কলকাতা, 12 অগস্ট : তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) তরুণ নেতা জয়া দত্ত, সুদীপ রাহা ও দেবাংশু ভট্টাচার্য-সহ বেশ কয়েকজনকে আবার গ্রেফতারের পরিকল্পনা করছে ত্রিপুরার (Tripura) পুলিশ ৷ বৃহস্পতিবার এই অভিযোগ তুললেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh) ৷ এদিন দু’টি টুইট করে এই অভিযোগ তুলেছেন তিনি ৷
আরও পড়ুন : Suvendu-Kunal : মমতাকে ‘মিথ্যাশ্রী’ দেওয়ার প্রস্তাব শুভেন্দুর, পাল্টা মিথ্যাবাদী বলে তোপ কুণালের
প্রথম টুইটে কুণাল ঘোষের দাবি, ত্রিপুরার আমবাসায় রাতভর পুলিশ তাণ্ডব চালিয়েছে ৷ তৃণমূল কংগ্রেসের নেতারা যে গাড়িতে ত্রিপুরায় ঘুরেছেন, সেই গাড়ির চালককে গ্রেফতার করা হয়েছে ৷ এছাড়া আরও বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে বলে তিনি অভিযোগ করেছেন ৷ এই সূত্রেই কুণাল ঘোষের দাবি, ‘‘জয়া, সুদীপ, দেবাংশু-সহ সেদিন জামিন প্রাপ্তদের নতুন করে গ্রেফতারের ছক ।’’
প্রসঙ্গত, সম্প্রতি ত্রিপুরায় আক্রান্ত হন জয়া দত্ত, সুদীপ রাহা ও দেবাংশু ভট্টাচার্যরা ৷ পরে আবার তাঁদেরই গ্রেফতার করা হয় ৷ সঙ্গে আরও কয়েকজনকে গ্রেফতার করা হয় ৷ পরে তাঁরা জামিন পান ৷ সুদীপ ও জয়া এখন কলকাতার এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন ৷ সেই ঘটনার রেশ টেনেই আবার তাঁদের গ্রেফতারের পরিকল্পনা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন কুণাল ঘোষ ৷
-
Tripura: আমবাসা। রাতভর পুলিশি তান্ডব। তৃণমূলের সেদিনের গাড়ির চালকসহ একাধিক গ্রেপ্তার। জয়া, সুদীপ, দেবাংশুসহ সেদিন জামিনপ্রাপ্তদের নতুন করে গ্রেপ্তারের ছক। ইতিমধ্যেই স্থানীয় দুজনের বাড়ি পুলিশ। রাতের অন্ধকারেই বিজেপির দলদাসদের অতিসক্রিয়তা।
— Kunal Ghosh (@KunalGhoshAgain) August 12, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
ভয় পেয়েছে বিজেপি।
">Tripura: আমবাসা। রাতভর পুলিশি তান্ডব। তৃণমূলের সেদিনের গাড়ির চালকসহ একাধিক গ্রেপ্তার। জয়া, সুদীপ, দেবাংশুসহ সেদিন জামিনপ্রাপ্তদের নতুন করে গ্রেপ্তারের ছক। ইতিমধ্যেই স্থানীয় দুজনের বাড়ি পুলিশ। রাতের অন্ধকারেই বিজেপির দলদাসদের অতিসক্রিয়তা।
— Kunal Ghosh (@KunalGhoshAgain) August 12, 2021
ভয় পেয়েছে বিজেপি।Tripura: আমবাসা। রাতভর পুলিশি তান্ডব। তৃণমূলের সেদিনের গাড়ির চালকসহ একাধিক গ্রেপ্তার। জয়া, সুদীপ, দেবাংশুসহ সেদিন জামিনপ্রাপ্তদের নতুন করে গ্রেপ্তারের ছক। ইতিমধ্যেই স্থানীয় দুজনের বাড়ি পুলিশ। রাতের অন্ধকারেই বিজেপির দলদাসদের অতিসক্রিয়তা।
— Kunal Ghosh (@KunalGhoshAgain) August 12, 2021
ভয় পেয়েছে বিজেপি।
আরও পড়ুন : TMC Tripura : গ্রেফতার আরও 5 তৃণমূল কর্মী, পাশে দাঁড়াতে ত্রিপুরায় মলয় ঘটক
এছাড়া তিনি ত্রিপুরার পুলিশকে বিজেপির (BJP) দলদাস বলে কটাক্ষ করেছেন ৷ রাতের অন্ধকারে সেখানে তৃণমূল কর্মীদের বাড়িতে পুলিশি হানা চলছে বলে অভিযোগ করেছেন ৷ সেই অভিযোগের স্বপক্ষে তিনি একটি ভিডিয়ো পোস্ট করে টুইট করেছেন ৷
-
Tripura: আমবাসা। রাতে তৃণমূল কর্মীদের বাড়ি বাড়ি পুলিশের হানা। তুলে নিয়ে যাওয়া। অন্ধকারে অতিসক্রিয়তা। অন্ধকারের জীবদের মতো আচরণ। গুন্ডারাজ, পুলিশরাজ দিয়ে মানুষের আন্দোলনকে ঠেকানো যাবে না।
— Kunal Ghosh (@KunalGhoshAgain) August 12, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
হামলা থেকে মামলা, যত এসব করবে, তত বোঝা যাবে, ভয় পেয়েছে বিজেপি। pic.twitter.com/d6SUmjeroI
">Tripura: আমবাসা। রাতে তৃণমূল কর্মীদের বাড়ি বাড়ি পুলিশের হানা। তুলে নিয়ে যাওয়া। অন্ধকারে অতিসক্রিয়তা। অন্ধকারের জীবদের মতো আচরণ। গুন্ডারাজ, পুলিশরাজ দিয়ে মানুষের আন্দোলনকে ঠেকানো যাবে না।
— Kunal Ghosh (@KunalGhoshAgain) August 12, 2021
হামলা থেকে মামলা, যত এসব করবে, তত বোঝা যাবে, ভয় পেয়েছে বিজেপি। pic.twitter.com/d6SUmjeroITripura: আমবাসা। রাতে তৃণমূল কর্মীদের বাড়ি বাড়ি পুলিশের হানা। তুলে নিয়ে যাওয়া। অন্ধকারে অতিসক্রিয়তা। অন্ধকারের জীবদের মতো আচরণ। গুন্ডারাজ, পুলিশরাজ দিয়ে মানুষের আন্দোলনকে ঠেকানো যাবে না।
— Kunal Ghosh (@KunalGhoshAgain) August 12, 2021
হামলা থেকে মামলা, যত এসব করবে, তত বোঝা যাবে, ভয় পেয়েছে বিজেপি। pic.twitter.com/d6SUmjeroI
সেই টুইটে তিনি লিখেছেন, ‘‘গুন্ডারাজ, পুলিশরাজ দিয়ে মানুষের আন্দোলনকে ঠেকানো যাবে না । হামলা থেকে মামলা, যত এসব করবে, তত বোঝা যাবে, ভয় পেয়েছে বিজেপি ।’’ যদিও এই নিয়ে বিজেপি বা ত্রিপুরা পুলিশ-প্রশাসনের তরফে কোনও প্রতিক্রিয়া এখনও পর্যন্ত পাওয়া যায়নি ৷
আরও পড়ুন : TMC Tripura : অভিষেকের বিরুদ্ধে মামলা ত্রিপুরা পুলিশের, এফআইআরে নাম কুণাল-ব্রাত্যদেরও