নবদ্বীপ, ৪ মার্চ : সন্ন্যাসী পরিচয় দিয়ে বিভিন্ন মন্দিরে চুরির অভিযোগে গ্রেপ্তার করা হল এক যুবককে। ধৃত যুবকের নাম সুকান্ত মজুমদার ওরফে ভোলা। ঘটনাটি নবদ্বীপের পোড়ামা তলা এলাকার।
পুলিশ সূত্রে খবর, উত্তর ২৪ পরগনার জগদ্দল এলাকার বাসিন্দা সুকান্ত মজুমদার। কখনও ভোলা, কখনও সনাতন দাস, আবার কখনও দেবানন্দ দাস পরিচয় দিয়ে নবদ্বীপের বিভিন্ন মন্দিরে সন্ন্যাসীর বেশে যাতায়াত করত। অভিযোগ, সুযোগ বুঝে কখনও মন্দিরে, আবার কখনও মন্দিরের ভক্তদের কাছ থেকে বিভিন্ন জিনিসপত্র চুরি করে চম্পট দিত ওই যুবক। নবদ্বীপ থানায় একাধিক অভিযোগও জমা পড়ে ওই যুবকের নামে। কিন্তু অভিযুক্তকে খুঁজে পাচ্ছিল না পুলিশ।
গতকাল রাতে নবদ্বীপের পোড়ামা তলা এলাকার একটি মন্দিরে ফের চুরির উদ্দেশ্যে সন্ন্যাসীর বেশে আসে ওই যুবক। সেইসময় তাকে চিনে ফেলেন স্থানীয় এক ব্যক্তি। খবর দেয় নবদ্বীপ থানায়। পুলিশ এসে ওই যুবককে গ্রেপ্তার করে। আজ ধৃতকে নবদ্বীপ আদালতে তোলে পুলিশ। এর পিছনে কোনও ভুয়ো সন্ন্যাসীর চক্র আছে কি না তা তদন্ত করছে পুলিশ।