ETV Bharat / state

Banned Outfit NLFT: নিষিদ্ধ সংগঠন এনএলএফটি বিএম 12 জন নতুন জঙ্গি নিয়োগ করেছে, খবর গোয়েন্দা সূত্রে

নিষিদ্ধ সংগঠন এনএলএফটি বিএম ৷ ওই সংগঠন 12 জন নতুন জঙ্গি নিয়োগ করেছে বলে খবর গোয়েন্দা সূত্রে ৷

Banned Outfit NLFT
Banned Outfit NLFT
author img

By

Published : Apr 25, 2023, 7:09 PM IST

আগরতলা (ত্রিপুরা), 25 এপ্রিল: নিষিদ্ধ সংগঠন ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট অফ ত্রিপুরা-বিশ্বমোহন গ্রুপ ত্রিপুরার ধলাই জেলা থেকে 12 জন নতুন ক্যাডার নিয়োগ করেছে । এই সংগঠনকে আনলফুল অ্যাক্টিভিটিস (প্রিভেনশন) অ্যাক্ট এবং দ্য প্রিভেনশন অফ টেররিজম অ্যাক্ট অনুযায়ী নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে ৷

গোয়েন্দাদের সূত্র থেকে জানা গিয়েছে, এই নিষিদ্ধ সংগঠনের নেতার সংখ্যা এখন প্রায় 30 ৷ ওই নেতারা সকলেই এখন বাংলাদেশে রয়েছে ৷ তবে ত্রিপুরার অন্দরে তাদের রিক্রুটার রয়ে গিয়েছে ৷ তারাই স্থানীয় যুবকদের মগজধোলাই করে সন্ত্রাসবাদের পথে চালিত করছে ৷ সেই ভাবেই ধলাই জেলার 12 জনকে তারা দলে টেনে নিয়েছে ৷

ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট অফ ত্রিপুরার আরও আকটি সংগঠন রয়েছে ৷ যা এনএলএফটি (পিডি) নামে পরিচিত ৷ সেই সংগঠনের অবস্থা এখন বেহাল বলেই গোয়েন্দারা জানিয়েছেন ৷ ফলে সেখানে নতুন করে জঙ্গি কার্যকলাপের জন্য আর কাউকে নিয়োগ করা হয়নি বলেই গোয়েন্দাদের অনুমান ৷ তবে গোটা বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ ৷

গোয়েন্দাদের সূত্র থেকে জানা গিয়েছে যে এই সব জঙ্গি সংগঠনের কার্যকলাপ বন্ধ করতে প্রথমেই তাদের আর্থিক সরবরাহের পথ বন্ধ করার পরিকল্পনা অনেক আগেই নেওয়া হয়েছিল ৷ সেই পথ বন্ধ করেও দেওয়া হয়েছে ৷ ফলে এই সংগঠনের আর্থিক অবস্থা এখন বেহাল ৷ এই পরিস্থিতি ত্রিপুরার কাছে গ্রামে টাকার দাবিতে বিভিন্ন লোকের সঙ্গে যোগাযোগও করেছে ওই সংগঠনের নেতারা ৷ তাই গোয়েন্দাদের অনুমান, ধলাই জেলা থেকে নিয়োগ করা 12 জনকে টাকা আদায়ের কাজে ব্যবহার করা হতে পারে ৷

এদিকে অসম রাইফেলের তরফে জানানো হয়েছে যে জঙ্গিদের আত্মসমর্পণ করানোর জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে ৷ এই বিষয়ে ইতিমধ্যে তারা একাধিক পদক্ষেপও করেছে ৷ গোয়েন্দাদের একটি সূত্র থেকে জানা গিয়েছে, মূলত অর্থের লোভে অনেক যুবক জঙ্গিদের সঙ্গে জড়িয়ে পড়ে ৷ বিপথে চালিত হয় ৷ সেই কারণে আত্মসমর্পণকারীদের বাড়ি তৈরির ব্যবস্থা করা হচ্ছে ৷

আরও পড়ুন: অসমে উলফা(আই) শিবির থেকে পালানোর সময় নিখোঁজ যুবক

আগরতলা (ত্রিপুরা), 25 এপ্রিল: নিষিদ্ধ সংগঠন ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট অফ ত্রিপুরা-বিশ্বমোহন গ্রুপ ত্রিপুরার ধলাই জেলা থেকে 12 জন নতুন ক্যাডার নিয়োগ করেছে । এই সংগঠনকে আনলফুল অ্যাক্টিভিটিস (প্রিভেনশন) অ্যাক্ট এবং দ্য প্রিভেনশন অফ টেররিজম অ্যাক্ট অনুযায়ী নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে ৷

গোয়েন্দাদের সূত্র থেকে জানা গিয়েছে, এই নিষিদ্ধ সংগঠনের নেতার সংখ্যা এখন প্রায় 30 ৷ ওই নেতারা সকলেই এখন বাংলাদেশে রয়েছে ৷ তবে ত্রিপুরার অন্দরে তাদের রিক্রুটার রয়ে গিয়েছে ৷ তারাই স্থানীয় যুবকদের মগজধোলাই করে সন্ত্রাসবাদের পথে চালিত করছে ৷ সেই ভাবেই ধলাই জেলার 12 জনকে তারা দলে টেনে নিয়েছে ৷

ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট অফ ত্রিপুরার আরও আকটি সংগঠন রয়েছে ৷ যা এনএলএফটি (পিডি) নামে পরিচিত ৷ সেই সংগঠনের অবস্থা এখন বেহাল বলেই গোয়েন্দারা জানিয়েছেন ৷ ফলে সেখানে নতুন করে জঙ্গি কার্যকলাপের জন্য আর কাউকে নিয়োগ করা হয়নি বলেই গোয়েন্দাদের অনুমান ৷ তবে গোটা বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ ৷

গোয়েন্দাদের সূত্র থেকে জানা গিয়েছে যে এই সব জঙ্গি সংগঠনের কার্যকলাপ বন্ধ করতে প্রথমেই তাদের আর্থিক সরবরাহের পথ বন্ধ করার পরিকল্পনা অনেক আগেই নেওয়া হয়েছিল ৷ সেই পথ বন্ধ করেও দেওয়া হয়েছে ৷ ফলে এই সংগঠনের আর্থিক অবস্থা এখন বেহাল ৷ এই পরিস্থিতি ত্রিপুরার কাছে গ্রামে টাকার দাবিতে বিভিন্ন লোকের সঙ্গে যোগাযোগও করেছে ওই সংগঠনের নেতারা ৷ তাই গোয়েন্দাদের অনুমান, ধলাই জেলা থেকে নিয়োগ করা 12 জনকে টাকা আদায়ের কাজে ব্যবহার করা হতে পারে ৷

এদিকে অসম রাইফেলের তরফে জানানো হয়েছে যে জঙ্গিদের আত্মসমর্পণ করানোর জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে ৷ এই বিষয়ে ইতিমধ্যে তারা একাধিক পদক্ষেপও করেছে ৷ গোয়েন্দাদের একটি সূত্র থেকে জানা গিয়েছে, মূলত অর্থের লোভে অনেক যুবক জঙ্গিদের সঙ্গে জড়িয়ে পড়ে ৷ বিপথে চালিত হয় ৷ সেই কারণে আত্মসমর্পণকারীদের বাড়ি তৈরির ব্যবস্থা করা হচ্ছে ৷

আরও পড়ুন: অসমে উলফা(আই) শিবির থেকে পালানোর সময় নিখোঁজ যুবক

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.