ETV Bharat / state

Tripura-TMC : ত্রিপুরায় বেসুরো সুদীপ, টুইটে বিজেপিকে কটাক্ষ কুণালের - Sudip Roy Barman

ত্রিপুরার সরকারি চাকরির পরীক্ষা নেওয়া হবে ৷ তার কিছু নিয়ম নিয়ে আপত্তি তুলেছেন বিজেপি বিধায়ক সুদীপ রায়বর্মন ৷ তাঁর আপত্তিকে সামনে রেখে ফের বিজেপির বিরুদ্ধে সরব হল তৃণমূল কংগ্রেস ৷

tmc leader kunal tweeted a post of tripura bjp mla sudip roy barman on which he criticize biplab deb government
Tripura-TMC : বিপ্লবের বিরুদ্ধে সরব সুদীপ, টুইটে সমর্থন কুণালের
author img

By

Published : Aug 20, 2021, 1:18 PM IST

কলকাতা, 20 অগস্ট : ত্রিপুরা (Tripura) দখলে মরিয়া তৃণমূল ৷ আর সেই প্রক্রিয়ায় বিজেপির (BJP) ঘর ভাঙাতেও পিছপা নয় পশ্চিমবঙ্গের শাসকদল ৷ তাই বিজেপির অন্দরে কোনও বিদ্রোহের ফুলকি দেখা গেলেই, তা নিয়ে হইচই শুরু করে দিচ্ছেন ঘাসফুল শিবিরের নেতারা ৷ যেমন আজ শুক্রবার সরব হলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh) ৷

এদিন তিনি হাতিয়ার করেছেন ত্রিপুরায় বিজেপি সরকারের প্রাক্তন মন্ত্রী তথা বিধায়ক সুদীপ রায়বর্মনের (Sudip Roy Barman) একটি সোশ্যাল-পোস্টকে ৷ যে পোস্টটিতে ত্রিপুরা সরকারের তরফ থেকে ঘোষণা হওয়া সরকারি চাকরির পরীক্ষা নিয়ে কিছু আপত্তি তোলা হয়েছে ৷ সরকারি সিদ্ধান্তকে অযৌক্তিক বলে দাবি করা হয়েছে৷ তাই তিনি সরকারের কাছে এই পরীক্ষা বাতিলের দাবি জানিয়েছেন ৷

tmc leader kunal tweeted a post of tripura bjp mla sudip roy barman on which he criticize biplab deb government
বিজেপি বিধায়ক সুদীপ রায় বর্মনের টুইট

আরও পড়ুন : Arun Chandra Bhowmik : তালিবানি কায়দায় তৃণমূলকে আক্রমণের ডাক ত্রিপুরার বিজেপি বিধায়কের

ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের (Biplab Deb) সঙ্গে সুদীপ রায়বর্মনের ‘মধুর’ সম্পর্কের কথা সকলেরই জানা ৷ তাই এই পোস্ট করে যে আসলে বিপ্লবকেই কাঠগড়ায় তুলেছেন সুদীপ, তা স্পষ্ট হয়ে যাচ্ছে বলে মত রাজনৈতিক পর্যবেক্ষকদের ৷

আরও পড়ুন : Saayoni Ghosh: হোটেলে পাওয়ার কাট, কথা বলতেও বাধা ! ত্রিপুরায় বিজেপিকে তুলোধোনা সায়নীর

তাই ত্রিপুরা বিজেপির দুই হেভিওয়েট নেতার টানাপোড়েনকেই হাতিয়ার করেছেন তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) মুখপাত্র কুণাল ঘোষ ৷ তাই তিনি টুইটারে লিখেছেন, ‘‘সরকারি চাকরির পরীক্ষা নিয়ে বিজেপি বিধায়ক সুদীপ বর্মনের পোস্ট । কী অবস্থা ! মুখ্যমন্ত্রীকে জরুরি বিষয় বলার সুযোগ দলের সিনিয়র বিধায়কেরই নেই । পোস্ট করতে হয় ।’’ সঙ্গে জুড়ে দিয়েছেন সুদীপ রায়বর্মনের পোস্টের একটি লিঙ্ক ৷

আরও পড়ুন : TMC in Tripura : ত্রিপুরা আদালতে স্বস্তি তৃণমূলের, অভিষেকদের বিরুদ্ধে মামলায় ভিডিয়ো রেকর্ড তলব

প্রসঙ্গত, সুদীপ রায়বর্মন এক সময় কংগ্রেস (Congress) বিধায়ক ছিলেন ৷ আচমকা তিনি দল পরিবর্তন করে তৃণমূলে যোগদান করেন ৷ তার পর উত্তর-পূর্ব ভারতের (North East India) ওই রাজ্যে তৃণমূল কংগ্রেস বিরোধী দল হয়ে যায় ৷ কিন্তু কয়েক মাসের মধ্যে সুদীপ দলবল নিয়ে চলে যান বিজেপিতে ৷ সেই দলবদলে অনুঘটক মুকুল রায় (Mukul Roy) ছিলেন বলে মত রাজনৈতিক মহলের ৷ কারণ, তার কিছুদিন আগেই মুকুল তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন ৷

কিন্তু সাড়ে তিন বছর বিজেপিতে কাটানোর পর মুকুল রায় আবার ফিরেছেন তৃণমূল কংগ্রেসে ৷ তাই সুদীপও এবার দলবদল নিয়ে তৃণমূলে ফিরবেন বলে অনেকে মনে করেছিলেন ৷ তবে সেই সম্ভাবনা এখনও সত্যি হয়নি ৷ সেই প্রেক্ষাপটে সুদীপের সাম্প্রতিক সোশ্যাল পোস্ট যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে ৷

আরও পড়ুন : Khela Hobe Dibas : আজ বাংলা, ত্রিপুরা সহ 15টি রাজ্যে 'খেলা হবে'

যদিও রাজনৈতিক মহলের অন্য একটি অংশের মতে, সুদীপ রায়বর্মনের সঙ্গে বিপ্লব দেবের বিবাদ আজকের নয় ৷ এই বিবাদের জেরেই বিপ্লবের মন্ত্রিসভা থেকে সরে যান সুদীপ ৷ তার পর থেকে দলের অন্দরে বহুবার সরব হয়েছেন তিনি ৷ তাই তিনি বিজেপি ছেড়ে যে এখনই তৃণমূলে ফিরে আসবেন, এমন পরিস্থিতি নাও তৈরি হতে পারে ৷

তবে হাল ছাড়তে নারাজ তৃণমূল কংগ্রেস ৷ পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটে (West Bengal Assembly Election 2021) বিজেপিকে ঠেকিয়ে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) দল এখন আত্মবিশ্বাসের তুঙ্গে রয়েছে ৷ সারা দেশে তারা নিজেদের বিজেপির একমাত্র প্রতিপক্ষ হিসেবে তুলে ধরতে চাইছে ৷ বিশেষ করে উত্তর-পূর্ব ভারতে তাদের নজর অনেক বেশি ৷

আরও পড়ুন : Mamata on BJP : জঙ্গলের রাজত্ব নয়, শেষ কথা বলবে মানুষ ; ত্রিপুরা নিয়ে হুঁশিয়ারি মমতার

তাই বারবার ত্রিপুরায় ছুটে যাচ্ছেন ঘাসফুল শিবিরের নেতারা ৷ সেখানে গিয়ে তাঁরা একাধিকবার আক্রান্ত হয়েছেন ৷ ফলে সেখানে বিজেপি বিরোধিতার তীব্রতা অনেক বাড়িয়েছে মমতার দল ৷ তার উপর উত্তর-পূর্ব ভারতের প্রবাদপ্রতীম নেতা প্রয়াত সন্তোষমোহন দেবের কন্যা সুস্মিতা দেব (Sushmita Dev) সম্প্রতি কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন ৷ তাঁকেও এই লড়াইয়ে সামিল করতে পারে বঙ্গের শাসকদল ৷

ফলে গত কয়েকমাস বঙ্গ-রাজনীতিতে বিজেপি ও তৃণমূলের লড়াইয়ে যে টানটান উত্তেজনার পরিস্থিতি ছিল, এবার তার এপিসেন্টার আগরতলায় সরে গিয়েছে ৷ বাংলার লড়াইয়ে তৃণমূল জিতেছে ৷ এখন দেখার ত্রিপুরায় কী হয় !

আরও পড়ুন : Tripura TMC : ধমকানো-চমকানোয় ভয় নেই; মমতার হয়ে খেলতে আগরতলায় ব্রাত্য-কাকলিরা

কলকাতা, 20 অগস্ট : ত্রিপুরা (Tripura) দখলে মরিয়া তৃণমূল ৷ আর সেই প্রক্রিয়ায় বিজেপির (BJP) ঘর ভাঙাতেও পিছপা নয় পশ্চিমবঙ্গের শাসকদল ৷ তাই বিজেপির অন্দরে কোনও বিদ্রোহের ফুলকি দেখা গেলেই, তা নিয়ে হইচই শুরু করে দিচ্ছেন ঘাসফুল শিবিরের নেতারা ৷ যেমন আজ শুক্রবার সরব হলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh) ৷

এদিন তিনি হাতিয়ার করেছেন ত্রিপুরায় বিজেপি সরকারের প্রাক্তন মন্ত্রী তথা বিধায়ক সুদীপ রায়বর্মনের (Sudip Roy Barman) একটি সোশ্যাল-পোস্টকে ৷ যে পোস্টটিতে ত্রিপুরা সরকারের তরফ থেকে ঘোষণা হওয়া সরকারি চাকরির পরীক্ষা নিয়ে কিছু আপত্তি তোলা হয়েছে ৷ সরকারি সিদ্ধান্তকে অযৌক্তিক বলে দাবি করা হয়েছে৷ তাই তিনি সরকারের কাছে এই পরীক্ষা বাতিলের দাবি জানিয়েছেন ৷

tmc leader kunal tweeted a post of tripura bjp mla sudip roy barman on which he criticize biplab deb government
বিজেপি বিধায়ক সুদীপ রায় বর্মনের টুইট

আরও পড়ুন : Arun Chandra Bhowmik : তালিবানি কায়দায় তৃণমূলকে আক্রমণের ডাক ত্রিপুরার বিজেপি বিধায়কের

ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের (Biplab Deb) সঙ্গে সুদীপ রায়বর্মনের ‘মধুর’ সম্পর্কের কথা সকলেরই জানা ৷ তাই এই পোস্ট করে যে আসলে বিপ্লবকেই কাঠগড়ায় তুলেছেন সুদীপ, তা স্পষ্ট হয়ে যাচ্ছে বলে মত রাজনৈতিক পর্যবেক্ষকদের ৷

আরও পড়ুন : Saayoni Ghosh: হোটেলে পাওয়ার কাট, কথা বলতেও বাধা ! ত্রিপুরায় বিজেপিকে তুলোধোনা সায়নীর

তাই ত্রিপুরা বিজেপির দুই হেভিওয়েট নেতার টানাপোড়েনকেই হাতিয়ার করেছেন তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) মুখপাত্র কুণাল ঘোষ ৷ তাই তিনি টুইটারে লিখেছেন, ‘‘সরকারি চাকরির পরীক্ষা নিয়ে বিজেপি বিধায়ক সুদীপ বর্মনের পোস্ট । কী অবস্থা ! মুখ্যমন্ত্রীকে জরুরি বিষয় বলার সুযোগ দলের সিনিয়র বিধায়কেরই নেই । পোস্ট করতে হয় ।’’ সঙ্গে জুড়ে দিয়েছেন সুদীপ রায়বর্মনের পোস্টের একটি লিঙ্ক ৷

আরও পড়ুন : TMC in Tripura : ত্রিপুরা আদালতে স্বস্তি তৃণমূলের, অভিষেকদের বিরুদ্ধে মামলায় ভিডিয়ো রেকর্ড তলব

প্রসঙ্গত, সুদীপ রায়বর্মন এক সময় কংগ্রেস (Congress) বিধায়ক ছিলেন ৷ আচমকা তিনি দল পরিবর্তন করে তৃণমূলে যোগদান করেন ৷ তার পর উত্তর-পূর্ব ভারতের (North East India) ওই রাজ্যে তৃণমূল কংগ্রেস বিরোধী দল হয়ে যায় ৷ কিন্তু কয়েক মাসের মধ্যে সুদীপ দলবল নিয়ে চলে যান বিজেপিতে ৷ সেই দলবদলে অনুঘটক মুকুল রায় (Mukul Roy) ছিলেন বলে মত রাজনৈতিক মহলের ৷ কারণ, তার কিছুদিন আগেই মুকুল তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন ৷

কিন্তু সাড়ে তিন বছর বিজেপিতে কাটানোর পর মুকুল রায় আবার ফিরেছেন তৃণমূল কংগ্রেসে ৷ তাই সুদীপও এবার দলবদল নিয়ে তৃণমূলে ফিরবেন বলে অনেকে মনে করেছিলেন ৷ তবে সেই সম্ভাবনা এখনও সত্যি হয়নি ৷ সেই প্রেক্ষাপটে সুদীপের সাম্প্রতিক সোশ্যাল পোস্ট যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে ৷

আরও পড়ুন : Khela Hobe Dibas : আজ বাংলা, ত্রিপুরা সহ 15টি রাজ্যে 'খেলা হবে'

যদিও রাজনৈতিক মহলের অন্য একটি অংশের মতে, সুদীপ রায়বর্মনের সঙ্গে বিপ্লব দেবের বিবাদ আজকের নয় ৷ এই বিবাদের জেরেই বিপ্লবের মন্ত্রিসভা থেকে সরে যান সুদীপ ৷ তার পর থেকে দলের অন্দরে বহুবার সরব হয়েছেন তিনি ৷ তাই তিনি বিজেপি ছেড়ে যে এখনই তৃণমূলে ফিরে আসবেন, এমন পরিস্থিতি নাও তৈরি হতে পারে ৷

তবে হাল ছাড়তে নারাজ তৃণমূল কংগ্রেস ৷ পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটে (West Bengal Assembly Election 2021) বিজেপিকে ঠেকিয়ে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) দল এখন আত্মবিশ্বাসের তুঙ্গে রয়েছে ৷ সারা দেশে তারা নিজেদের বিজেপির একমাত্র প্রতিপক্ষ হিসেবে তুলে ধরতে চাইছে ৷ বিশেষ করে উত্তর-পূর্ব ভারতে তাদের নজর অনেক বেশি ৷

আরও পড়ুন : Mamata on BJP : জঙ্গলের রাজত্ব নয়, শেষ কথা বলবে মানুষ ; ত্রিপুরা নিয়ে হুঁশিয়ারি মমতার

তাই বারবার ত্রিপুরায় ছুটে যাচ্ছেন ঘাসফুল শিবিরের নেতারা ৷ সেখানে গিয়ে তাঁরা একাধিকবার আক্রান্ত হয়েছেন ৷ ফলে সেখানে বিজেপি বিরোধিতার তীব্রতা অনেক বাড়িয়েছে মমতার দল ৷ তার উপর উত্তর-পূর্ব ভারতের প্রবাদপ্রতীম নেতা প্রয়াত সন্তোষমোহন দেবের কন্যা সুস্মিতা দেব (Sushmita Dev) সম্প্রতি কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন ৷ তাঁকেও এই লড়াইয়ে সামিল করতে পারে বঙ্গের শাসকদল ৷

ফলে গত কয়েকমাস বঙ্গ-রাজনীতিতে বিজেপি ও তৃণমূলের লড়াইয়ে যে টানটান উত্তেজনার পরিস্থিতি ছিল, এবার তার এপিসেন্টার আগরতলায় সরে গিয়েছে ৷ বাংলার লড়াইয়ে তৃণমূল জিতেছে ৷ এখন দেখার ত্রিপুরায় কী হয় !

আরও পড়ুন : Tripura TMC : ধমকানো-চমকানোয় ভয় নেই; মমতার হয়ে খেলতে আগরতলায় ব্রাত্য-কাকলিরা

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.