থানাপাড়া (নদিয়া), 17 জুন: প্রতিবেশীর কাছে টাকা ধার দিয়েছিল দাদা। সেই টাকা চাইতে গিয়ে ধারালো অস্ত্রের আঘাতে প্রাণ হারাল যুবক। ঘটনাটি নদিয়ার থানারপাড়া থানা এলাকার।
থানারপাড়া থানার নমাখালি গ্রামের বাসিন্দা আবদুল খলিফ। বেশ কয়েক মাস আগে প্রতিবেশী যুবক জুল হক মাশরুম চাষের জন্য তাঁর কাছে সাড়ে চার হাজার টাকা ধার চায়। জুল হক-কে আবদুল সেই টাকা ধার দেন। মঙ্গলবার আবদুলের ভাই কুদ্দুস খাত্রি সেই টাকা জুলু হকের কাছে ফেরত চাইতে যান। তখনি কুদ্দুস খাত্রির সঙ্গে জুল হক ও তার ভাই ওসমান হকের কথা কাটাকাটি শুরু হয়। এরপর কুদ্দুস খাত্রি নিজের বাড়িতে চলে আসেন। অভিযোগ, সেই সময় কুদ্দুসের বাড়ির সামনে এসে উসমান হক গালাগালি দিতে থাকে। কুদ্দুস খাত্রি গালাগালি শুনে বাইরে বেরিয়ে আসতেই বড় একটি হাঁসুয়া দিয়ে বুকে আঘাত করে উসমান হক। এদেখে পরিবারের অন্য সদস্যরা চিৎকার শুরু করলে ঘটনাস্থান থেকে পালায় জুল হক এবং ওসমান হক। ঘটনাস্থানেই মৃত্যু হয় কুদ্দুস খাত্রির (36)।
খবর পেয়ে ঘটনাস্থানে আসে থানারপুর থানার পুলিশ। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শক্তিনগর জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। পরিবারের তরফ থেকে ওসমান হক, জুল হক-সহ আরও কয়েকজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযুক্তদের খোঁজ শুরু করেছে পুলিশ।