ETV Bharat / state

Abhishek Slams Left and Right: বাম আমলে ত্রিপুরায় ছিল তমসাচ্ছন্ন পরিবেশ, গত 5 বছরে আরও ক্ষতি করেছে বিজেপি: অভিষেক - Abhishek Banerjee

বাম আমলে তমসাচ্ছন্ন পরিবেশ ছিল ত্রিপুরায় (Tripura Assembly Election 2023)৷ আর গত 5 বছরে আরও ক্ষতি করেছে বিজেপির সরকার ৷ আগরতলা (Abhishek Slams Left and Right) রওনা হওয়ার আগে এ কথা বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee News)৷

Abhishek Banerjee ETV Bharat
অভিষেক বন্দ্যোপাধ্যায়
author img

By

Published : Feb 10, 2023, 3:14 PM IST

ত্রিপুরার পথে অভিষেক বন্দ্যোপাধ্যায়

দমদম, 10 ফেব্রুয়ারি: বাংলা পথ দেখাচ্ছে ৷ আর তাকে অনুসরণ করছে দেশের বাকি অংশ ৷ ত্রিপুরা বিধানসভা নির্বাচনের (Tripura Assembly Election 2023) প্রচারে আগরতলা রওনা হওয়ার সময় এমনই দাবি করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee News)৷ প্রতিবেশী রাজ্যের নির্বাচনী ইস্তাহারে বিজেপি বাংলার প্রকল্পগুলিকেই আনার প্রতিশ্রুতি দিয়েছে বলে কটাক্ষ করেন তিনি ৷ তাঁর দাবি, বামেদের শাসনকালের থেকেও ত্রিপুরায় (Abhishek Slams Left and Right) বেশি ক্ষতি হয়েছে গত পাঁচ বছরে বিজেপির আমলে ৷

বিজেপির নির্বাচনী ইস্তাহার নিয়ে কটাক্ষ: শুক্রবার নির্বাচনী প্রচারে ত্রিপুরা গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ বিমান ধরার আগে দমদম বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি একহাত নেন বিজেপিকে ৷ উল্লেখ্য, গতকালই ত্রিপুরায় বিজেপির নির্বাচনী ইস্তাহার প্রকাশ করেছে দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা ৷ সেই সংকল্প পত্রে দেওয়া প্রতিশ্রুতিতে লক্ষ্মীর ভান্ডারের মতোই বাংলার বেশ কিছু প্রকল্পের ছায়া দেখা গিয়েছে বলে গুঞ্জন শুরু হয়েছে রাজনৈতিক মহলে ৷

সে প্রসঙ্গে অভিষেকের প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে তিনি বলেন, "বিজেপির সংকল্প পত্র নিয়ে বারেবারেই বলেছি । লক্ষীর ভাণ্ডার, রূপশ্রী, যুবশ্রী এই সব প্রকল্প বাংলায় বাস্তবায়িত হয়েছে । কর্ণাটকে কংগ্রেসের ইস্তাহারেও দেখেছি লক্ষ্মীর ভাণ্ডারের মতো প্রকল্পের কথা । আজ প্রকৃতই বাংলা পথ দেখাচ্ছে ৷ আর দেশের বাকি অংশ বাংলাকে অনুসরণ করছে ৷ ওরা শুধু বলে । আমরা করে দেখাই। বাংলার এই সব প্রকল্প নিয়ে সবাই বলছে, এটাই তো ভালো খবর । শুধু কাগজে কলমে সীমাবদ্ধ রেখে লাভ নেই । নিজেরা ক্ষমতায় আছে এমন রাজ্যে আগে প্রকল্পগুলি বাস্তবায়িত করে দেখাক ৷"

আরও পড়ুন: ‘দ্বিতীয় বাড়ি’ ত্রিপুরায় নির্বাচনী প্রচারে মমতা

'বাম আমলের থেকেও বেশি ক্ষতি বিজেপির শাসনে': দীর্ঘ বাম আমলের থেকে গত পাঁচ বছরে বিজেপির আমলে ত্রিপুরার পরিস্থিতি আরও বেশি খারাপ হয়েছে বলে এ দিন দাবি করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ তিনি বলেন, "ত্রিপুরাতে সিপিএম আমলের থেকে বেশি ক্ষতি হয়েছে শেষ পাঁচ বছরে । 25 বছরের বাম অপশাসনের অবসান ঘটিয়ে, এক বুক আশা আকাঙ্ক্ষা নিয়ে, মানুষ পরিবর্তন এনেছিল । পাঁচ বছরে পরিস্থিতি আরও খারাপ হয়ে গিয়েছে । মানুষ এখন সেখানে ফের পরিবর্তন চায় ।"

তাঁর সভা রুখতে বিজেপি তৎপর বলে অভিযোগ: ত্রিপুরায় বিজেপি শাসিত সরকার তাঁর সভা বানচাল করার চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেন অভিষেক ৷ তিনি বলেছেন, "আজ আমি মিটিং করতে যাব । কাল আমার মিটিং ভেন্যু ক্যানসেল করেছে । গাড়ি যাতে ভাড়া না দেয়, সে কথা বলে গাড়ির মালিককে ভয় দেখানো হচ্ছে । বলছে ব্যবসা বন্ধ করে দেব ৷ এই যদি রাজ্যের পরিস্থিতি হয়, সেই রাজ্যে কোনও দিন উন্নয়ন আসতে পারে না । সিপিএম আমলে তমসাচ্ছন্ন পরিবেশ তৈরি হয়েছি ৷ আমি মনে করি বিগত পাঁচ বছরে ডবল ইঞ্জিনের নামে তার থেকেও বেশি ক্ষতি করেছে বিজেপি সরকার ।"

ত্রিপুরার পথে অভিষেক বন্দ্যোপাধ্যায়

দমদম, 10 ফেব্রুয়ারি: বাংলা পথ দেখাচ্ছে ৷ আর তাকে অনুসরণ করছে দেশের বাকি অংশ ৷ ত্রিপুরা বিধানসভা নির্বাচনের (Tripura Assembly Election 2023) প্রচারে আগরতলা রওনা হওয়ার সময় এমনই দাবি করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee News)৷ প্রতিবেশী রাজ্যের নির্বাচনী ইস্তাহারে বিজেপি বাংলার প্রকল্পগুলিকেই আনার প্রতিশ্রুতি দিয়েছে বলে কটাক্ষ করেন তিনি ৷ তাঁর দাবি, বামেদের শাসনকালের থেকেও ত্রিপুরায় (Abhishek Slams Left and Right) বেশি ক্ষতি হয়েছে গত পাঁচ বছরে বিজেপির আমলে ৷

বিজেপির নির্বাচনী ইস্তাহার নিয়ে কটাক্ষ: শুক্রবার নির্বাচনী প্রচারে ত্রিপুরা গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ বিমান ধরার আগে দমদম বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি একহাত নেন বিজেপিকে ৷ উল্লেখ্য, গতকালই ত্রিপুরায় বিজেপির নির্বাচনী ইস্তাহার প্রকাশ করেছে দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা ৷ সেই সংকল্প পত্রে দেওয়া প্রতিশ্রুতিতে লক্ষ্মীর ভান্ডারের মতোই বাংলার বেশ কিছু প্রকল্পের ছায়া দেখা গিয়েছে বলে গুঞ্জন শুরু হয়েছে রাজনৈতিক মহলে ৷

সে প্রসঙ্গে অভিষেকের প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে তিনি বলেন, "বিজেপির সংকল্প পত্র নিয়ে বারেবারেই বলেছি । লক্ষীর ভাণ্ডার, রূপশ্রী, যুবশ্রী এই সব প্রকল্প বাংলায় বাস্তবায়িত হয়েছে । কর্ণাটকে কংগ্রেসের ইস্তাহারেও দেখেছি লক্ষ্মীর ভাণ্ডারের মতো প্রকল্পের কথা । আজ প্রকৃতই বাংলা পথ দেখাচ্ছে ৷ আর দেশের বাকি অংশ বাংলাকে অনুসরণ করছে ৷ ওরা শুধু বলে । আমরা করে দেখাই। বাংলার এই সব প্রকল্প নিয়ে সবাই বলছে, এটাই তো ভালো খবর । শুধু কাগজে কলমে সীমাবদ্ধ রেখে লাভ নেই । নিজেরা ক্ষমতায় আছে এমন রাজ্যে আগে প্রকল্পগুলি বাস্তবায়িত করে দেখাক ৷"

আরও পড়ুন: ‘দ্বিতীয় বাড়ি’ ত্রিপুরায় নির্বাচনী প্রচারে মমতা

'বাম আমলের থেকেও বেশি ক্ষতি বিজেপির শাসনে': দীর্ঘ বাম আমলের থেকে গত পাঁচ বছরে বিজেপির আমলে ত্রিপুরার পরিস্থিতি আরও বেশি খারাপ হয়েছে বলে এ দিন দাবি করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ তিনি বলেন, "ত্রিপুরাতে সিপিএম আমলের থেকে বেশি ক্ষতি হয়েছে শেষ পাঁচ বছরে । 25 বছরের বাম অপশাসনের অবসান ঘটিয়ে, এক বুক আশা আকাঙ্ক্ষা নিয়ে, মানুষ পরিবর্তন এনেছিল । পাঁচ বছরে পরিস্থিতি আরও খারাপ হয়ে গিয়েছে । মানুষ এখন সেখানে ফের পরিবর্তন চায় ।"

তাঁর সভা রুখতে বিজেপি তৎপর বলে অভিযোগ: ত্রিপুরায় বিজেপি শাসিত সরকার তাঁর সভা বানচাল করার চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেন অভিষেক ৷ তিনি বলেছেন, "আজ আমি মিটিং করতে যাব । কাল আমার মিটিং ভেন্যু ক্যানসেল করেছে । গাড়ি যাতে ভাড়া না দেয়, সে কথা বলে গাড়ির মালিককে ভয় দেখানো হচ্ছে । বলছে ব্যবসা বন্ধ করে দেব ৷ এই যদি রাজ্যের পরিস্থিতি হয়, সেই রাজ্যে কোনও দিন উন্নয়ন আসতে পারে না । সিপিএম আমলে তমসাচ্ছন্ন পরিবেশ তৈরি হয়েছি ৷ আমি মনে করি বিগত পাঁচ বছরে ডবল ইঞ্জিনের নামে তার থেকেও বেশি ক্ষতি করেছে বিজেপি সরকার ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.