ETV Bharat / state

Painting with Belly: হাত নয়, পেট দিয়ে সাড়ে 3 মিনিটে রবীন্দ্রনাথকে আঁকলেন নদিয়ার তুহিন, দেখুন ভিডিয়ো - Young man draw Rabindranath Tagore with his belly

Young Man Drawing with Belly: এর আগে মুখ দিয়ে ছবি আঁকতে দেখা গিয়েছে অনেককে ৷ তবে পেট দিয়েও যে ছবি আঁকা যায়, কস্মিনকালে এমনটা ভেবেছিল কেউ ? হ্যাঁ সেইরকম দৃশ্য দেখা গেল নদিয়ায় ৷ দেখুন ভিডিয়ো ৷

Painting with Belly
পেট দিয়ে ছবি আঁকলেন শিল্পী তুহিন মণ্ডল
author img

By

Published : Jul 26, 2023, 10:53 PM IST

পেট দিয়ে রবীন্দ্রনাথকে আঁকলেন নদিয়ার তুহিন

চাপড়া, 26 জুলাই: হাত দিয়ে নয় ৷ পাথরের মধ্যে পেন্সিল বেঁধে পেট দিয়ে ছবি এঁকে নজির গড়লেন তুহিন মণ্ডল ৷ মাত্র সাড়ে তিন মিনিটেই সাদা কাগছে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতি ফুটিয়ে তুললেন বছর পঁয়ত্রিশের যুবক ৷ আর তার এই কর্মকাণ্ডে তাজ্জব গ্রামবাসীরা ৷ ঘটনাটি ঘটেছে নদিয়ার চাপড়ায় ৷

জানা গিয়েছে, বড় অন্দুলিয়ার বাসিন্দা ওই যুবক ৷ পেশায় অঙ্কন শিল্পী তুহিন ৷ তবে সেভাবে কোনওদিন শিক্ষক-শিক্ষিকার কাছে আঁকা শেখা হয়নি তাঁর । ছোটবেলা থেকেই বাবার হাত ধরেই তাঁর অঙ্কন শিক্ষা। এরপর নিজের চেষ্টায় আজ এই জায়গায় ৷ অঙ্কন শিল্পী হিসাবে গ্রামে যখন অল্পবিস্তর নাম ডাক হতে শুরু করেছে তুহিনের ৷ তখন তিনি সিদ্ধান্ত নেন, অন্যরকম কিছু করে নিজের পরিচয় তৈরি করার ৷ যেমন ভাবনা সেইমতো কাজ ৷ পেট দিয়ে ছবি আঁকতে শুরু করেন তিনি ৷ এরপরেই তাঁর এই কাজের কথা মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়ে বিভিন্ন জায়গায় ৷ তাঁর ডাক পড়ে বিভিন্ন টিভি শো থেকে প্রতিযোগিতায় ৷ খ্যাতি অর্জন করতে থাকেন তিনি ।

এ বিষয়ে তুহিন মণ্ডল বলেন, "ছোট থেকে বাবার কাছ থেকেই আঁকা শিখেছি । বড় হয়ে অবশ্য হাত দিয়েই আঁকতাম । পরবর্তীকালে মনে হয়েছিল শুধু হাত দিয়ে কেন পেট দিয়েও তো ছবি আঁকা যায় । সেই চেষ্টা চালিয়ে এখন আমি পেট দিয়ে অনেক ছবি আঁকি । অনেক ছাত্র-ছাত্রী রয়েছে এখন আমার ৷ তারা উৎসাহের সঙ্গে আমার কাছে আঁকা শিখতে আসে ।"

আরও পড়ুন: শতাধিক আর্ট পেপারজুড়ে রবি ঠাকুরের প্রতিকৃতি এঁকে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে বীরভূমের কৌশিক

তবে তুহিনের কথায়, তিনি এই রাজ্য বা দেশের গণ্ডির মধ্যে আটকে থাকতে চান না ৷ নিজের কাজের মাধ্যমে তাঁর নাম ছড়িয়ে দিতে চান বিশ্ব দরবারে ৷ এই প্রচেষ্টার পথে ইতিমধ্যে এক ধাপ এগিয়েছেন তুহিন । তাঁর কর্মকাণ্ডের জন্য ইতিমধ্যে ওয়াল্ড রেকর্ডের দাবি জানিয়েছেন তিনি ৷ তুহিনের প্রচেষ্টাকে কুর্নিশ জানিয়েছে চাপড়াবাসী । এই শিল্পীকে চাক্ষুষ দেখার জন্য এখন অনেকেই ভিড় জমাচ্ছেন তাঁর বাড়িতে ।

পেট দিয়ে রবীন্দ্রনাথকে আঁকলেন নদিয়ার তুহিন

চাপড়া, 26 জুলাই: হাত দিয়ে নয় ৷ পাথরের মধ্যে পেন্সিল বেঁধে পেট দিয়ে ছবি এঁকে নজির গড়লেন তুহিন মণ্ডল ৷ মাত্র সাড়ে তিন মিনিটেই সাদা কাগছে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতি ফুটিয়ে তুললেন বছর পঁয়ত্রিশের যুবক ৷ আর তার এই কর্মকাণ্ডে তাজ্জব গ্রামবাসীরা ৷ ঘটনাটি ঘটেছে নদিয়ার চাপড়ায় ৷

জানা গিয়েছে, বড় অন্দুলিয়ার বাসিন্দা ওই যুবক ৷ পেশায় অঙ্কন শিল্পী তুহিন ৷ তবে সেভাবে কোনওদিন শিক্ষক-শিক্ষিকার কাছে আঁকা শেখা হয়নি তাঁর । ছোটবেলা থেকেই বাবার হাত ধরেই তাঁর অঙ্কন শিক্ষা। এরপর নিজের চেষ্টায় আজ এই জায়গায় ৷ অঙ্কন শিল্পী হিসাবে গ্রামে যখন অল্পবিস্তর নাম ডাক হতে শুরু করেছে তুহিনের ৷ তখন তিনি সিদ্ধান্ত নেন, অন্যরকম কিছু করে নিজের পরিচয় তৈরি করার ৷ যেমন ভাবনা সেইমতো কাজ ৷ পেট দিয়ে ছবি আঁকতে শুরু করেন তিনি ৷ এরপরেই তাঁর এই কাজের কথা মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়ে বিভিন্ন জায়গায় ৷ তাঁর ডাক পড়ে বিভিন্ন টিভি শো থেকে প্রতিযোগিতায় ৷ খ্যাতি অর্জন করতে থাকেন তিনি ।

এ বিষয়ে তুহিন মণ্ডল বলেন, "ছোট থেকে বাবার কাছ থেকেই আঁকা শিখেছি । বড় হয়ে অবশ্য হাত দিয়েই আঁকতাম । পরবর্তীকালে মনে হয়েছিল শুধু হাত দিয়ে কেন পেট দিয়েও তো ছবি আঁকা যায় । সেই চেষ্টা চালিয়ে এখন আমি পেট দিয়ে অনেক ছবি আঁকি । অনেক ছাত্র-ছাত্রী রয়েছে এখন আমার ৷ তারা উৎসাহের সঙ্গে আমার কাছে আঁকা শিখতে আসে ।"

আরও পড়ুন: শতাধিক আর্ট পেপারজুড়ে রবি ঠাকুরের প্রতিকৃতি এঁকে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে বীরভূমের কৌশিক

তবে তুহিনের কথায়, তিনি এই রাজ্য বা দেশের গণ্ডির মধ্যে আটকে থাকতে চান না ৷ নিজের কাজের মাধ্যমে তাঁর নাম ছড়িয়ে দিতে চান বিশ্ব দরবারে ৷ এই প্রচেষ্টার পথে ইতিমধ্যে এক ধাপ এগিয়েছেন তুহিন । তাঁর কর্মকাণ্ডের জন্য ইতিমধ্যে ওয়াল্ড রেকর্ডের দাবি জানিয়েছেন তিনি ৷ তুহিনের প্রচেষ্টাকে কুর্নিশ জানিয়েছে চাপড়াবাসী । এই শিল্পীকে চাক্ষুষ দেখার জন্য এখন অনেকেই ভিড় জমাচ্ছেন তাঁর বাড়িতে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.