আগরতলা, 28 জানুয়ারি: শিয়রে বিধানসভা ভোট । তার আগে ত্রিপুরার রাজনৈতিক পারদ ক্রমশ চড়ছে । শনিবার তাই খানিক বাড়িয়ে দিল বিজেপির প্রার্থীপদের ঘোষণা। ত্রিপুরা বিধানসভা নির্বাচনের (Tripura Assembly Election 2023) জন্য প্রাথমিকভাবে মোট 60টি আসনের মধ্যে 48টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছিল ৷ তাতে নাম ছিল না প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের ।
পরে আরও 6টি আসনে প্রার্থীপদের ঘোষণা করে দল । জানা গিয়েছে, বিপ্লবের বনমালীপুর আসনে লড়বেন রাজ্য বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য । বর্তমান মুখ্যমন্ত্রী ড. মানিক সাহা বরদোয়ালি কেন্দ্র থেকে ভোটে লড়বেন ৷ কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিককে ধানপুর আসনে প্রার্থী করেছে বিজেপি ৷ যদিও তাতেও বিতর্ক বিন্দুমাত্র কমেনি ।
বরং শনিবার সকাল থেকেই দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠল একাধিক এলাকা । বিক্ষোভ শুরু হয়েছে বিজেপির তৃণমূল স্তরে । কেন্দ্রীয় নেতৃত্ব আসন্ন নির্বাচনের জন্য প্রার্থী তালিকা ঘোষণা করার পরপরই রাজ্যের বিভিন্ন স্থানে বিজেপি কর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক বিদ্রোহ শুরু হয় । দলীয় কার্যালয় ভাঙচুর, দলীয় পতাকা, অন্যান্য নথিপত্র এবং পোস্টার পুড়িয়ে প্রার্থীদের বিরুদ্ধে প্রতিবাদ শুরু হয় । সেপাহিজলা জেলার কমলাসাগর বিধানসভা কেন্দ্র, উনাক্তোই জেলার চাঁদিপুর বিধানসভা কেন্দ্র, কদমতল-কুর্তিতে এই ধরনের ঘটনা ঘটেছে ।
দু'দিন আগেই বিজেপি সভাপতি জেপি নাড্ডার বাড়িতে একটি দীর্ঘ বৈঠক হয়। সেখানে বিজেপি সভাপতি ছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । বৈঠকে ছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী-সহ অন্য কয়েকজন নেতাও ।
আরও পড়ুন: ত্রিপুরার 48 আসনে প্রার্থী ঘোষণা বিজেপির
উল্লেখ্য, ত্রিপুরাকে পাখির চোখ করেছে তৃণমূল কংগ্রেসও ৷ বিধানসভা নির্বাচনের (Tripura Assembly Election 2023) জন্য 129 জনের সম্ভাব্য প্রার্থীতালিকা তৈরি করে ফেলেছিল তৃণমূল কংগ্রেস (TMC Candidate List) ৷ সেই তালিকা পাঠানো হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের (Abhishek Banerjee) কাছে ৷ এই 129 জনের মধ্যে থেকেই 60টি আসনের জন্য 60 জন প্রার্থীর নাম চূড়ান্ত করা হবে ৷