ETV Bharat / state

Bangladeshis Arrested in Tripura: মই দিয়ে সীমান্ত পারের চেষ্টা, ত্রিপুরা থেকে গ্রেফতার 7 বাংলাদেশি - বাংলাদেশি গ্রেফতার

মই দিয়ে সীমান্ত পারের চেষ্টা করতে গিয়ে ত্রিপুরা (Tripura News) থেকে গ্রেফতার হলেন 7 জন বাংলাদেশি (Bangladeshis Arrested in Tripura)৷ তাঁদের গ্রেফতার করেছে বিএসএফ (BSF)৷

7 Bangladeshi nationals Arrested in Tripura's Sonamura Area
মই দিয়ে সীমান্ত পারের চেষ্টা, ত্রিপুরা থেকে গ্রেফতার 7 বাংলাদেশি
author img

By

Published : Dec 16, 2022, 6:52 PM IST

আগরতলা, 16 ডিসেম্বর: ত্রিপুরায় (Tripura News) ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে সাতজন বাংলাদেশিকে (Bangladeshis Arrested in Tripura) গ্রেফতার করল সীমান্ত রক্ষী বাহিনী (BSF)৷ বৃহস্পতিবার গভীর রাতে তাঁদের আটক করা হয় ৷

সূত্রের মারফৎ জানা গিয়েছে, ত্রিপুরার সিপাহিজালা জেলার সোনামুড়া মহকুমার সীমান্তবর্তী গ্রাম কালামচৌড়া থেকে সাতজন বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করা হয়েছে । বিএসএফ-এর 150 ব্যাটালিয়ন সাত বাংলাদেশি নাগরিক এবং ভারতের বাসিন্দা একজন চালককে গ্রেফতার করেছে ৷ জানা গিয়েছে, ধৃতরা মই ব্যবহার করে সীমান্ত পার হচ্ছিলেন । পরে বিএসএফ তাঁদের কালামচৌড়া থানায় নিয়ে যায় ৷ সেখান থেকে তাঁদের শারীরিক পরীক্ষা করার জন্য বক্সনগর সামাজিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় ।

আরও পড়ুন: ত্রিপুরায় 20 লক্ষ টাকার ব্রাউন সুগার-সহ গ্রেফতার 2

পুলিশ ধৃতদের পরিচয় জানিয়েছে ৷ ধৃতরা হলেন, শাহাদাত হোসেন, মহম্মদ রুবেল, দেলোয়ার হোসেন, সালমা রুকিয়া, মহম্মদ রুবেল শেখ, সুলতান, লাবনী ও চালক রাজীব বিশ্বাস । ধৃতদের আজ আদালতে তোলা হয় ৷

আগরতলা, 16 ডিসেম্বর: ত্রিপুরায় (Tripura News) ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে সাতজন বাংলাদেশিকে (Bangladeshis Arrested in Tripura) গ্রেফতার করল সীমান্ত রক্ষী বাহিনী (BSF)৷ বৃহস্পতিবার গভীর রাতে তাঁদের আটক করা হয় ৷

সূত্রের মারফৎ জানা গিয়েছে, ত্রিপুরার সিপাহিজালা জেলার সোনামুড়া মহকুমার সীমান্তবর্তী গ্রাম কালামচৌড়া থেকে সাতজন বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করা হয়েছে । বিএসএফ-এর 150 ব্যাটালিয়ন সাত বাংলাদেশি নাগরিক এবং ভারতের বাসিন্দা একজন চালককে গ্রেফতার করেছে ৷ জানা গিয়েছে, ধৃতরা মই ব্যবহার করে সীমান্ত পার হচ্ছিলেন । পরে বিএসএফ তাঁদের কালামচৌড়া থানায় নিয়ে যায় ৷ সেখান থেকে তাঁদের শারীরিক পরীক্ষা করার জন্য বক্সনগর সামাজিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় ।

আরও পড়ুন: ত্রিপুরায় 20 লক্ষ টাকার ব্রাউন সুগার-সহ গ্রেফতার 2

পুলিশ ধৃতদের পরিচয় জানিয়েছে ৷ ধৃতরা হলেন, শাহাদাত হোসেন, মহম্মদ রুবেল, দেলোয়ার হোসেন, সালমা রুকিয়া, মহম্মদ রুবেল শেখ, সুলতান, লাবনী ও চালক রাজীব বিশ্বাস । ধৃতদের আজ আদালতে তোলা হয় ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.