ETV Bharat / state

Tripura-TMC : জয়া-সুদীপ-দেবাংশুদের ফের গ্রেফতারির ছক ত্রিপুরা পুলিশের, টুইটারে সরব কুণাল - Kunal Ghsoh

জয়া দত্ত, সুদীপ রাহা ও দেবাংশু ভট্টাচার্য-সহ বেশ কয়েকজনকে ফের গ্রেফতারের পরিকল্পনা করছে ত্রিপুরার পুলিশ ৷ বৃহস্পতিবার টুইটারে এই অভিযোগ করলেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ ৷

kunal ghosh claims tripura police wants to arrest tmc leaders again
Tripura-TMC : জয়া-সুদীপ-দেবাংশুদের ফের গ্রেফতারির ছক ত্রিপুরা পুলিশের, টুইটারে সরব কুণাল
author img

By

Published : Aug 12, 2021, 3:02 PM IST

কলকাতা, 12 অগস্ট : তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) তরুণ নেতা জয়া দত্ত, সুদীপ রাহা ও দেবাংশু ভট্টাচার্য-সহ বেশ কয়েকজনকে আবার গ্রেফতারের পরিকল্পনা করছে ত্রিপুরার (Tripura) পুলিশ ৷ বৃহস্পতিবার এই অভিযোগ তুললেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh) ৷ এদিন দু’টি টুইট করে এই অভিযোগ তুলেছেন তিনি ৷

আরও পড়ুন : Suvendu-Kunal : মমতাকে ‘মিথ্যাশ্রী’ দেওয়ার প্রস্তাব শুভেন্দুর, পাল্টা মিথ্যাবাদী বলে তোপ কুণালের

প্রথম টুইটে কুণাল ঘোষের দাবি, ত্রিপুরার আমবাসায় রাতভর পুলিশ তাণ্ডব চালিয়েছে ৷ তৃণমূল কংগ্রেসের নেতারা যে গাড়িতে ত্রিপুরায় ঘুরেছেন, সেই গাড়ির চালককে গ্রেফতার করা হয়েছে ৷ এছাড়া আরও বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে বলে তিনি অভিযোগ করেছেন ৷ এই সূত্রেই কুণাল ঘোষের দাবি, ‘‘জয়া, সুদীপ, দেবাংশু-সহ সেদিন জামিন প্রাপ্তদের নতুন করে গ্রেফতারের ছক ।’’

প্রসঙ্গত, সম্প্রতি ত্রিপুরায় আক্রান্ত হন জয়া দত্ত, সুদীপ রাহা ও দেবাংশু ভট্টাচার্যরা ৷ পরে আবার তাঁদেরই গ্রেফতার করা হয় ৷ সঙ্গে আরও কয়েকজনকে গ্রেফতার করা হয় ৷ পরে তাঁরা জামিন পান ৷ সুদীপ ও জয়া এখন কলকাতার এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন ৷ সেই ঘটনার রেশ টেনেই আবার তাঁদের গ্রেফতারের পরিকল্পনা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন কুণাল ঘোষ ৷

  • Tripura: আমবাসা। রাতভর পুলিশি তান্ডব। তৃণমূলের সেদিনের গাড়ির চালকসহ একাধিক গ্রেপ্তার। জয়া, সুদীপ, দেবাংশুসহ সেদিন জামিনপ্রাপ্তদের নতুন করে গ্রেপ্তারের ছক। ইতিমধ্যেই স্থানীয় দুজনের বাড়ি পুলিশ। রাতের অন্ধকারেই বিজেপির দলদাসদের অতিসক্রিয়তা।
    ভয় পেয়েছে বিজেপি।

    — Kunal Ghosh (@KunalGhoshAgain) August 12, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : TMC Tripura : গ্রেফতার আরও 5 তৃণমূল কর্মী, পাশে দাঁড়াতে ত্রিপুরায় মলয় ঘটক

এছাড়া তিনি ত্রিপুরার পুলিশকে বিজেপির (BJP) দলদাস বলে কটাক্ষ করেছেন ৷ রাতের অন্ধকারে সেখানে তৃণমূল কর্মীদের বাড়িতে পুলিশি হানা চলছে বলে অভিযোগ করেছেন ৷ সেই অভিযোগের স্বপক্ষে তিনি একটি ভিডিয়ো পোস্ট করে টুইট করেছেন ৷

  • Tripura: আমবাসা। রাতে তৃণমূল কর্মীদের বাড়ি বাড়ি পুলিশের হানা। তুলে নিয়ে যাওয়া। অন্ধকারে অতিসক্রিয়তা। অন্ধকারের জীবদের মতো আচরণ। গুন্ডারাজ, পুলিশরাজ দিয়ে মানুষের আন্দোলনকে ঠেকানো যাবে না।
    হামলা থেকে মামলা, যত এসব করবে, তত বোঝা যাবে, ভয় পেয়েছে বিজেপি। pic.twitter.com/d6SUmjeroI

    — Kunal Ghosh (@KunalGhoshAgain) August 12, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

সেই টুইটে তিনি লিখেছেন, ‘‘গুন্ডারাজ, পুলিশরাজ দিয়ে মানুষের আন্দোলনকে ঠেকানো যাবে না । হামলা থেকে মামলা, যত এসব করবে, তত বোঝা যাবে, ভয় পেয়েছে বিজেপি ।’’ যদিও এই নিয়ে বিজেপি বা ত্রিপুরা পুলিশ-প্রশাসনের তরফে কোনও প্রতিক্রিয়া এখনও পর্যন্ত পাওয়া যায়নি ৷

আরও পড়ুন : TMC Tripura : অভিষেকের বিরুদ্ধে মামলা ত্রিপুরা পুলিশের, এফআইআরে নাম কুণাল-ব্রাত্যদেরও

কলকাতা, 12 অগস্ট : তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) তরুণ নেতা জয়া দত্ত, সুদীপ রাহা ও দেবাংশু ভট্টাচার্য-সহ বেশ কয়েকজনকে আবার গ্রেফতারের পরিকল্পনা করছে ত্রিপুরার (Tripura) পুলিশ ৷ বৃহস্পতিবার এই অভিযোগ তুললেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh) ৷ এদিন দু’টি টুইট করে এই অভিযোগ তুলেছেন তিনি ৷

আরও পড়ুন : Suvendu-Kunal : মমতাকে ‘মিথ্যাশ্রী’ দেওয়ার প্রস্তাব শুভেন্দুর, পাল্টা মিথ্যাবাদী বলে তোপ কুণালের

প্রথম টুইটে কুণাল ঘোষের দাবি, ত্রিপুরার আমবাসায় রাতভর পুলিশ তাণ্ডব চালিয়েছে ৷ তৃণমূল কংগ্রেসের নেতারা যে গাড়িতে ত্রিপুরায় ঘুরেছেন, সেই গাড়ির চালককে গ্রেফতার করা হয়েছে ৷ এছাড়া আরও বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে বলে তিনি অভিযোগ করেছেন ৷ এই সূত্রেই কুণাল ঘোষের দাবি, ‘‘জয়া, সুদীপ, দেবাংশু-সহ সেদিন জামিন প্রাপ্তদের নতুন করে গ্রেফতারের ছক ।’’

প্রসঙ্গত, সম্প্রতি ত্রিপুরায় আক্রান্ত হন জয়া দত্ত, সুদীপ রাহা ও দেবাংশু ভট্টাচার্যরা ৷ পরে আবার তাঁদেরই গ্রেফতার করা হয় ৷ সঙ্গে আরও কয়েকজনকে গ্রেফতার করা হয় ৷ পরে তাঁরা জামিন পান ৷ সুদীপ ও জয়া এখন কলকাতার এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন ৷ সেই ঘটনার রেশ টেনেই আবার তাঁদের গ্রেফতারের পরিকল্পনা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন কুণাল ঘোষ ৷

  • Tripura: আমবাসা। রাতভর পুলিশি তান্ডব। তৃণমূলের সেদিনের গাড়ির চালকসহ একাধিক গ্রেপ্তার। জয়া, সুদীপ, দেবাংশুসহ সেদিন জামিনপ্রাপ্তদের নতুন করে গ্রেপ্তারের ছক। ইতিমধ্যেই স্থানীয় দুজনের বাড়ি পুলিশ। রাতের অন্ধকারেই বিজেপির দলদাসদের অতিসক্রিয়তা।
    ভয় পেয়েছে বিজেপি।

    — Kunal Ghosh (@KunalGhoshAgain) August 12, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : TMC Tripura : গ্রেফতার আরও 5 তৃণমূল কর্মী, পাশে দাঁড়াতে ত্রিপুরায় মলয় ঘটক

এছাড়া তিনি ত্রিপুরার পুলিশকে বিজেপির (BJP) দলদাস বলে কটাক্ষ করেছেন ৷ রাতের অন্ধকারে সেখানে তৃণমূল কর্মীদের বাড়িতে পুলিশি হানা চলছে বলে অভিযোগ করেছেন ৷ সেই অভিযোগের স্বপক্ষে তিনি একটি ভিডিয়ো পোস্ট করে টুইট করেছেন ৷

  • Tripura: আমবাসা। রাতে তৃণমূল কর্মীদের বাড়ি বাড়ি পুলিশের হানা। তুলে নিয়ে যাওয়া। অন্ধকারে অতিসক্রিয়তা। অন্ধকারের জীবদের মতো আচরণ। গুন্ডারাজ, পুলিশরাজ দিয়ে মানুষের আন্দোলনকে ঠেকানো যাবে না।
    হামলা থেকে মামলা, যত এসব করবে, তত বোঝা যাবে, ভয় পেয়েছে বিজেপি। pic.twitter.com/d6SUmjeroI

    — Kunal Ghosh (@KunalGhoshAgain) August 12, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

সেই টুইটে তিনি লিখেছেন, ‘‘গুন্ডারাজ, পুলিশরাজ দিয়ে মানুষের আন্দোলনকে ঠেকানো যাবে না । হামলা থেকে মামলা, যত এসব করবে, তত বোঝা যাবে, ভয় পেয়েছে বিজেপি ।’’ যদিও এই নিয়ে বিজেপি বা ত্রিপুরা পুলিশ-প্রশাসনের তরফে কোনও প্রতিক্রিয়া এখনও পর্যন্ত পাওয়া যায়নি ৷

আরও পড়ুন : TMC Tripura : অভিষেকের বিরুদ্ধে মামলা ত্রিপুরা পুলিশের, এফআইআরে নাম কুণাল-ব্রাত্যদেরও

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.