ETV Bharat / state

Modi Slams Left-Congress: নিশানায় বাম-কংগ্রেস, মোদির কাছে ত্রিপুরায় কি গুরুত্বহীন তৃণমূল !

আগামী 16 ফেব্রুয়ারি ত্রিপুরায় বিধানসভা নির্বাচন (Tripura Assembly Elections 2023) ৷ তার আগে শনিবার ওই রাজ্যে নির্বাচনী প্রচার সারলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সেই সভা থেকে আক্রমণ শানালেন বাম ও কংগ্রেসের বিরুদ্ধে ৷ তবে একবারও উল্লেখ করলেন না তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) নাম ৷

PM Narendra Modi
PM Narendra Modi
author img

By

Published : Feb 11, 2023, 3:46 PM IST

আমবাসা (ত্রিপুরা), 11 ফেব্রুয়ারি: ত্রিপুরায় নির্বাচনী প্রচারে এসে বাম (Left Front) ও কংগ্রেসকে (Congress) নিশানা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) ৷ উত্তর পূর্ব ভারতের এই রাজ্যের ভোটারদের কাছে তাঁর বার্তা, বাম ও কংগ্রেসকে একটিও ভোট দেওয়া মানে তারা ত্রিপুরাকে আরও পিছনে ঠেলে দেবে ৷ শনিবার ত্রিপুরার আমবাসায় প্রধানমন্ত্রী নির্বাচনী জনসভা করেন ৷ সেই সভা থেকেই এই কথা বলেন তিনি ৷

ত্রিপুরায় দীর্ঘদিন ক্ষমতায় ছিল কংগ্রেস ও বামফ্রন্ট ৷ 2018 সালে এই রাজ্যে রাজনৈতিক পালাবদল হয় ৷ বিজেপির (BJP) সরকার তৈরি হয় ৷ পাঁচ বছর পর 2023 এ সেই সরকার টিকিয়ে রাখার লড়াইয়ে নেমেছে গেরুয়া শিবির ৷ তাই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) থেকে বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডা (JP Nadda) -সহ একাধিক হেভিওয়েট নেতা ইতিমধ্যেই প্রচারে নেমেছেন ৷ শনিবার আমবাসায় প্রথম সভা করলেন নরেন্দ্র মোদি ৷

ত্রিপুরার ধলাই জেলার ওই এলাকায় আয়োজিত সভা থেকে বাম ও কংগ্রেসকে আক্রমণ করেন মোদি ৷ তিনি বলেন, ‘‘কংগ্রেস ও বামেরা কেবল গরিবদের ঠকাতে জানে । তারা কখনোই গরিবদের জন্য চিন্তা করে না ৷ বিজেপি মানুষের সমস্ত সমস্যার সমাধানের জন্য দিনরাত কাজ করছে ।’’

গত পাঁচ বছরে ত্রিপুরার জন্য বিজেপি কী কী কাজ করেছে, সেই বিষয়টিও উল্লেখ করেন প্রধানমন্ত্রী ৷ ত্রিপুরার গ্রামে গ্রামে অপটিকাল ফাইবারের লাইন বসানোর কথাও বলেন ৷ সেই সূত্রেই তিনি দাবি করেন যে ত্রিপুরায় আগামিদিনে দক্ষিণ এশিয়ার গেটওয়ে হতে চলেছে ৷ অন্যদিকে তাঁর কটাক্ষ, আগে বামেদের ক্যাডারদেরই উন্নয়ন করা হত ৷ এখন আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে ৷ এখন সবাই উন্নয়নের আওতায় এসেছে ৷

ভাষণের একেবারে শেষ পর্যায়ে গিয়ে মোদি উল্লেখ করেন, কংগ্রেস ও বামেরা মানুষকে প্রতারিত করে ৷ এখন তাঁদের সঙ্গে হাত মিলিয়েছে আরও কয়েকটি দল ৷ তাদের ক্ষমতায় আনলে ত্রিপুরা আবার পিছিয়ে পড়বে ৷ মোদির এই বক্তব্য থেকেই প্রশ্ন উঠছে যে আরও কয়েকটি দল বলতে প্রধানমন্ত্রী কোন দলের কথা বললেন ? কারণ, 2018 সালের ভোটে বিজেপি ও সিপিএমের মধ্যে দ্বিমুখী লড়াই হয়েছিল ৷ কিন্তু এবার অন্যতম প্রতিপক্ষ তৃণমূল কংগ্রেস ৷

ইতিমধ্যে সেখানে প্রচার সেরেছেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee) ৷ শুক্রবার নির্বাচনী প্রচারে অংশ নেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) ৷ তাঁরা বিজেপির বিরুদ্ধেই আক্রমণ শানিয়েছেন ৷ অথচ মোদির মুখে একবারও শোনা গেল না তৃণমূলের নাম ৷ প্রশ্ন উঠছে, তাহলে কি প্রধানমন্ত্রী ভোটের এই লড়াইয়ে তৃণমূলকে গুরুত্বহীন মনে করছেন ? নাকি তিনি নাম উল্লেখ করে তৃণমূলের গুরুত্ব বৃদ্ধি করতে চাইলেন না !

আরও পড়ুন: ত্রিপুরা দক্ষিণ এশিয়ার গেটওয়ে হতে চলেছে, নির্বাচনী প্রচারে দাবি মোদির

আমবাসা (ত্রিপুরা), 11 ফেব্রুয়ারি: ত্রিপুরায় নির্বাচনী প্রচারে এসে বাম (Left Front) ও কংগ্রেসকে (Congress) নিশানা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) ৷ উত্তর পূর্ব ভারতের এই রাজ্যের ভোটারদের কাছে তাঁর বার্তা, বাম ও কংগ্রেসকে একটিও ভোট দেওয়া মানে তারা ত্রিপুরাকে আরও পিছনে ঠেলে দেবে ৷ শনিবার ত্রিপুরার আমবাসায় প্রধানমন্ত্রী নির্বাচনী জনসভা করেন ৷ সেই সভা থেকেই এই কথা বলেন তিনি ৷

ত্রিপুরায় দীর্ঘদিন ক্ষমতায় ছিল কংগ্রেস ও বামফ্রন্ট ৷ 2018 সালে এই রাজ্যে রাজনৈতিক পালাবদল হয় ৷ বিজেপির (BJP) সরকার তৈরি হয় ৷ পাঁচ বছর পর 2023 এ সেই সরকার টিকিয়ে রাখার লড়াইয়ে নেমেছে গেরুয়া শিবির ৷ তাই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) থেকে বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডা (JP Nadda) -সহ একাধিক হেভিওয়েট নেতা ইতিমধ্যেই প্রচারে নেমেছেন ৷ শনিবার আমবাসায় প্রথম সভা করলেন নরেন্দ্র মোদি ৷

ত্রিপুরার ধলাই জেলার ওই এলাকায় আয়োজিত সভা থেকে বাম ও কংগ্রেসকে আক্রমণ করেন মোদি ৷ তিনি বলেন, ‘‘কংগ্রেস ও বামেরা কেবল গরিবদের ঠকাতে জানে । তারা কখনোই গরিবদের জন্য চিন্তা করে না ৷ বিজেপি মানুষের সমস্ত সমস্যার সমাধানের জন্য দিনরাত কাজ করছে ।’’

গত পাঁচ বছরে ত্রিপুরার জন্য বিজেপি কী কী কাজ করেছে, সেই বিষয়টিও উল্লেখ করেন প্রধানমন্ত্রী ৷ ত্রিপুরার গ্রামে গ্রামে অপটিকাল ফাইবারের লাইন বসানোর কথাও বলেন ৷ সেই সূত্রেই তিনি দাবি করেন যে ত্রিপুরায় আগামিদিনে দক্ষিণ এশিয়ার গেটওয়ে হতে চলেছে ৷ অন্যদিকে তাঁর কটাক্ষ, আগে বামেদের ক্যাডারদেরই উন্নয়ন করা হত ৷ এখন আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে ৷ এখন সবাই উন্নয়নের আওতায় এসেছে ৷

ভাষণের একেবারে শেষ পর্যায়ে গিয়ে মোদি উল্লেখ করেন, কংগ্রেস ও বামেরা মানুষকে প্রতারিত করে ৷ এখন তাঁদের সঙ্গে হাত মিলিয়েছে আরও কয়েকটি দল ৷ তাদের ক্ষমতায় আনলে ত্রিপুরা আবার পিছিয়ে পড়বে ৷ মোদির এই বক্তব্য থেকেই প্রশ্ন উঠছে যে আরও কয়েকটি দল বলতে প্রধানমন্ত্রী কোন দলের কথা বললেন ? কারণ, 2018 সালের ভোটে বিজেপি ও সিপিএমের মধ্যে দ্বিমুখী লড়াই হয়েছিল ৷ কিন্তু এবার অন্যতম প্রতিপক্ষ তৃণমূল কংগ্রেস ৷

ইতিমধ্যে সেখানে প্রচার সেরেছেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee) ৷ শুক্রবার নির্বাচনী প্রচারে অংশ নেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) ৷ তাঁরা বিজেপির বিরুদ্ধেই আক্রমণ শানিয়েছেন ৷ অথচ মোদির মুখে একবারও শোনা গেল না তৃণমূলের নাম ৷ প্রশ্ন উঠছে, তাহলে কি প্রধানমন্ত্রী ভোটের এই লড়াইয়ে তৃণমূলকে গুরুত্বহীন মনে করছেন ? নাকি তিনি নাম উল্লেখ করে তৃণমূলের গুরুত্ব বৃদ্ধি করতে চাইলেন না !

আরও পড়ুন: ত্রিপুরা দক্ষিণ এশিয়ার গেটওয়ে হতে চলেছে, নির্বাচনী প্রচারে দাবি মোদির

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.