ETV Bharat / state

মাথায় ঝুড়ি, 100 দিনের কাজের দাবিতে BDO অফিস ঘেরাও - 100 দিনের কাজের দাবিতে BDO অফিস ঘেরাও-বিক্ষোভ

100 দিনের কাজ হঠাৎ বন্ধ হয়ে যাওয়ায় বিক্ষোভ দেখাতে থাকে শ্রমিকরা । অবশেষে BDO-র আশ্বাসে বিক্ষোভ তুলে নেয় ।

Showing protest in front of BDO office
Showing protest in front of BDO office
author img

By

Published : Jul 10, 2020, 1:21 AM IST

শান্তিপুর, 9 জুলাই : 100 দিনের কাজ বন্ধ করে দেওয়ার অভিযোগ সহ একাধিক দাবি নিয়ে BDO অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখাল শ্রমিকরা । কাজের দাবি জানাতে সঙ্গে ঝুড়ি-কোদালও আনে । বেশিরভাগ মহিলারাই সামিল ছিল । অনেকে ঝুড়ি মাথায় নিয়ে বিক্ষোভ দেখায় । নদিয়ার শান্তিপুর BDO অফিসের ঘটনা ।

জানা গেছে, শান্তিপুর ব্লকের নভলা গ্রাম পঞ্চায়েতে 100 দিনের কাজ চলার কথা ছিল । টানা 12 দিন কাজ চলবে । চুক্তি অনুযায়ী তিন দিন কাজ চলে । চতুর্থ দিনে অর্ধেক বেলা কাজ করিয়ে এলাকার পঞ্চায়েত সদস্য হঠাৎ কাজ বন্ধ করিয়ে দেন । কী কারণে কাজ বন্ধ করে দিলেন, তা শ্রমিকদের জানানো হয়নি ।

বিক্ষোভকারীরা অভিযোগ করে, 200 টাকা দৈনিক মজুরি হিসাবে দেওয়ার কথা ছিল । অথচ 100 টাকার কম মজুরি দেওয়া হয়েছে । ঘূর্ণিঝড় আমফানে যে সরকারি সাহায্য পাওয়ার কথা ছিল সেটাও পায়নি তারা । ইন্দিরা আবাস যোজনার ক্ষেত্রেও পক্ষপাতিত্ব করা হয়েছে । যাদের ঘরের প্রয়োজন তাদের ঘর মেলেনি ।

বৃহস্পতিবার একাধিক অভিযোগ নিয়ে BDO অফিসের সামনে বিক্ষোভ দেখাতে থাকে শ্রমিকরা । BDO-র আশ্বাসে অবশেষে বিক্ষোভকারীরা বিক্ষোভ তুলে নেয় ।

শান্তিপুর, 9 জুলাই : 100 দিনের কাজ বন্ধ করে দেওয়ার অভিযোগ সহ একাধিক দাবি নিয়ে BDO অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখাল শ্রমিকরা । কাজের দাবি জানাতে সঙ্গে ঝুড়ি-কোদালও আনে । বেশিরভাগ মহিলারাই সামিল ছিল । অনেকে ঝুড়ি মাথায় নিয়ে বিক্ষোভ দেখায় । নদিয়ার শান্তিপুর BDO অফিসের ঘটনা ।

জানা গেছে, শান্তিপুর ব্লকের নভলা গ্রাম পঞ্চায়েতে 100 দিনের কাজ চলার কথা ছিল । টানা 12 দিন কাজ চলবে । চুক্তি অনুযায়ী তিন দিন কাজ চলে । চতুর্থ দিনে অর্ধেক বেলা কাজ করিয়ে এলাকার পঞ্চায়েত সদস্য হঠাৎ কাজ বন্ধ করিয়ে দেন । কী কারণে কাজ বন্ধ করে দিলেন, তা শ্রমিকদের জানানো হয়নি ।

বিক্ষোভকারীরা অভিযোগ করে, 200 টাকা দৈনিক মজুরি হিসাবে দেওয়ার কথা ছিল । অথচ 100 টাকার কম মজুরি দেওয়া হয়েছে । ঘূর্ণিঝড় আমফানে যে সরকারি সাহায্য পাওয়ার কথা ছিল সেটাও পায়নি তারা । ইন্দিরা আবাস যোজনার ক্ষেত্রেও পক্ষপাতিত্ব করা হয়েছে । যাদের ঘরের প্রয়োজন তাদের ঘর মেলেনি ।

বৃহস্পতিবার একাধিক অভিযোগ নিয়ে BDO অফিসের সামনে বিক্ষোভ দেখাতে থাকে শ্রমিকরা । BDO-র আশ্বাসে অবশেষে বিক্ষোভকারীরা বিক্ষোভ তুলে নেয় ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.