথের পথিক হন কি না, সেটাই দেখার !

আরও পড়ুন : Tripura-TMC : ত্রিপুরায় বেসুরো সুদীপ, টুইটে বিজেপিকে কটাক্ষ কুণালের

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.