ETV Bharat / state

Tripura Election : ত্রিপুরায় পৌর নির্বাচন থেকে সরলেন তৃণমূলের চার জন-সহ 36 বিরোধী প্রার্থী - সিপিএম

ত্রিপুরায় পৌরসভা নির্বাচনে লড়াই করবেন 785 জন প্রার্থী ৷ 36 জন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেছেন ৷ সেই তালিকায় রয়েছেন 4 জন তৃণমূল প্রার্থীও ৷

36 candidates including four tmc withdraw their name from tripura urban body local election
Tripura Election : চার জন তৃণমূল-সহ 36 জন বিরোধী প্রার্থী সরে দাঁড়ালেন ত্রিপুরার পৌর নির্বাচন থেকে
author img

By

Published : Nov 9, 2021, 5:25 PM IST

Updated : Nov 9, 2021, 6:23 PM IST

আগরতলা, 9 নভেম্বর : আগামী 25 নভেম্বর ত্রিপুরায় পৌরসভা নির্বাচন (Tripura Urban Local Body Election) ৷ সেই ভোটের মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে বিভিন্ন রাজনৈতিক দলের 36 জন প্রার্থী সরে দাঁড়ালেন ৷ সেই তালিকায় রয়েছেন চার জন তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) প্রার্থীও ৷

তবে সবেচেয়ে বেশি নাম প্রত্যাহার হয়েছে সিপিএম (CPIM) থেকে ৷ ওই দলের 15 জন প্রার্থী ভোটের ময়দান থেকে সরে দাঁড়িয়েছেন ৷ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে কংগ্রেস (Congress) ৷ তাদের 8 জন প্রার্থী নাম প্রত্যাহার করেছেন ৷

আরও পড়ুন : Editors Guild of India: সাম্প্রদায়িক হিংসার বিরুদ্ধে সরব হওয়ায় ইউএপিএ, ত্রিপুরা সরকারের নিন্দায় এডিটর্স গিল্ড

তৃতীয় স্থানে তৃণমূল ৷ তাদের চারজন প্রার্থী নাম প্রত্যাহার করেছেন ৷ সাতজন নির্দল প্রার্থীও সরে দাঁড়িয়েছেন ভোটের ময়দান থেকে ৷ আর 2 জন ফরওয়ার্ড ব্লক (Forward Block) প্রার্থী নাম প্রত্যাহার করেছেন ৷ তার ফলে 25 তারিখ ত্রিপুরার বিভিন্ন রাজনৈতিক দলের 785 জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে ৷

ত্রিপুরায় সিপিএমের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরীর অভিযোগ, বিরোধী প্রার্থী ও তাঁদের পরিবারের উপর বিজেপি আক্রমণ করছে ৷ প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহারের জন্য চাপ দেওয়া হচ্ছে, তাই এই অবস্থা ৷ একই বক্তব্য তৃণমূল কংগ্রেসের সুস্মিতা দেবেরও (Susmita Dev) ৷

আরও পড়ুন : Tripura Politics : ত্রিপুরায় ঘাসফুল ফোটাতে তৃণমূলের অস্ত্র বাংলার প্রকল্প

সামগ্রিক ভাবে ত্রিপুরা পৌর নির্বাচনে বিজেপি 334টি আসনে, বামফ্রন্ট 208টি আসনে, তৃণমূল 120টি আসনে ও কংগ্রেসে 92টি আসনে প্রার্থী দিয়েছে ৷

আগরতলা পৌরনিগমে (Agartala Municipal Corporation) 46টি আসনে লড়াই করবে বামফ্রন্ট ৷ ওই পৌরনিগমে মোট আসন 51টি ৷ সবক’টিতেই বিজেপি (BJP) ও তৃণমূল কংগ্রেস লড়াই করবে ৷ সেখানে কংগ্রেস 33টি আসনে ও নির্দল প্রার্থীরা 20টি আসনে লড়াই করবে বলে জানা গিয়েছে ৷

আরও পড়ুন : Abhishek Banerjee : ডিসেম্বরেই ত্রিপুরায় সভা মমতার, আগরতলায় ঘোষণা অভিষেকের

আগরতলা, 9 নভেম্বর : আগামী 25 নভেম্বর ত্রিপুরায় পৌরসভা নির্বাচন (Tripura Urban Local Body Election) ৷ সেই ভোটের মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে বিভিন্ন রাজনৈতিক দলের 36 জন প্রার্থী সরে দাঁড়ালেন ৷ সেই তালিকায় রয়েছেন চার জন তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) প্রার্থীও ৷

তবে সবেচেয়ে বেশি নাম প্রত্যাহার হয়েছে সিপিএম (CPIM) থেকে ৷ ওই দলের 15 জন প্রার্থী ভোটের ময়দান থেকে সরে দাঁড়িয়েছেন ৷ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে কংগ্রেস (Congress) ৷ তাদের 8 জন প্রার্থী নাম প্রত্যাহার করেছেন ৷

আরও পড়ুন : Editors Guild of India: সাম্প্রদায়িক হিংসার বিরুদ্ধে সরব হওয়ায় ইউএপিএ, ত্রিপুরা সরকারের নিন্দায় এডিটর্স গিল্ড

তৃতীয় স্থানে তৃণমূল ৷ তাদের চারজন প্রার্থী নাম প্রত্যাহার করেছেন ৷ সাতজন নির্দল প্রার্থীও সরে দাঁড়িয়েছেন ভোটের ময়দান থেকে ৷ আর 2 জন ফরওয়ার্ড ব্লক (Forward Block) প্রার্থী নাম প্রত্যাহার করেছেন ৷ তার ফলে 25 তারিখ ত্রিপুরার বিভিন্ন রাজনৈতিক দলের 785 জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে ৷

ত্রিপুরায় সিপিএমের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরীর অভিযোগ, বিরোধী প্রার্থী ও তাঁদের পরিবারের উপর বিজেপি আক্রমণ করছে ৷ প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহারের জন্য চাপ দেওয়া হচ্ছে, তাই এই অবস্থা ৷ একই বক্তব্য তৃণমূল কংগ্রেসের সুস্মিতা দেবেরও (Susmita Dev) ৷

আরও পড়ুন : Tripura Politics : ত্রিপুরায় ঘাসফুল ফোটাতে তৃণমূলের অস্ত্র বাংলার প্রকল্প

সামগ্রিক ভাবে ত্রিপুরা পৌর নির্বাচনে বিজেপি 334টি আসনে, বামফ্রন্ট 208টি আসনে, তৃণমূল 120টি আসনে ও কংগ্রেসে 92টি আসনে প্রার্থী দিয়েছে ৷

আগরতলা পৌরনিগমে (Agartala Municipal Corporation) 46টি আসনে লড়াই করবে বামফ্রন্ট ৷ ওই পৌরনিগমে মোট আসন 51টি ৷ সবক’টিতেই বিজেপি (BJP) ও তৃণমূল কংগ্রেস লড়াই করবে ৷ সেখানে কংগ্রেস 33টি আসনে ও নির্দল প্রার্থীরা 20টি আসনে লড়াই করবে বলে জানা গিয়েছে ৷

আরও পড়ুন : Abhishek Banerjee : ডিসেম্বরেই ত্রিপুরায় সভা মমতার, আগরতলায় ঘোষণা অভিষেকের

Last Updated : Nov 9, 2021, 6:23 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.