ETV Bharat / state

সম্পর্ক রাখতে চায়নি, যুবতির আপত্তিকর ছবি পোস্ট করে গ্রেপ্তার

যুবতির আপত্তিকর ছবি পোস্ট করে গ্রেপ্তার যুবক ৷ নদিয়ার নাকাশিপাড়ার ঘটনা ।

অভিযুক্ত যুবক
author img

By

Published : Jul 27, 2019, 10:30 AM IST

নাকাশিপাড়া, 27 জুলাই : সম্পর্ক রাখতে না চাওয়ায় যুবতির আপত্তিকর ছবি সোশাল মিডিয়ায় পোস্টের অভিযোগ । গ্রেপ্তার সঞ্জিৎ সরকার (26) নামে এক যুবক৷ বাড়ি নাকাশিপাড়া থানার সোনাডাঙা স্টেশন পাড়া এলাকায় ।

আরও খবর : বিচ্ছেদের পর ঘনিষ্ঠ মুহূর্তের ছবি সোশাল মিডিয়ায় পোস্ট, গ্রেপ্তার বিহারের যুবক

এক যুবতির সঙ্গে দু' বছর ধরে সম্পর্ক ছিল সঞ্জিতের । কিন্তু, সম্পর্ক রাখতে চায় না বলে কয়েক মাস আগে জানিয়ে দেয় ওই যুবতি । এরপরই সঞ্জিৎ তাকে হুমকি দিতে থাকে বলে অভিযোগ । তাতেও কাজ হয়নি । তাই সোশাল মিডিয়ায় ওই যুবতির আপত্তিকর ছবি পোস্ট করতে থাকে সে ৷ সঙ্গে অশালীন শব্দও লেখা হয় ৷

আরও পড়ুন : প্রেমের সম্পর্ক রাখতে অস্বীকার, যুবতির অন্তরঙ্গ ছবি সোশাল মিডিয়ায়

এরপরই, ওই যুবতি কৃষ্ণনগর থানায় সঞ্জিতের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে ৷ তার অভিযোগের ভিত্তিতে নাকাশিপাড়া থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ৷

নাকাশিপাড়া, 27 জুলাই : সম্পর্ক রাখতে না চাওয়ায় যুবতির আপত্তিকর ছবি সোশাল মিডিয়ায় পোস্টের অভিযোগ । গ্রেপ্তার সঞ্জিৎ সরকার (26) নামে এক যুবক৷ বাড়ি নাকাশিপাড়া থানার সোনাডাঙা স্টেশন পাড়া এলাকায় ।

আরও খবর : বিচ্ছেদের পর ঘনিষ্ঠ মুহূর্তের ছবি সোশাল মিডিয়ায় পোস্ট, গ্রেপ্তার বিহারের যুবক

এক যুবতির সঙ্গে দু' বছর ধরে সম্পর্ক ছিল সঞ্জিতের । কিন্তু, সম্পর্ক রাখতে চায় না বলে কয়েক মাস আগে জানিয়ে দেয় ওই যুবতি । এরপরই সঞ্জিৎ তাকে হুমকি দিতে থাকে বলে অভিযোগ । তাতেও কাজ হয়নি । তাই সোশাল মিডিয়ায় ওই যুবতির আপত্তিকর ছবি পোস্ট করতে থাকে সে ৷ সঙ্গে অশালীন শব্দও লেখা হয় ৷

আরও পড়ুন : প্রেমের সম্পর্ক রাখতে অস্বীকার, যুবতির অন্তরঙ্গ ছবি সোশাল মিডিয়ায়

এরপরই, ওই যুবতি কৃষ্ণনগর থানায় সঞ্জিতের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে ৷ তার অভিযোগের ভিত্তিতে নাকাশিপাড়া থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ৷

Intro:সোশ্যাল মিডিয়ায় প্রেমিকার আপত্তিকর ছবি পোস্ট করে ব্ল্যাকমেইল করার অভিযোগে এক যুবককে গ্রেফতার করল কৃষ্ণনগর সাইবার ক্রাইম থানার পুলিশ। যুবকের নাম সঞ্জিত সরকার বাড়ি নাকাশিপাড়া থানার সোনাডাঙ্গা স্টেশন পাড়া এলাকায়।
উল্লেখ্য, দুই বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল শান্তিপুর থানার বাগদেবী পুরের বাসিন্দা দিপালী সরকার এবং নাকাশিপাড়া থানার সোনাডাঙ্গার বাসিন্দা সনজিৎ সরকারের মধ্যে। কয়েক মাস আগেই তাদের প্রেমের বিচ্ছেদ ঘটে। অভিযোগ, দিপালী সম্পর্ক রাখতে না চাইলেও সনজিৎ এর তরফ থেকে বারবার হুমকি ফোন আসে। তাতেও কাজ না হলে, ফেসবুক হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জারে দিপালীর আপত্তিকর ছবি পোস্ট করে তার সম্পর্কে অশ্লীল ভাষা প্রয়োগ করে সনজিৎ। তারপরেই ওই যুবতী কৃষ্ণনগর সাইবার ক্রাইম থানায় সনজিৎ এর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। এবং লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ নাকাশিপাড়া থেকে সনজিত কে গ্রেফতার করে। নদিয়ায় সাইবার ক্রাইম থানা হওয়ার পরই অভিযোগের ভিত্তিতে এই প্রথম সাফল্য পেল তারা। ধৃত যুবককে আজ কৃষ্ণনগর আদালতে তোলা হবে। Body:KRISHNAGAR ARRESTEConclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.