ETV Bharat / state

রানাঘাটে মদের ঠেক ভাঙল প্রমীলা বাহিনী - women vandalized the illegal Alcohol sell in lockdown at ranaghat

মদের ঠেক ভেঙে দিলেন মহিলারা ৷ ভবিষ্যতে এধরনের ঠেক হলে ভাঙা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা ৷

কার্যত লকডাউনে রানাঘাটে মদের ঠেক, ভাঙল প্রমীলা বাহিনী
কার্যত লকডাউনে রানাঘাটে মদের ঠেক, ভাঙল প্রমীলা বাহিনী
author img

By

Published : May 20, 2021, 3:22 PM IST

রানাঘাট, 20 মে : করোনা সংক্রমণ রুখতে তৎপর নদিয়ার রানাঘাটের প্রমীলা বাহিনী ৷ তাই এলাকার মদের ঠেক ভেঙে দিলেন তাঁরা ৷ গতকাল দুপুরে গোপাল বিশ্বাসের বাড়ির তালা ভেঙে 5 পেটি দেশি মদ ভেঙে দেওয়া হয় ৷ রানাঘাট থানার আনুলিয়া গ্রাম পঞ্চায়েতের মানিকতলার ঘটনা ৷ খবর দেওয়া হয় পুলিশে ৷

আরও পড়ুন : চোলাই মদের ঠেক ভাঙল পুলিশ

করোনা মোকাবিলায় সারা রাজ্যে চলছে কার্যত লকডাউন ৷ আর এই অবস্থায় রানাঘাট থানার আনুলিয়াতে গোপাল বিশ্বাসের বাড়িতে চলছিল মদের ঠেক ৷ মদ বিক্রেতা ও নেশাড়ুদের মধ্যে ছিল না কোনও সচেতনতার বালাই ৷ প্রমীলা বাহিনীর অভিযোগ, এলাকায় মদের ঠেককে কেন্দ্র করে জমায়েত হত ৷ বারবার বলা সত্বেও ঠেক বন্ধ হয়নি ৷ তাই বাধ্য হয়ে গ্রামের মহিলারা একত্রিত হয়ে ভেঙে দেন ঠেকটি ৷ এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে ৷

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই গোপাল বিশ্বাস তাঁর বাড়িতে মদ, গাঁজার ব্যবসা চালিয়ে আসছে ৷ বহুবার পুলিশে অভিযোগ করা হয়েছে ৷ কিন্তু কোনও সুরাহা মেলেনি ৷ তাই বাধ্য হয়ে স্থানীয় মহিলারা একত্রিত হয়ে গোপালের বাড়িতে থাকা বেশ কিছু মদের পেটি ভেঙে ফেলেন ৷ পুলিশে খবর দিলে গোপাল পালিয়ে যান ৷ মহিলারা জানিয়েছেন, ভবিষ্যতে যদি এই ব্যবসা গোপাল বন্ধ না করেন, তাহলে তা তাঁরাই তুলে দেবেন ৷

রানাঘাট, 20 মে : করোনা সংক্রমণ রুখতে তৎপর নদিয়ার রানাঘাটের প্রমীলা বাহিনী ৷ তাই এলাকার মদের ঠেক ভেঙে দিলেন তাঁরা ৷ গতকাল দুপুরে গোপাল বিশ্বাসের বাড়ির তালা ভেঙে 5 পেটি দেশি মদ ভেঙে দেওয়া হয় ৷ রানাঘাট থানার আনুলিয়া গ্রাম পঞ্চায়েতের মানিকতলার ঘটনা ৷ খবর দেওয়া হয় পুলিশে ৷

আরও পড়ুন : চোলাই মদের ঠেক ভাঙল পুলিশ

করোনা মোকাবিলায় সারা রাজ্যে চলছে কার্যত লকডাউন ৷ আর এই অবস্থায় রানাঘাট থানার আনুলিয়াতে গোপাল বিশ্বাসের বাড়িতে চলছিল মদের ঠেক ৷ মদ বিক্রেতা ও নেশাড়ুদের মধ্যে ছিল না কোনও সচেতনতার বালাই ৷ প্রমীলা বাহিনীর অভিযোগ, এলাকায় মদের ঠেককে কেন্দ্র করে জমায়েত হত ৷ বারবার বলা সত্বেও ঠেক বন্ধ হয়নি ৷ তাই বাধ্য হয়ে গ্রামের মহিলারা একত্রিত হয়ে ভেঙে দেন ঠেকটি ৷ এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে ৷

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই গোপাল বিশ্বাস তাঁর বাড়িতে মদ, গাঁজার ব্যবসা চালিয়ে আসছে ৷ বহুবার পুলিশে অভিযোগ করা হয়েছে ৷ কিন্তু কোনও সুরাহা মেলেনি ৷ তাই বাধ্য হয়ে স্থানীয় মহিলারা একত্রিত হয়ে গোপালের বাড়িতে থাকা বেশ কিছু মদের পেটি ভেঙে ফেলেন ৷ পুলিশে খবর দিলে গোপাল পালিয়ে যান ৷ মহিলারা জানিয়েছেন, ভবিষ্যতে যদি এই ব্যবসা গোপাল বন্ধ না করেন, তাহলে তা তাঁরাই তুলে দেবেন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.