ETV Bharat / state

প্রার্থী হয়েই দলের দায়িত্ব পালনে কৃষ্ণনগরে মুকুল - কৃষ্ণনগরে মুকুল

মুকুল রায় বললেন, হেভিওয়েট প্রার্থী না, সাধারণ প্রার্থী হিসাবেই লড়তে চাই ৷

mukul-roy-in-krishnanagar-after-becoming-candidate
mukul-roy-in-krishnanagar-after-becoming-candidate
author img

By

Published : Mar 19, 2021, 10:29 AM IST

কলকাতা, 19 মার্চ : 20 বছর পর আবার নির্বাচনী লড়াইয়ে মুকুল রায় ৷ শেষবার 2001 সাল ভোটের ময়দানে লড়েছিলেন ৷ যদিও জিততে পারেননি সেবার ৷ ফের একুশে বিধানসভা নির্বাচনে বিজেপির হেভিওয়েট প্রার্থী মুকুল রায় ৷ প্রার্থী ঘোষণার দিনে নিজের বিধানসভা কেন্দ্রে নেমে পড়লেন জনসংযোগে ৷ বললেন, পথে হেঁটে মানুষের কাছে ভোট ভিক্ষা করব ৷ খুব ভালো অনুভূতি ৷

প্রার্থী হিসেবে নাম ঘোষণা হল যেদিন, সেদিনই কৃষ্ণনগর উত্তর বিধানসভায় এসে দলীয় কর্মীদের সঙ্গে মিশে গেলেন মুকুল ৷ এই কেন্দ্রে আগেই প্রার্থী ঘোষণা করেছে তৃণমূল । তৃণমূলের তারকা প্রার্থী কৌশানী মুখোপাধ্যায়ের সঙ্গে লড়াই মুকুল রায়ের ৷ কৌশানী ইতিমধ্যে এলাকা ঘুরে ঘুরে প্রচারে শুরু করেছেন । কে প্রার্থী তা নিয়ে অবশ্য মাথা ঘামাচ্ছেন না মুকুল ৷ বললেন, হেভিওয়েট প্রার্থী না, সাধারণ প্রার্থী হিসাবেই লড়তে চাই ৷ জেতার বিষয়ে একশো শতাংশ আশাবাদী আমি ।

আরও পড়ুন: 20 বছর পর আবার ভোটের ময়দানে মুকুল রায়

যদিও মুকুল রায় এক সময় ঘোষণা করেছিলেন যে, তিনি আর ভোটে দাঁড়াবেন না ৷ বিজেপির প্রার্থী সংকটেই কি প্রতিজ্ঞাভঙ্গ হল নেতার ? মুকুলের উত্তর, এখানে আমার প্রতিজ্ঞার প্রশ্ন উঠছে না ৷ আসল হল দল আমাকে একটা দায়িত্ব দিয়েছে, আমি তা নিষ্ঠার সঙ্গে পালন করব ।

কলকাতা, 19 মার্চ : 20 বছর পর আবার নির্বাচনী লড়াইয়ে মুকুল রায় ৷ শেষবার 2001 সাল ভোটের ময়দানে লড়েছিলেন ৷ যদিও জিততে পারেননি সেবার ৷ ফের একুশে বিধানসভা নির্বাচনে বিজেপির হেভিওয়েট প্রার্থী মুকুল রায় ৷ প্রার্থী ঘোষণার দিনে নিজের বিধানসভা কেন্দ্রে নেমে পড়লেন জনসংযোগে ৷ বললেন, পথে হেঁটে মানুষের কাছে ভোট ভিক্ষা করব ৷ খুব ভালো অনুভূতি ৷

প্রার্থী হিসেবে নাম ঘোষণা হল যেদিন, সেদিনই কৃষ্ণনগর উত্তর বিধানসভায় এসে দলীয় কর্মীদের সঙ্গে মিশে গেলেন মুকুল ৷ এই কেন্দ্রে আগেই প্রার্থী ঘোষণা করেছে তৃণমূল । তৃণমূলের তারকা প্রার্থী কৌশানী মুখোপাধ্যায়ের সঙ্গে লড়াই মুকুল রায়ের ৷ কৌশানী ইতিমধ্যে এলাকা ঘুরে ঘুরে প্রচারে শুরু করেছেন । কে প্রার্থী তা নিয়ে অবশ্য মাথা ঘামাচ্ছেন না মুকুল ৷ বললেন, হেভিওয়েট প্রার্থী না, সাধারণ প্রার্থী হিসাবেই লড়তে চাই ৷ জেতার বিষয়ে একশো শতাংশ আশাবাদী আমি ।

আরও পড়ুন: 20 বছর পর আবার ভোটের ময়দানে মুকুল রায়

যদিও মুকুল রায় এক সময় ঘোষণা করেছিলেন যে, তিনি আর ভোটে দাঁড়াবেন না ৷ বিজেপির প্রার্থী সংকটেই কি প্রতিজ্ঞাভঙ্গ হল নেতার ? মুকুলের উত্তর, এখানে আমার প্রতিজ্ঞার প্রশ্ন উঠছে না ৷ আসল হল দল আমাকে একটা দায়িত্ব দিয়েছে, আমি তা নিষ্ঠার সঙ্গে পালন করব ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.