আগরতলা, 7 ফেব্রুয়ারি : ত্রিপুরা বিজেপিতে বড় ভাঙন ৷ গেরুয়া শিবিরের সঙ্গে সম্পর্ক ত্যাগ করলেন সুদীপ রায়বর্মন ৷ তিনি বিধায়ক পদ থেকেও ইস্তফা দিয়েছেন ৷ তাঁর সঙ্গে বিজেপি ছেড়েছেন আশিসকুমার সাহা ৷ তিনিও বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েছেন ৷ আশিসকুমার সাহা সুদীপ রায়বর্মনের অনুগামী বলে পরিচিত ৷ সংবাদ সংস্থার তরফে এমনই খবর জানানো হয়েছে (tripura bjp leader sudip roy barman left party with his close associate) ৷
প্রসঙ্গত, সুদীপ রায়বর্মন (Tripura BJP Leader Sudip Roy Barman) ত্রিপুরার রাজনীতিতে হেভিওয়েট বলে পরিচিত ৷ তিনি একসময় কংগ্রেসে ছিলেন ৷ সেখান থেকে তৃণমূলে যোগ দেন ৷ তাঁর সঙ্গে আরও কয়েকজনও তৃণমূলে গিয়েছিলেন ৷ তার পর সেই বিধায়কদের নিয়েই তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়েছিলেন সুদীপ ৷ তখন তিনি ও তাঁর অনুগামীরা যে দলে গিয়েছেন, সেই দলই ত্রিপুরায় প্রধান বিরোধী দল হয়ে উঠেছে ৷
যদিও তার পর ত্রিপুরার রাজনীতিতে বদল আসে ৷ বাম জমানার অবসান ঘটিয়ে সরকার গড়ে বিজেপি ৷ মুখ্যমন্ত্রী হন বিপ্লব দেব ৷ সুদীপ রায়বর্মনও মন্ত্রী হন ৷ কিন্তু এরপর সময় যত এগিয়েছে, ততই সুদীপ-বিপ্লবের দূরত্ব ক্রমশ বেড়েছে ৷ পরিস্থিতি এমন একটা জায়গায় চলে যায়, সুদীপ মন্ত্রিত্ব ছাড়েন ৷ দলের অন্দরে ও বাইরে বিভিন্ন বিষয়ে সরব হন ৷
-
BJP MLA Sudip Roy Barman and his close associate Asish Kumar Saha tender their resignations from Tripura Legislative Assembly. They also resigned from the primary membership of the BJP. pic.twitter.com/3zNeqG5yLj
— ANI (@ANI) February 7, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
">BJP MLA Sudip Roy Barman and his close associate Asish Kumar Saha tender their resignations from Tripura Legislative Assembly. They also resigned from the primary membership of the BJP. pic.twitter.com/3zNeqG5yLj
— ANI (@ANI) February 7, 2022BJP MLA Sudip Roy Barman and his close associate Asish Kumar Saha tender their resignations from Tripura Legislative Assembly. They also resigned from the primary membership of the BJP. pic.twitter.com/3zNeqG5yLj
— ANI (@ANI) February 7, 2022
রাজনৈতিক মহল তখন থেকেই অনুমান করছিল যে, বিজেপি ছাড়বেন সুদীপ ৷ শেষ পর্যন্ত সোমবার সেটাই ঘটল ৷ এখন প্রশ্ন উঠছে যে, তিনি এবার কোন দলে যোগদান করবেন ? সংবাদসংস্থার দাবি, সুদীপ দল ও বিজেপি ছেড়ে আশিসকুমার সাহাকে নিয়ে দিল্লির উদ্দেশে রওনা দিয়েছেন ৷
এখানে উল্লেখ করা প্রয়োজন, গত কয়েকমাস ধরে ত্রিপুরায় নতুন করে শক্তিবৃদ্ধি করতে শুরু করেছে তৃণমূল ৷ নভেম্বরে ত্রিপুরায় পৌরভোটে লড়েছে তৃণমূল ৷ বিজেপি ছেড়ে অনেকেই ইতিমধ্যে তৃণমূলে যোগ দিয়েছেন ৷ ফলে সুদীপও একই পথের পথিক হন কি না, সেটাই দেখার !
আরও পড়ুন : Tripura-TMC : ত্রিপুরায় বেসুরো সুদীপ, টুইটে বিজেপিকে কটাক্ষ কুণালের