ETV Bharat / state

পণের দাবিতে যুবতিকে পুড়িয়ে খুন, গ্রেপ্তার স্বামী - Fulia

পণের দাবিতে এক গৃহবধূকে পুড়িয়ে মারার অভিযোগ উঠল স্বামী ও তার পরিবারের বিরুদ্ধে । মৃতের নাম অপর্ণা ঘোষ ৷ তার বাবার বাড়ির লোকজন শান্তিপুর থানায় স্বামী বিকাশ ঘোষ এবং তার পরিবারের অন্য সদস্যদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন ৷ অভিযোগের ভিত্তিতে বিকাশকে গ্রেপ্তার করেছে পুলিশ ।

গৃহবধু খুন
author img

By

Published : Oct 9, 2019, 3:25 PM IST

শান্তিপুর, 9 অক্টোবর : ফুলিয়ার বয়রায় পণের দাবিতে এক গৃহবধূকে পুড়িয়ে মারার অভিযোগ উঠল স্বামী ও তার পরিবারের বিরুদ্ধে । মৃতের নাম অপর্ণা ঘোষ ৷ তার বাবার বাড়ির লোকজন শান্তিপুর থানায় স্বামী বিকাশ ঘোষ এবং তার পরিবারের অন্য সদস্যদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন ৷ অভিযোগের ভিত্তিতে বিকাশকে গ্রেপ্তার করেছে পুলিশ । তবে বিকাশের বাড়ির অন্য সদস্যরা পলাতক ।

12 বছর আগে অপর্ণার সঙ্গে বিকাশের বিয়ে হয় ৷ অপর্ণার বাবার বাড়ির লোকের অভিযোগ, বিয়ের কিছুদিন পর থেকেই পণের দাবিতে অপর্ণার উপর অত্যাচার শুরু করে তাঁর স্বামী ও পরিবারের সদস্যরা ।

সাধ্যমত বাপের বাড়ি থেকে টাকা নিয়ে আসতো অপর্ণা ৷ টাকা না নিয়ে এলে চলত গালিগালাজ ও শারীরিক অত্যাচার । অভিযোগ, গত মঙ্গলবার অপর্ণার শ্বশুরবাড়ির লোকজন তাঁর গায়ে আগুন লাগিয়ে দেয় । অপর্ণার চিৎকার শুনে প্রতিবেশিরা ছুটে এলে বিকাশের বাড়ির লোকজন পালিয়ে যায় । প্রতিবেশীরা অপর্ণাকে উদ্ধার করে শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে যায় । সেখানে তাঁর মৃত্যু হয়৷

শান্তিপুর, 9 অক্টোবর : ফুলিয়ার বয়রায় পণের দাবিতে এক গৃহবধূকে পুড়িয়ে মারার অভিযোগ উঠল স্বামী ও তার পরিবারের বিরুদ্ধে । মৃতের নাম অপর্ণা ঘোষ ৷ তার বাবার বাড়ির লোকজন শান্তিপুর থানায় স্বামী বিকাশ ঘোষ এবং তার পরিবারের অন্য সদস্যদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন ৷ অভিযোগের ভিত্তিতে বিকাশকে গ্রেপ্তার করেছে পুলিশ । তবে বিকাশের বাড়ির অন্য সদস্যরা পলাতক ।

12 বছর আগে অপর্ণার সঙ্গে বিকাশের বিয়ে হয় ৷ অপর্ণার বাবার বাড়ির লোকের অভিযোগ, বিয়ের কিছুদিন পর থেকেই পণের দাবিতে অপর্ণার উপর অত্যাচার শুরু করে তাঁর স্বামী ও পরিবারের সদস্যরা ।

সাধ্যমত বাপের বাড়ি থেকে টাকা নিয়ে আসতো অপর্ণা ৷ টাকা না নিয়ে এলে চলত গালিগালাজ ও শারীরিক অত্যাচার । অভিযোগ, গত মঙ্গলবার অপর্ণার শ্বশুরবাড়ির লোকজন তাঁর গায়ে আগুন লাগিয়ে দেয় । অপর্ণার চিৎকার শুনে প্রতিবেশিরা ছুটে এলে বিকাশের বাড়ির লোকজন পালিয়ে যায় । প্রতিবেশীরা অপর্ণাকে উদ্ধার করে শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে যায় । সেখানে তাঁর মৃত্যু হয়৷

Intro:আবারো পণের দাবিতে এক গৃহবধূকে পুড়িয়ে মারার অভিযোগ উঠল স্বামী ও তার পরিবারের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে নদীয়া শান্তিপুর থানার ফুলিয়া বয়রা এলাকায়। সূত্রের খবর, 12 বছর আগে নদীয়া শান্তিপুর থানার 5 নম্বর ওয়ার্ডের বাসিন্দা অপর্ণা ঘোষের সঙ্গে বিয়ে হয় শান্তিপুর থানার ফুলিয়া এলাকার বাসিন্দা বিকাশ ঘোষ এর সঙ্গে। অভিযোগ, বিয়ের কিছুদিন পর থেকেই গৃহবধূ অপর্ণা ঘোষের উপর অত্যাচার করে শুরু করে স্বামী ও তার পরিবারের সদস্যরা। তার বাবার বাড়ি থেকে টাকা আনার জন্য দীর্ঘদিন ধরে চাপাচাপি করে। অভিযোগ, তবুও সাধ্যমত বাবার বাড়ি থেকে টাকা নিয়ে আসতো অপর্ণা ঘোষ। টাকা না নিয়ে এলে চলত অকথ্য ভাষায় গালিগালাজ এবং সেই সঙ্গে শারীরিক অত্যাচার। অভিযোগ গত মঙ্গলবার ওই গৃহবধূর ভাসুর এবং দেওর এবং পরিবারের অন্যান্য সদস্যরা তার গায়ে জোর করে আগুন লাগিয়ে দেয়। ঘটনায় চিৎকার শুনলে আশেপাশের লোক ছুটে এলে বাড়ি ছেড়ে তারা পালিয়ে যায়। শেষমেষ স্থানীয়রা তড়িঘড়ি গৃহবধূ অপর্ণা ঘোষ কে শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে যায়। চিকিত্সক সূত্রে খবর গতকাল শক্তিনগর হাসপাতাল গৃহবধূ অপর্ণা ঘোষের মৃত্যু হয়। এরপরে অপর্ণা ঘোষের বাবার বাড়ির লোকজন তার স্বামী এবং পরিবারের অন্যান্য সদস্যদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন শান্তিপুর থানায়। অভিযোগের ভিত্তিতে স্বামী বিকাশ ঘোষ কে গ্রেপ্তার করেছে পুলিশ। যদিও বাড়ির অন্যান্য সদস্যরা এখনো পলাতক।Body:SANTIPUR HOUSE WIFE MARDARConclusion:null
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.