ETV Bharat / state

Young Died By suicide: বৌভাতের দিন গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী যুবক - Young Died By suicide

নদিয়ার নাকাশিপাড়া থানার গাছা এলাকায় গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী যুবক (Young Died By suicide)৷ যুবকের নাম অসিত ঘোষ ৷

Young Died By suicide News
বৌভাতের পরের দিন গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী যুবক
author img

By

Published : Aug 7, 2022, 10:46 PM IST

নদিয়া, 7 জুলাই: বৌভাতের পরের দিন গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী যুবক (Young Died By suicide)। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নদিয়ার নাকাশিপাড়া থানার গাছা এলাকায় । জানা গিয়েছে, গাছা এলাকার যুবক অসিত ঘোষ, বয়স আনুমানিক 31 বছর । গত বৃহস্পতিবার তাঁর বিয়ে হয় । নিয়ম মেনে শনিবার বৌভাত সম্পন্ন হওয়ার কথা ছিল । কিন্তু ওইদিন বিকেলের পর থেকে অসিত ঘোষকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না ।

দীর্ঘক্ষণ পরিবারের সদস্যরা খোঁজাখুজির পর দেখেন বাড়ির পাশে একটি জঙ্গলে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলে রয়েছে । এরপরেই চিৎকার চেঁচামেচি শুরু করলে পরিবারের অন্যান্য সদস্যরাও ঘটনাস্থলে ছুটে যায় । খবর পেয়ে ঘটনাস্থলে আসে নাকাশিপাড়া থানার পুলিশ । পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায় ।

বৌভাতের পরের দিন গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী যুবক

আরও পড়ুন: নদিয়ায় আত্মঘাতী কিশোরী

তবে বৌভাতের পরের দিন কী কারণে ওই যুবক গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলেন সে বিষয়ে সুস্পষ্টভাবে পরিবারের কেউ কিছুই জানাতে পারছে না । পরিবারের দাবি, কোনও মানসিক অবসাদ ছিল না ওই যুবকের । স্বাভাবিকভাবেই বিয়ের কাজ সম্পন্ন হয়েছিল । তবে সঠিক কী কারণে এই আত্মঘাতী হলেন ওই যুবক তার তদন্ত শুরু করেছে নাকাশিপাড়া থানার পুলিশ । রীতিমতো এই ঘটনায় গাছা এলাকায় নেমেছে শোকের ছায়া ।

নদিয়া, 7 জুলাই: বৌভাতের পরের দিন গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী যুবক (Young Died By suicide)। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নদিয়ার নাকাশিপাড়া থানার গাছা এলাকায় । জানা গিয়েছে, গাছা এলাকার যুবক অসিত ঘোষ, বয়স আনুমানিক 31 বছর । গত বৃহস্পতিবার তাঁর বিয়ে হয় । নিয়ম মেনে শনিবার বৌভাত সম্পন্ন হওয়ার কথা ছিল । কিন্তু ওইদিন বিকেলের পর থেকে অসিত ঘোষকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না ।

দীর্ঘক্ষণ পরিবারের সদস্যরা খোঁজাখুজির পর দেখেন বাড়ির পাশে একটি জঙ্গলে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলে রয়েছে । এরপরেই চিৎকার চেঁচামেচি শুরু করলে পরিবারের অন্যান্য সদস্যরাও ঘটনাস্থলে ছুটে যায় । খবর পেয়ে ঘটনাস্থলে আসে নাকাশিপাড়া থানার পুলিশ । পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায় ।

বৌভাতের পরের দিন গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী যুবক

আরও পড়ুন: নদিয়ায় আত্মঘাতী কিশোরী

তবে বৌভাতের পরের দিন কী কারণে ওই যুবক গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলেন সে বিষয়ে সুস্পষ্টভাবে পরিবারের কেউ কিছুই জানাতে পারছে না । পরিবারের দাবি, কোনও মানসিক অবসাদ ছিল না ওই যুবকের । স্বাভাবিকভাবেই বিয়ের কাজ সম্পন্ন হয়েছিল । তবে সঠিক কী কারণে এই আত্মঘাতী হলেন ওই যুবক তার তদন্ত শুরু করেছে নাকাশিপাড়া থানার পুলিশ । রীতিমতো এই ঘটনায় গাছা এলাকায় নেমেছে শোকের ছায়া ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.