আগরতলা, 12 ফেব্রুয়ারি: 1.32 কোটি টাকার সোনার বার উদ্ধার করল ত্রিপুরায় (Tripura News) মোতায়েন সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) ৷ এই ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে ৷ বাজেয়াপ্ত করা হয়েছে 2টি সোনার বার (Gold Seized in Tripura)।
বিএসএফ একটি প্রেস বিবৃতিতে জানিয়েছে, ত্রিপুরায় আন্তঃসীমান্ত চোরাচালান রুখতে ক্রমাগত 'বিশেষ অভিযান' চালায় বিএসএফ ৷ ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে আন্তঃসীমান্ত চোরাচালান রুখতে তৎপর সীমান্ত রক্ষী বাহিনী (BSF seizes Gold)৷
বিবৃতিতে জানানো হয়েছে, "এমনই ধারাবাহিক অভিযানের মধ্যে অন্যতম 11 ফেব্রুয়ারির অভিযান ৷ ডিআরআই-এর থেকে সোনার চোরাচালান হওয়ার খবর পায় বিএসএফ ৷ এরপর বিএসএফ-এর গোয়েন্দারা নিশ্চিত তথ্য পান যে, একটি যাত্রীবাহী বোলেরো পিকআপ ভ্যান, যার রেজিস্ট্রেশন নম্বর TR01D3893, সেটি সোনামুড়া থেকে আগরতলার দিকে বিদেশের সোনার বার নিয়ে যাচ্ছে । গোয়েন্দা সূত্রে এই খবর পেয়ে বিএসএফ-এর গোকুলনগর ক্যাম্পাসের কাছে 8 নম্বর জাতীয় সড়কের উপর 69 বিএন বিএসএফ বাহিনী সেকেরকোট বাজারের কাছে একটি মোবাইল চেক পোস্ট (MCP) স্থাপন করে ৷"
আরও পড়ুন: মুম্বই বিমানবন্দরে অন্তর্বাস থেকে উদ্ধার কোটি কোটি টাকার সোনা, গ্রেফতার 2
সেখানে তল্লাশি চালানোর সময়ই ওই বোলেরো গাড়িটিকে আটক করা হয়েছে বলে জানিয়েছে বিএসএফ । প্রাথমিক অনুসন্ধানের সময়, গাড়িতে কিছুই পাওয়া যায়নি । বিবৃতিতে বলা হয়, "যৌথ অভিযানের দল ফের গাড়িটিতে পুঙ্খানুপুঙ্খভাবে তল্লাশি চালায় এবং বিএসএফ গাড়ির মেকানিকের সক্রিয় সহায়তায় এবং দক্ষতায় গাড়িটির চালকের আসনের কাছে একটি গোপন গর্তে লুকনো অবস্থায় রাখা 2টি সোনার বার উদ্ধার করা হয় ৷ গাড়ির চালককে গ্রেফতার করা হয়েছে ৷ জানা গিয়েছে, তাঁর নাম নজরুল ইসলাম ৷ তিনি সিপাহীজলা জেলার শ্রীমন্তপুরের বাসিন্দা ৷