ETV Bharat / state

Youth Attack In Nadia: নদিয়ায় যুবককে ধারাল অস্ত্রের কোপ

ধারাল অস্ত্রের কোপ সিরাজ বিশ্বাস নামে এক বছর ত্রিশের যুবককে ৷ পলাতক অভিযুক্ত শ্যামল ঘোষ ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ (Youth attack in nadia) ৷ ঘটনাটি নদিয়ার শক্তিনগরে ৷

author img

By

Published : Apr 23, 2022, 1:45 PM IST

Nadia Man Attack
নদিয়ায় ব্যাক্তিকে ধারাল অস্ত্রের কোপ

নদিয়া, 23 এপ্রিল : ধারাল অস্ত্রের কোপ বছর ত্রিশের এক যুবককে ৷ শুক্রবার রাতে নদিয়ার শক্তিনগর এলাকায় ঘটনাটি ঘটে ৷ আহত সিরাজ বিশ্বাস শক্তিনগর জেলা হাসপাতালে চিকিৎসাধীন (youth attack in nadia) ৷

সূত্রের খবর, নদীয়ার ভীমপুর থানার অন্তর্গত মহেশপুর এলাকার শিমুলিয়ার বাসিন্দা সিরাজ বিশ্বাসের উপর ধারাল অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপ মারার অভিযোগ শ্যামল ঘোষ নামে এক ব্যক্তির । শুক্রবার কাজ সেরে বাড়ি ফেরার পথে সিরাজের উপর প্রাণঘাতী হামলা চালায় শ্যামল ঘোষ ৷ গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে পরিবারে সদস্যরা স্থানীয় শক্তিনগর হাসপাতালে নিয়ে যান ৷ সেখানেই তাঁর চিকিৎসা চলছে ৷

আরও পড়ুন : Miscreant Attack In Kalyani : এলোপাথাড়ি অস্ত্রের আঘাতে জখম জিআরপি কনস্টেবল ও সিভিক ভলান্টিয়ার

ইতিমধ্যেই ভীমপুর থানায় অভিযোগ দায়ের করেছে আহতের পরিবারের আত্মীয়রা ৷ সেই অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করেছে পুলিশ ৷ এদিকে প্রাণঘাতী হামলার পরেই পলাতক অভিযুক্ত শ্যামল ঘোষ ৷ পেশায় কীর্তন গায়ক সিরাজের সঙ্গে অভিযুক্তের কোনও শত্রুতা ছিল কি না তা খতিয়ে দেখছে পুলিশ ৷

নদিয়া, 23 এপ্রিল : ধারাল অস্ত্রের কোপ বছর ত্রিশের এক যুবককে ৷ শুক্রবার রাতে নদিয়ার শক্তিনগর এলাকায় ঘটনাটি ঘটে ৷ আহত সিরাজ বিশ্বাস শক্তিনগর জেলা হাসপাতালে চিকিৎসাধীন (youth attack in nadia) ৷

সূত্রের খবর, নদীয়ার ভীমপুর থানার অন্তর্গত মহেশপুর এলাকার শিমুলিয়ার বাসিন্দা সিরাজ বিশ্বাসের উপর ধারাল অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপ মারার অভিযোগ শ্যামল ঘোষ নামে এক ব্যক্তির । শুক্রবার কাজ সেরে বাড়ি ফেরার পথে সিরাজের উপর প্রাণঘাতী হামলা চালায় শ্যামল ঘোষ ৷ গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে পরিবারে সদস্যরা স্থানীয় শক্তিনগর হাসপাতালে নিয়ে যান ৷ সেখানেই তাঁর চিকিৎসা চলছে ৷

আরও পড়ুন : Miscreant Attack In Kalyani : এলোপাথাড়ি অস্ত্রের আঘাতে জখম জিআরপি কনস্টেবল ও সিভিক ভলান্টিয়ার

ইতিমধ্যেই ভীমপুর থানায় অভিযোগ দায়ের করেছে আহতের পরিবারের আত্মীয়রা ৷ সেই অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করেছে পুলিশ ৷ এদিকে প্রাণঘাতী হামলার পরেই পলাতক অভিযুক্ত শ্যামল ঘোষ ৷ পেশায় কীর্তন গায়ক সিরাজের সঙ্গে অভিযুক্তের কোনও শত্রুতা ছিল কি না তা খতিয়ে দেখছে পুলিশ ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.