আগরতলা, 18 এপ্রিল: দেশের উত্তরপূর্বে তাপপ্রবাহ জারি ৷ তাপমাত্রা ঊর্ধ্বমুখী ৷ এই দাবদাহে বাংলায় স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল সরকার ৷ একই পথে হাঁটল ত্রিপুরায় বিজেপি সরকারও ৷ সোমবার মাণিক সরকার ঘোষণা করেছেন, 18 এপ্রিল অর্থাৎ আজ থেকে 23 এপ্রিল পর্যন্ত রাজ্যে সব স্কুল বন্ধ থাকবে ৷
এপ্রিলের মাঝামাঝি শুষ্ক গরমের দাপটে তাপমাত্রা স্বাভাবিকের থেকে 6 ডিগ্রি বেশি হয়ে গিয়েছে ৷ খুবই খারাপ অবস্থা এই রাজ্যের ৷ উত্তরপূর্বের রাজ্যগুলিতে তাপমাত্রার নিরিখে প্রথম স্থানে অসমের গুয়াহাটি ৷ তারপরেই ত্রিপুরা ৷ আবহাওয়া দফতরের পূর্বাভাস, উত্তরপূর্বের এই দাবদাহ আগামী দিনগুলিতেও চলবে ৷ এখনই আবহাওয়া পরিবর্তনের কোনও সম্ভাবনা দেয়নি তারা ৷ এই অবস্থায় পড়ুয়াদের স্বাস্থ্যের কথা ভেবে তাই রাজ্যের সব স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা ৷
তিনি সামাজিক মাধ্যমে লেখেন, "রাজ্যজুড়ে অতিরিক্ত তাপপ্রবাহের কারণে ছাত্র-ছাত্রীদের স্বাস্থ্যের উপর প্রভাব পড়তে পারে ৷ এই বিষয়টি বিবেচনায় রেখে আগামী 18 এপ্রিল, 2023 থেকে 23 এপ্রিল, 2023 পর্যন্ত রাজ্যের সমস্ত সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত বিদ্যালয় বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করেছে রাজ্য সরকার ।" পাশাপাশি তিনি আবেদন জানিয়েছেন, "রাজ্যের সমস্ত বেসরকারি বিদ্যালয়ের কর্তৃপক্ষের কাছেও এই সময়কালে স্কুল বন্ধ রাখার অনুরোধ জানানো হয়েছে ৷"
-
পাশাপাশি রাজ্যের সমস্ত বেসরকারি বিদ্যালয়ের কর্তৃপক্ষের কাছেও এই সময়কালে স্কুল বন্ধ রাখার অনুরোধ জানানো হয়েছে।
— Prof.(Dr.) Manik Saha (@DrManikSaha2) April 17, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">পাশাপাশি রাজ্যের সমস্ত বেসরকারি বিদ্যালয়ের কর্তৃপক্ষের কাছেও এই সময়কালে স্কুল বন্ধ রাখার অনুরোধ জানানো হয়েছে।
— Prof.(Dr.) Manik Saha (@DrManikSaha2) April 17, 2023পাশাপাশি রাজ্যের সমস্ত বেসরকারি বিদ্যালয়ের কর্তৃপক্ষের কাছেও এই সময়কালে স্কুল বন্ধ রাখার অনুরোধ জানানো হয়েছে।
— Prof.(Dr.) Manik Saha (@DrManikSaha2) April 17, 2023
গত সপ্তাহে প্রতিদিনই রাজ্যে দিনের সর্বোচ্চ তাপমাত্রা বেড়ে চলেছে ৷ আগামী পাঁচদিনও একই অবস্থা বজায় থাকবে অর্থাৎ পারদ স্বাভাবিকের থেকে চড়বে ৷ আইএমডি আগরতলা জানিয়েছে, তাপমাত্রা ঊর্ধ্বমুখী ৷ 39 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে এবং 40 ডিগ্রি ছোঁবে ৷ আঞ্চলিক হাওয়া অফিসের পূর্বাভাস, "তাপমাত্রা হয়তো শীঘ্রই 40 ডিগ্রিতে পৌঁছবে ৷ গতকাল তাপমাত্রা স্বাভাবিকের থেকে অনেক বেশি ছিল ৷ সর্বোচ্চ তাপমাত্রা 38.9 ডিগ্রি হয়েছিল ৷ আগামী পাঁচ দিন এই গরম আবহাওয়াই বজায় থাকবে ৷ যদিও আগামী পাঁচদিনে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই ৷"
আরও পড়ুন: তীব্র দাবদাহে মরছে একের পর এক মুরগি, মাথায় হাত পোলট্রি ব্যবসায়ীদের